অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের দুনিয়ায় এনভিডিয়ার আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে নতুন সার্ভার ‘হেলিওস’ আনছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। ২০২৬ সালে বাজারে আসছে এই হেলিওস সার্ভার, যার মূল ভিত্তি হবে এএমডির নতুন এমআই ৪০০ সিরিজের চিপ। প্রতি সার্ভারে থাকবে এমআই ৪০০ সিরিজের ৭২টি চিপ, যা এনভিডিয়ার এনভিএল ৭২ সার্ভারের সমতুল্য বলেই দাবি কোম্পানির। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে অনুষ্ঠিত ‘অ্যাডভান্সিং এআই’ সম্মেলনে এএমডির প্রধান নির্বাহী লিসা সু এ ঘোষণা দেন।
লিসা সু বলেন, ‘এআইয়ের ভবিষ্যৎ কোনো একক কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি গড়ে উঠবে উন্মুক্ত সহযোগিতার ভিত্তিতে।’
মঞ্চে লিসা সু-এর সঙ্গে ছিলেন ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান। তিনি জানান, এএমডির এমআই ৪৫০ চিপ নিয়ে তারা একসঙ্গে কাজ করছেন। এআই অবকাঠামো নির্মাণে বিগত এক বছরের অভিজ্ঞতা প্রসঙ্গে অল্টম্যান বলেন, ‘গত এক বছরে যা হয়েছে এবং সামনের বছর যেটা ঘটতে যাচ্ছে, তা সত্যিই অভাবনীয়।’ তিনি জানান, এএমডির চিপ ব্যবহার করবে ওপেনএআই।
সম্মেলনে অংশ নেন এক্সএআই, মেটা ও ওরাকলের কর্মকর্তারাও। নিজেদের এএমডি চিপ ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন তারা। ক্লাউডভিত্তিক এআই সেবাদাতা প্রতিষ্ঠান ক্রুসো জানিয়েছে, তারা এএমডির নতুন চিপ কিনতে ৪০০ মিলিয়ন ডলার ব্যয় করবে।
নতুন চিপের সঙ্গে নতুন করে সাজানো হয়েছে সফটওয়্যার পরিকাঠামোও। এনভিডিয়ার মালিকানাধীন এনভিলিংকের বিপরীতে উন্মুক্ত নেটওয়ার্কিং স্ট্যান্ডার্ড ব্যবহারের ঘোষণা দিয়েছে এএমডি। পাশাপাশি সফটওয়্যার উন্নয়নে এবং চিপ ডিজাইনে গত এক বছরে ২৫টি কৌশলগত বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।
চিপ শিল্পে প্রতিযোগিতা যখন একক প্রসেসর থেকে পূর্ণাঙ্গ সার্ভার সিস্টেমে রূপ নিচ্ছে, তখনই এএমডি এনভিডিয়ার প্রতিযোগী হিসেবে নতুনভাবে মাঠে নামছে। সম্প্রতি সার্ভার নির্মাতা জেটি সিস্টেমসকে অধিগ্রহণের পর এএমডি এখন পুরোপুরি এআই সার্ভার প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে।
এএমডি জানায়, প্রতিবছর নতুন চিপ বাজারে আনার পরিকল্পনা নিয়েছে তারা, ঠিক যেভাবে এনভিডিয়া ব্ল্যাকওয়েল চিপের সময়সূচি ঘোষণা করেছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এই নতুন ঘোষণা তাৎক্ষণিকভাবে বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে না।
শিল্প বিশ্লেষক কিনগাই চ্যান জানান, ‘এই চিপগুলো এখনই এনভিডিয়ার অবস্থানে বড়সড় পরিবর্তন আনবে বলে মনে হচ্ছে না।’ তবে গত বৃহস্পতিবার এএমডির নতুন চিপের ঘোষণার পর এএমডির শেয়ারদর ২ দশমিক ২ শতাংশ কমে যায়।
চিপ প্রযুক্তিতে এনভিডিয়ার সঙ্গে পাল্লা দিতে সফটওয়্যার উন্নয়নেও জোর দিয়েছে এএমডি। তবে এখনো এনভিডিয়ার ‘কিউডা’র সঙ্গে পাল্লা দিতে পারেনি এএমডির ‘আরওসিএম’ সফটওয়্যার।
গত সপ্তাহে চিপ নির্মাতা স্টার্টআপ ‘আনটেদার এআই’র পুরো দল এবং জেনারেটিভ এআই স্টার্টআপ ‘ল্যামিনি’র কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মীকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। এআই চিপ ডিজাইন ও সফটওয়্যার টিমে নতুন সদস্য যুক্ত করা ছাড়াও, গত এক বছরে ২৫টি কৌশলগত বিনিয়োগ করেছে এএমডি।
এআই চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের কড়াকড়ির মধ্যেও এএমডি আগামী বছরে এই খাত থেকে দ্বিগুণ প্রবৃদ্ধির আশা করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের দুনিয়ায় এনভিডিয়ার আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে নতুন সার্ভার ‘হেলিওস’ আনছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। ২০২৬ সালে বাজারে আসছে এই হেলিওস সার্ভার, যার মূল ভিত্তি হবে এএমডির নতুন এমআই ৪০০ সিরিজের চিপ। প্রতি সার্ভারে থাকবে এমআই ৪০০ সিরিজের ৭২টি চিপ, যা এনভিডিয়ার এনভিএল ৭২ সার্ভারের সমতুল্য বলেই দাবি কোম্পানির। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে অনুষ্ঠিত ‘অ্যাডভান্সিং এআই’ সম্মেলনে এএমডির প্রধান নির্বাহী লিসা সু এ ঘোষণা দেন।
