অনলাইন ডেস্ক
জার্মানিতে প্রথম শিল্পভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্লাউড অবকাঠামো নির্মাণের ঘোষণা দিয়েছে বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ভিভাটেক সম্মেলনে গতকাল বুধবার এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।
এআই ও রোবোটিকসের সমন্বয়ে নির্মিত এই প্রযুক্তি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জকে পণ্য ডিজাইনের সিমুলেশন থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে।
ইউরো-কেন্দ্রিক একাধিক ঘোষণার অংশ হিসেবে হুয়াং জানান, এনভিডিয়া সাতটি দেশে তাদের প্রযুক্তিকেন্দ্র সম্প্রসারণ করবে। ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করা হবে এনভিডিয়ার কম্পিউট মার্কেটপ্লেস। এ ছাড়া, বিভিন্ন ভাষাভাষী অঞ্চলের এআই মডেল নির্মাতাদের আধুনিকায়নে ও ওষুধ আবিষ্কারে সহায়তা করবে প্রতিষ্ঠানটি, যার মধ্যে ডেনিশ কোম্পানি নোভো নরডিস্কের নাম উল্লেখযোগ্য।
প্রায় দুই ঘণ্টার উপস্থাপনায় হুয়াং বলেন, ‘মাত্র দুই বছরের মধ্যে আমরা ইউরোপে এআই কম্পিউটিং সক্ষমতা ১০ গুণ বাড়াব।’
তিনি আরও বলেন, ‘এখন ইউরোপ জেগে উঠেছে—এআই কারখানা ও অবকাঠামোর গুরুত্ব বুঝেছে।’
এই ঘোষণার অংশ হিসেবে ইউরোপজুড়ে ২০টি এআই কারখানা নির্মাণের পরিকল্পনা করছে এনভিডিয়া। এসব বড় পরিসরের পরিকাঠামো ব্যবহৃত হবে এআই মডেল তৈরি, প্রশিক্ষণ ও বাস্তবায়নের কাজে।
বিভিন্ন সূত্র জানিয়েছে, হুয়াং শুক্রবার বার্লিন সফরে যাচ্ছেন এবং সম্ভবত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
যদিও প্রকল্পটি কোথায় গড়ে তোলা হবে, এর ব্যয় কত এবং নির্মাণ কবে শুরু হবে তা এখনো জানানো হয়নি। তবে জার্মানিতে নির্মিত হলে এটি ম্যার্ৎসের নতুন সরকারের জন্য একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। কারণ, গত বছর ইনটেল ও উলফস্পিড তাদের কারখানা নির্মাণ পরিকল্পনা স্থগিত করেছিল।
যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় এআই প্রযুক্তির ক্ষেত্রে ইউরোপ কিছুটা পিছিয়ে থাকলেও ইউরোপীয় কমিশন চলতি বছরের মার্চে জানায়, তারা চারটি এআই কারখানা নির্মাণে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।
এনভিডিয়া ইউরোপীয় এআই কোম্পানি মিস্ট্রালের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এ উদ্যোগে ব্যবহৃত হবে এনভিডিয়ার ১৮ হাজার সর্বাধুনিক চিপ, যা ইউরোপীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি শক্তিশালী কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরি করবে।
হুয়াং বলেন, ‘সার্বভৌম এআই এখন এক অপরিহার্য বিষয়—কোনো কোম্পানি, শিল্প বা দেশ তার বুদ্ধিমত্তা অন্য কারও ওপর ছেড়ে দিতে পারে না।’
সম্প্রতি হুয়াং বিশ্বজুড়ে ভ্রমণ করছেন ব্যবসায়ীদের এআই গ্রহণের গুরুত্ব বোঝাতে এবং পিছিয়ে পড়ার সম্ভাব্য ঝুঁকি তুলে ধরতে।
লন্ডনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্রিটেনের কাছে এআই গবেষণার শক্তিশালী ভিত্তি থাকলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং পরিকাঠামো নেই।
এআই ছাড়াও হুয়াং কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তিকে ভবিষ্যতের সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, কোয়ান্টাম কম্পিউটিং এমন কিছু জটিল সমস্যার সমাধান দেবে, যা এনভিডিয়ার সর্বাধুনিক এআই সিস্টেম দিয়েও বহু বছর সময় লাগবে সমাধান করতে।
মার্চ মাসে এনভিডিয়ার বার্ষিক সফটওয়্যার ডেভেলপার সম্মেলনেও হুয়াং একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, কোয়ান্টাম কম্পিউটিং এখন গুরুত্বপূর্ণ মোড় ঘুরছে।
উল্লেখ্য, জানুয়ারিতে হুয়াং বলেছিলেন, কার্যকর কোয়ান্টাম কম্পিউটার তৈরি হতে আরও ২০ বছর সময় লাগবে। তবে এখন তিনি সেই মন্তব্য থেকে কিছুটা সরে এসেছেন।
তথ্যসূত্র: রয়টার্স
