অনলাইন ডেস্ক
অ্যাপ তৈরির অভিজ্ঞতা আরও সহজ ও গতিশীল করতে নতুন এক পদক্ষেপ নিল অ্যাপল। ডেভেলপারদের জন্য বিশেষায়িত অ্যাপ তৈরির টুল ‘এক্সকোড’-এর সর্বশেষ সংস্করণ ‘এক্সকোড ২৬’-এ সংযোজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এই সংস্করণের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো—এতে সরাসরি যুক্ত করা হয়েছে চ্যাটজিপিটি, যা ডেভেলপারদের কোড লেখা, বাগ সংশোধন, ডকুমেন্টেশন তৈরি ও অ্যাপ টেস্টিংয়ে স্বয়ংক্রিয় সহায়তা দেবে। ফলে অ্যাপ নির্মাণের জটিলতা যেমন কমবে, তেমনি বাড়বে গতি ও উৎপাদনশীলতা।
এক্সকোড (Xcode) হলো অ্যাপল ডেভেলপারদের জন্য তৈরি করা একটি ফ্রি অ্যাপ ডেভেলপমেন্ট টুল। এটি শুধু ম্যাকওএসভিত্তিক ডিভাইসে ব্যবহার করা যায়। গতকাল মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত অ্যাপলের ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫–এ বলা হয়, তারা এক্সকোডে সরাসরি চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধা রেখেছে। নতুন এক্সকোডে কেবল চ্যাটজিপিটিই নয়, এপিআই কি ব্যবহারের মাধ্যমে চাইলে ডেভেলপাররা অন্য এআই মডেলও যুক্ত করতে পারবেন। এ ছাড়া যাঁরা অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করছেন, তাঁরা চাইলে ইন্টারনেট ছাড়াই লোকাল এআই মডেল চালাতে পারবেন সহজেই।
এ ছাড়া, অ্যাপল নতুন একটি ফ্রেমওয়ার্ক উন্মুক্ত করেছে, যার নাম ‘ফাউন্ডেশন মডেলস’ এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডেভেলপাররা মাত্র তিন লাইনের কোডেই অ্যাপলের তৈরি এআই টুল ব্যবহার করতে পারবেন তাঁদের নিজস্ব অ্যাপে।
চ্যাটজিপিটি ব্যবহার করতে সাইন-ইন করার প্রয়োজন নেই। তবে যাঁরা পেইড চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাঁরা তাঁদের অ্যাকাউন্ট যুক্ত করে আরও বিস্তৃত সুবিধা পাবেন। এক্সকোডের কোডিং এরিয়াতে সরাসরি প্রম্পট লিখে কোড প্রিভিউ, বাগ ফিক্সিং বা নতুন ফাংশন তৈরি করা যাবে।
নতুন আপডেটে আরও কিছু উল্লেখযোগ্য ফিচার যুক্ত হয়েছে। নতুন নেভিগেশন সিস্টেম, বিভিন্ন ভাষায় অ্যাপ অনুবাদের উন্নত সুবিধা এবং ভয়েস কন্ট্রোল এখন আরও কার্যকর হয়েছে। ডেভেলপাররা এখন চাইলে শুধু কণ্ঠস্বর ব্যবহার করেই ‘সুইফট’ কোড লিখতে ও এক্সকোড পরিচালনা করতে পারবেন।
এর আগে অ্যাপল এআই-নির্ভর কোড লেখার একটি টুল ‘সুইফট অ্যাসিস্ট’ প্রদর্শন করেছিল, যা পরে আর ব্যাপকভাবে চালু করা হয়নি। তবে এবার চ্যাটজিপিটি সরাসরি এক্সকোডে যুক্ত হওয়ায় অ্যাপল একেবারে বাস্তবধর্মী ও কার্যকর পথেই হাঁটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগে গুঞ্জন ছিল অ্যাপল হয়তো অ্যানথ্রপিকের এর মতো অন্যান্য এআই কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারে। তবে শেষ পর্যন্ত তারা বেছে নিয়েছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকেই। তবে এক্সকোড ২৬-এ কেবল একটিতেই আটকে না থেকে ডেভেলপারদের নিজের মতো করে এআই মডেল বেছে নেওয়ার সুযোগ রেখে দিয়েছে। এর মাধ্যমে অ্যাপল দেখিয়েছে, তারা উন্মুক্ত পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছে।