লিসা সু বলেন, ‘এআইয়ের ভবিষ্যৎ কোনো একক কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি গড়ে উঠবে উন্মুক্ত সহযোগিতার ভিত্তিতে।’
মঞ্চে লিসা সু-এর সঙ্গে ছিলেন ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান। তিনি জানান, এএমডির এমআই ৪৫০ চিপ নিয়ে তারা একসঙ্গে কাজ করছেন। এআই অবকাঠামো নির্মাণে বিগত এক বছরের অভিজ্ঞতা প্রসঙ্গে অল্টম্যান বলেন, ‘গত এক বছরে যা হয়েছে এবং সামনের বছর যেটা ঘটতে যাচ্ছে, তা সত্যিই অভাবনীয়।’ তিনি জানান, এএমডির চিপ ব্যবহার করবে ওপেনএআই।
সম্মেলনে অংশ নেন এক্সএআই, মেটা ও ওরাকলের কর্মকর্তারাও। নিজেদের এএমডি চিপ ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন তারা। ক্লাউডভিত্তিক এআই সেবাদাতা প্রতিষ্ঠান ক্রুসো জানিয়েছে, তারা এএমডির নতুন চিপ কিনতে ৪০০ মিলিয়ন ডলার ব্যয় করবে।
নতুন চিপের সঙ্গে নতুন করে সাজানো হয়েছে সফটওয়্যার পরিকাঠামোও। এনভিডিয়ার মালিকানাধীন এনভিলিংকের বিপরীতে উন্মুক্ত নেটওয়ার্কিং স্ট্যান্ডার্ড ব্যবহারের ঘোষণা দিয়েছে এএমডি। পাশাপাশি সফটওয়্যার উন্নয়নে এবং চিপ ডিজাইনে গত এক বছরে ২৫টি কৌশলগত বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।
চিপ শিল্পে প্রতিযোগিতা যখন একক প্রসেসর থেকে পূর্ণাঙ্গ সার্ভার সিস্টেমে রূপ নিচ্ছে, তখনই এএমডি এনভিডিয়ার প্রতিযোগী হিসেবে নতুনভাবে মাঠে নামছে। সম্প্রতি সার্ভার নির্মাতা জেটি সিস্টেমসকে অধিগ্রহণের পর এএমডি এখন পুরোপুরি এআই সার্ভার প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে।
এএমডি জানায়, প্রতিবছর নতুন চিপ বাজারে আনার পরিকল্পনা নিয়েছে তারা, ঠিক যেভাবে এনভিডিয়া ব্ল্যাকওয়েল চিপের সময়সূচি ঘোষণা করেছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এই নতুন ঘোষণা তাৎক্ষণিকভাবে বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে না।
শিল্প বিশ্লেষক কিনগাই চ্যান জানান, ‘এই চিপগুলো এখনই এনভিডিয়ার অবস্থানে বড়সড় পরিবর্তন আনবে বলে মনে হচ্ছে না।’ তবে গত বৃহস্পতিবার এএমডির নতুন চিপের ঘোষণার পর এএমডির শেয়ারদর ২ দশমিক ২ শতাংশ কমে যায়।
চিপ প্রযুক্তিতে এনভিডিয়ার সঙ্গে পাল্লা দিতে সফটওয়্যার উন্নয়নেও জোর দিয়েছে এএমডি। তবে এখনো এনভিডিয়ার ‘কিউডা’র সঙ্গে পাল্লা দিতে পারেনি এএমডির ‘আরওসিএম’ সফটওয়্যার।
গত সপ্তাহে চিপ নির্মাতা স্টার্টআপ ‘আনটেদার এআই’র পুরো দল এবং জেনারেটিভ এআই স্টার্টআপ ‘ল্যামিনি’র কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মীকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। এআই চিপ ডিজাইন ও সফটওয়্যার টিমে নতুন সদস্য যুক্ত করা ছাড়াও, গত এক বছরে ২৫টি কৌশলগত বিনিয়োগ করেছে এএমডি।
এআই চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের কড়াকড়ির মধ্যেও এএমডি আগামী বছরে এই খাত থেকে দ্বিগুণ প্রবৃদ্ধির আশা করছে।
ওপেনএআই মাইক্রোসফটকে গিলে খাবে—মাইক্রোসফটের প্রধান সত্য নাদেলাকে এভাবেই সতর্ক করেছেন টেক জায়ান্ট ইলন মাস্ক। মাইক্রোসফটের সব প্ল্যাটফর্মে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জিপিটি-৫’ বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা—এমন ঘোষণার পরই এল ইলন মাস্কের এই সতর্কবার্তা। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্য
১২ ঘণ্টা আগেমাইক্রোসফটের ওয়েবসাইটে জানানো হয়েছে, ওপেনএআই-এর ‘এ পর্যন্ত সেরা এআই মডেল’ জিপিটি-৫ সরাসরি বিভিন্ন মাইক্রোসফট এআই পণ্যে তাৎক্ষণিকভাবে যুক্ত করা হচ্ছে, যার মধ্যে মাইক্রোসফট কো-পাইলটও রয়েছে। এই পরিষেবাটি সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়া যাবে।
১৪ ঘণ্টা আগেপ্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয় ইউটিউবে। এই বিপুল পরিমাণ ভিডিওর ভিড়ে আপনার তৈরি ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছানো নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তাই শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, আপনাকে ভিউ বাড়ানোর বিভিন্ন কৌশলও জানতে হবে। আর সেই কৌশলগুলোর মধ্য অন্যতম হলো—সঠিকভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করা।
২০ ঘণ্টা আগেনতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
১ দিন আগে