আজকের পত্রিকা ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পাল্লা দিতে এবার ইউরোপও বড় পদক্ষেপ নিল। গতকাল মঙ্গলবার ইউরোপের প্রথম রিজনিং বা যুক্তিভিত্তিক এআই মডেল উন্মোচন করেছে ফরাসি স্টার্টআপ মিস্ট্রাল। এই মডেল লজিক বা যুক্তির ওপর ভিত্তি করে উত্তর তৈরি করতে পারে।
এই ফরাসি স্টার্টআপটি ইউরোপীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে নিজেকে আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করেছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সমর্থনও পেয়েছে। প্রতিষ্ঠানটি এর আগেও কিছু মডেল ওপেন সোর্স বা উন্মুক্ত করেছে, যা ওপেনএআই ও গুগলের মতো প্রতিষ্ঠানের গোপন সফটওয়্যারের বিপরীতে অবস্থান নেয়। মিস্ট্রালকে ইউরোপের নিজস্ব এআই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হলেও বাজার দখল ও আয়—এ দুই ক্ষেত্রেই তারা পিছিয়ে রয়েছে।
রিজনিং মডেল কী
এই মডেল চেইন-অব-থট (Chain-of-Thought) পদ্ধতি ব্যবহার করে। এই মডেল জটিল কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুধু ফলাফল বলেই থেমে যায় না, বরং চিন্তা করার প্রতিটি ধাপ পর্যায়ক্রমে ব্যাখ্যা করে। এতে করে বোঝা যায়, কীভাবে যুক্তি ব্যবহার করে সে সমস্যার সমাধানে পৌঁছেছে। বিশাল ডেটা ও শক্তিশালী কম্পিউটিংয়ের ওপর নির্ভরশীল প্রচলিত এলএলএমের সীমাবদ্ধতা স্পষ্ট হওয়ায় এ ধরনের মডেলকেই ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় ধারা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভিসি বা ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারীর মতে, মিস্ট্রালের বাজারমূল্য ৬২০ কোটি ডলার।
এখন এআই শিল্পে আগের মতো শুধু মডেল বড় করার (বেশি ডেটা ও কম্পিউটার শক্তি দিয়ে) পদ্ধতি তেমন উল্লেখযোগ্য উন্নতি আনছে না, তাই মিস্ট্রালের মতো তুলনামূলক ছোট ও কম পুঁজিসম্পন্ন কোম্পানিগুলোর সামনে বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টিকে থাকার একটা নতুন সুযোগ তৈরি হয়েছে।
বিশ্বে প্রথম রিজনিং মডেল চালু করে ওপেনএআই। এরপর গুগল তাদের নিজস্ব মডেল আনে। ২০২৪ সালের জানুয়ারিতে চীনের প্রতিষ্ঠান ডিপসিক সস্তা এবং ওপেন-সোর্স রিজনিং মডেল উন্মোচনের মাধ্যমে আলোচনায় আসে। ফেসবুকের মূল কোম্পানি মেটা এখনো কোনো স্বতন্ত্র রিজনিং মডেল বাজারে আনেনি, তবে তাদের সর্বশেষ মডেলে এ ধরনের ক্ষমতা রয়েছে বলে দাবি করেছে।
মিস্ট্রালের নতুন দুটি মডেলের মধ্যে একটি হলো ওপেন সোর্স ম্যাজিস্ট্রাল স্মল, অপরটি হলো আরও শক্তিশালী ম্যাজিস্ট্রাল মিডিয়াম, যা মূলত ব্যবসায়িক গ্রাহকদের জন্য তৈরি।
মিস্ট্রালের ভাষ্য, ‘মানব চিন্তা একরৈখিক নয়—তা যুক্তি, অন্তর্দৃষ্টি, অনিশ্চয়তা ও আবিষ্কারের মধ্যে দিয়ে চলে। রিজনিং ল্যাঙ্গুয়েজ মডেল আমাদের জটিল চিন্তা ও গভীর উপলব্ধিকে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে অর্পণ করার সুযোগ দিচ্ছে।’
মার্কিন প্রতিষ্ঠানগুলো সাধারণত তাদের সবচেয়ে উন্নত এআই মডেলগুলো গোপন রাখলেও মেটার মতো কিছু প্রতিষ্ঠান সেগুলো উন্মুক্ত করেছে। চীনের ডিপসিক থেকে শুরু করে আলিবাবা পর্যন্ত বিভিন্ন কোম্পানিও ওপেন-সোর্স পথেই নিজেদের প্রযুক্তিগত দক্ষতা দেখাতে আগ্রহী।
ম্যাজিস্ট্রাল স্মল মডেলটি এখন এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের মাধ্যমে ডাউনলোড করা যাচ্ছে। এটি ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি এবং সরলীকৃত চীনা ভাষায় যুক্তিভিত্তিকভাবে উত্তর দিতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পাল্লা দিতে এবার ইউরোপও বড় পদক্ষেপ নিল। গতকাল মঙ্গলবার ইউরোপের প্রথম রিজনিং বা যুক্তিভিত্তিক এআই মডেল উন্মোচন করেছে ফরাসি স্টার্টআপ মিস্ট্রাল। এই মডেল লজিক বা যুক্তির ওপর ভিত্তি করে উত্তর তৈরি করতে পারে।
এই ফরাসি স্টার্টআপটি ইউরোপীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে নিজেকে আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করেছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সমর্থনও পেয়েছে। প্রতিষ্ঠানটি এর আগেও কিছু মডেল ওপেন সোর্স বা উন্মুক্ত করেছে, যা ওপেনএআই ও গুগলের মতো প্রতিষ্ঠানের গোপন সফটওয়্যারের বিপরীতে অবস্থান নেয়। মিস্ট্রালকে ইউরোপের নিজস্ব এআই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হলেও বাজার দখল ও আয়—এ দুই ক্ষেত্রেই তারা পিছিয়ে রয়েছে।
রিজনিং মডেল কী
এই মডেল চেইন-অব-থট (Chain-of-Thought) পদ্ধতি ব্যবহার করে। এই মডেল জটিল কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুধু ফলাফল বলেই থেমে যায় না, বরং চিন্তা করার প্রতিটি ধাপ পর্যায়ক্রমে ব্যাখ্যা করে। এতে করে বোঝা যায়, কীভাবে যুক্তি ব্যবহার করে সে সমস্যার সমাধানে পৌঁছেছে। বিশাল ডেটা ও শক্তিশালী কম্পিউটিংয়ের ওপর নির্ভরশীল প্রচলিত এলএলএমের সীমাবদ্ধতা স্পষ্ট হওয়ায় এ ধরনের মডেলকেই ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় ধারা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভিসি বা ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারীর মতে, মিস্ট্রালের বাজারমূল্য ৬২০ কোটি ডলার।
এখন এআই শিল্পে আগের মতো শুধু মডেল বড় করার (বেশি ডেটা ও কম্পিউটার শক্তি দিয়ে) পদ্ধতি তেমন উল্লেখযোগ্য উন্নতি আনছে না, তাই মিস্ট্রালের মতো তুলনামূলক ছোট ও কম পুঁজিসম্পন্ন কোম্পানিগুলোর সামনে বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টিকে থাকার একটা নতুন সুযোগ তৈরি হয়েছে।
বিশ্বে প্রথম রিজনিং মডেল চালু করে ওপেনএআই। এরপর গুগল তাদের নিজস্ব মডেল আনে। ২০২৪ সালের জানুয়ারিতে চীনের প্রতিষ্ঠান ডিপসিক সস্তা এবং ওপেন-সোর্স রিজনিং মডেল উন্মোচনের মাধ্যমে আলোচনায় আসে। ফেসবুকের মূল কোম্পানি মেটা এখনো কোনো স্বতন্ত্র রিজনিং মডেল বাজারে আনেনি, তবে তাদের সর্বশেষ মডেলে এ ধরনের ক্ষমতা রয়েছে বলে দাবি করেছে।
মিস্ট্রালের নতুন দুটি মডেলের মধ্যে একটি হলো ওপেন সোর্স ম্যাজিস্ট্রাল স্মল, অপরটি হলো আরও শক্তিশালী ম্যাজিস্ট্রাল মিডিয়াম, যা মূলত ব্যবসায়িক গ্রাহকদের জন্য তৈরি।
মিস্ট্রালের ভাষ্য, ‘মানব চিন্তা একরৈখিক নয়—তা যুক্তি, অন্তর্দৃষ্টি, অনিশ্চয়তা ও আবিষ্কারের মধ্যে দিয়ে চলে। রিজনিং ল্যাঙ্গুয়েজ মডেল আমাদের জটিল চিন্তা ও গভীর উপলব্ধিকে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে অর্পণ করার সুযোগ দিচ্ছে।’
মার্কিন প্রতিষ্ঠানগুলো সাধারণত তাদের সবচেয়ে উন্নত এআই মডেলগুলো গোপন রাখলেও মেটার মতো কিছু প্রতিষ্ঠান সেগুলো উন্মুক্ত করেছে। চীনের ডিপসিক থেকে শুরু করে আলিবাবা পর্যন্ত বিভিন্ন কোম্পানিও ওপেন-সোর্স পথেই নিজেদের প্রযুক্তিগত দক্ষতা দেখাতে আগ্রহী।
ম্যাজিস্ট্রাল স্মল মডেলটি এখন এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের মাধ্যমে ডাউনলোড করা যাচ্ছে। এটি ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি এবং সরলীকৃত চীনা ভাষায় যুক্তিভিত্তিকভাবে উত্তর দিতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
৩ ঘণ্টা আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
৩ ঘণ্টা আগেছবি তুলতে কে না ভালোবাসে! হাতের কাছে মোবাইল ফোন থাকলেই হলো, মুহূর্তে বন্দী করে ফেলা যায় প্রিয় দৃশ্য বা স্মৃতি। বন্ধুদের সঙ্গে আড্ডা, ভ্রমণের স্মৃতি কিংবা একান্ত মুহূর্ত—সবই জমা হয় মোবাইল ফোনের গ্যালারিতে।
৪ ঘণ্টা আগেচাকরির আবেদন মানেই সিভি তৈরি করা। কিন্তু এখন আর সেটি কঠিন বা সময়সাপেক্ষ নয়। এআই টুল ব্যবহার করে খুব সহজে তৈরি করা যায় যেকোনো পেশার উপযোগী সিভি। নিয়োগদাতার কাছে নিজেকে উপস্থাপনের প্রথম ধাপ সিভি। এটি যত পরিষ্কার, সংক্ষিপ্ত ও আকর্ষণীয় হবে, চাকরি পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।
৫ ঘণ্টা আগে