জার্মানিতে প্রথম শিল্পভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্লাউড অবকাঠামো নির্মাণের ঘোষণা দিয়েছে বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ভিভাটেক সম্মেলনে গতকাল বুধবার এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।
এআই ও রোবোটিকসের সমন্বয়ে নির্মিত এই প্রযুক্তি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জকে পণ্য ডিজাইনের সিমুলেশন থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে।
ইউরো-কেন্দ্রিক একাধিক ঘোষণার অংশ হিসেবে হুয়াং জানান, এনভিডিয়া সাতটি দেশে তাদের প্রযুক্তিকেন্দ্র সম্প্রসারণ করবে। ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করা হবে এনভিডিয়ার কম্পিউট মার্কেটপ্লেস। এ ছাড়া, বিভিন্ন ভাষাভাষী অঞ্চলের এআই মডেল নির্মাতাদের আধুনিকায়নে ও ওষুধ আবিষ্কারে সহায়তা করবে প্রতিষ্ঠানটি, যার মধ্যে ডেনিশ কোম্পানি নোভো নরডিস্কের নাম উল্লেখযোগ্য।
প্রায় দুই ঘণ্টার উপস্থাপনায় হুয়াং বলেন, ‘মাত্র দুই বছরের মধ্যে আমরা ইউরোপে এআই কম্পিউটিং সক্ষমতা ১০ গুণ বাড়াব।’
তিনি আরও বলেন, ‘এখন ইউরোপ জেগে উঠেছে—এআই কারখানা ও অবকাঠামোর গুরুত্ব বুঝেছে।’
এই ঘোষণার অংশ হিসেবে ইউরোপজুড়ে ২০টি এআই কারখানা নির্মাণের পরিকল্পনা করছে এনভিডিয়া। এসব বড় পরিসরের পরিকাঠামো ব্যবহৃত হবে এআই মডেল তৈরি, প্রশিক্ষণ ও বাস্তবায়নের কাজে।
বিভিন্ন সূত্র জানিয়েছে, হুয়াং শুক্রবার বার্লিন সফরে যাচ্ছেন এবং সম্ভবত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
যদিও প্রকল্পটি কোথায় গড়ে তোলা হবে, এর ব্যয় কত এবং নির্মাণ কবে শুরু হবে তা এখনো জানানো হয়নি। তবে জার্মানিতে নির্মিত হলে এটি ম্যার্ৎসের নতুন সরকারের জন্য একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। কারণ, গত বছর ইনটেল ও উলফস্পিড তাদের কারখানা নির্মাণ পরিকল্পনা স্থগিত করেছিল।
যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় এআই প্রযুক্তির ক্ষেত্রে ইউরোপ কিছুটা পিছিয়ে থাকলেও ইউরোপীয় কমিশন চলতি বছরের মার্চে জানায়, তারা চারটি এআই কারখানা নির্মাণে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।
এনভিডিয়া ইউরোপীয় এআই কোম্পানি মিস্ট্রালের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এ উদ্যোগে ব্যবহৃত হবে এনভিডিয়ার ১৮ হাজার সর্বাধুনিক চিপ, যা ইউরোপীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি শক্তিশালী কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরি করবে।
হুয়াং বলেন, ‘সার্বভৌম এআই এখন এক অপরিহার্য বিষয়—কোনো কোম্পানি, শিল্প বা দেশ তার বুদ্ধিমত্তা অন্য কারও ওপর ছেড়ে দিতে পারে না।’
সম্প্রতি হুয়াং বিশ্বজুড়ে ভ্রমণ করছেন ব্যবসায়ীদের এআই গ্রহণের গুরুত্ব বোঝাতে এবং পিছিয়ে পড়ার সম্ভাব্য ঝুঁকি তুলে ধরতে।
লন্ডনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্রিটেনের কাছে এআই গবেষণার শক্তিশালী ভিত্তি থাকলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং পরিকাঠামো নেই।
এআই ছাড়াও হুয়াং কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তিকে ভবিষ্যতের সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, কোয়ান্টাম কম্পিউটিং এমন কিছু জটিল সমস্যার সমাধান দেবে, যা এনভিডিয়ার সর্বাধুনিক এআই সিস্টেম দিয়েও বহু বছর সময় লাগবে সমাধান করতে।
মার্চ মাসে এনভিডিয়ার বার্ষিক সফটওয়্যার ডেভেলপার সম্মেলনেও হুয়াং একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, কোয়ান্টাম কম্পিউটিং এখন গুরুত্বপূর্ণ মোড় ঘুরছে।
উল্লেখ্য, জানুয়ারিতে হুয়াং বলেছিলেন, কার্যকর কোয়ান্টাম কম্পিউটার তৈরি হতে আরও ২০ বছর সময় লাগবে। তবে এখন তিনি সেই মন্তব্য থেকে কিছুটা সরে এসেছেন।
তথ্যসূত্র: রয়টার্স
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে