একদা ব্যর্থ প্রযুক্তিই স্মার্টফোনের জায়গা দখল করবে, বলছে গুগল ও মেটা
এক দশক আগের গুগল গ্লাস ব্যর্থ হলেও, প্রযুক্তি জগতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো আবারও স্মার্ট চশমার দিকে ঝুঁকছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন অনেক পরিণত—এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে গুগল, মেটা, স্ন্যাপসহ বড় কোম্পানিগুলো নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস তৈরি করছে।