সব মিলিয়ে এক্সকোড ২৬ অ্যাপলের পক্ষ থেকে অ্যাপ ডেভেলপমেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দিকেই একটি বড় পদক্ষেপ। এতে কোডাররা যেমন দ্রুত কাজ করতে পারবেন, তেমনি পছন্দমতো টুল ব্যবহারেরও স্বাধীনতা পাবেন।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও ইন্ডিয়া টুডে
অ্যাপ তৈরির অভিজ্ঞতা আরও সহজ ও গতিশীল করতে নতুন এক পদক্ষেপ নিল অ্যাপল। ডেভেলপারদের জন্য বিশেষায়িত অ্যাপ তৈরির টুল ‘এক্সকোড’-এর সর্বশেষ সংস্করণ ‘এক্সকোড ২৬’-এ সংযোজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এই সংস্করণের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো—এতে সরাসরি যুক্ত করা হয়েছে চ্যাটজিপিটি, যা ডেভেলপারদের কোড লেখা, বাগ সংশোধন, ডকুমেন্টেশন তৈরি ও অ্যাপ টেস্টিংয়ে স্বয়ংক্রিয় সহায়তা দেবে। ফলে অ্যাপ নির্মাণের জটিলতা যেমন কমবে, তেমনি বাড়বে গতি ও উৎপাদনশীলতা।
এক্সকোড (Xcode) হলো অ্যাপল ডেভেলপারদের জন্য তৈরি করা একটি ফ্রি অ্যাপ ডেভেলপমেন্ট টুল। এটি শুধু ম্যাকওএসভিত্তিক ডিভাইসে ব্যবহার করা যায়। গতকাল মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত অ্যাপলের ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫–এ বলা হয়, তারা এক্সকোডে সরাসরি চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধা রেখেছে। নতুন এক্সকোডে কেবল চ্যাটজিপিটিই নয়, এপিআই কি ব্যবহারের মাধ্যমে চাইলে ডেভেলপাররা অন্য এআই মডেলও যুক্ত করতে পারবেন। এ ছাড়া যাঁরা অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করছেন, তাঁরা চাইলে ইন্টারনেট ছাড়াই লোকাল এআই মডেল চালাতে পারবেন সহজেই।
এ ছাড়া, অ্যাপল নতুন একটি ফ্রেমওয়ার্ক উন্মুক্ত করেছে, যার নাম ‘ফাউন্ডেশন মডেলস’ এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডেভেলপাররা মাত্র তিন লাইনের কোডেই অ্যাপলের তৈরি এআই টুল ব্যবহার করতে পারবেন তাঁদের নিজস্ব অ্যাপে।
চ্যাটজিপিটি ব্যবহার করতে সাইন-ইন করার প্রয়োজন নেই। তবে যাঁরা পেইড চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাঁরা তাঁদের অ্যাকাউন্ট যুক্ত করে আরও বিস্তৃত সুবিধা পাবেন। এক্সকোডের কোডিং এরিয়াতে সরাসরি প্রম্পট লিখে কোড প্রিভিউ, বাগ ফিক্সিং বা নতুন ফাংশন তৈরি করা যাবে।
নতুন আপডেটে আরও কিছু উল্লেখযোগ্য ফিচার যুক্ত হয়েছে। নতুন নেভিগেশন সিস্টেম, বিভিন্ন ভাষায় অ্যাপ অনুবাদের উন্নত সুবিধা এবং ভয়েস কন্ট্রোল এখন আরও কার্যকর হয়েছে। ডেভেলপাররা এখন চাইলে শুধু কণ্ঠস্বর ব্যবহার করেই ‘সুইফট’ কোড লিখতে ও এক্সকোড পরিচালনা করতে পারবেন।
এর আগে অ্যাপল এআই-নির্ভর কোড লেখার একটি টুল ‘সুইফট অ্যাসিস্ট’ প্রদর্শন করেছিল, যা পরে আর ব্যাপকভাবে চালু করা হয়নি। তবে এবার চ্যাটজিপিটি সরাসরি এক্সকোডে যুক্ত হওয়ায় অ্যাপল একেবারে বাস্তবধর্মী ও কার্যকর পথেই হাঁটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগে গুঞ্জন ছিল অ্যাপল হয়তো অ্যানথ্রপিকের এর মতো অন্যান্য এআই কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারে। তবে শেষ পর্যন্ত তারা বেছে নিয়েছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকেই। তবে এক্সকোড ২৬-এ কেবল একটিতেই আটকে না থেকে ডেভেলপারদের নিজের মতো করে এআই মডেল বেছে নেওয়ার সুযোগ রেখে দিয়েছে। এর মাধ্যমে অ্যাপল দেখিয়েছে, তারা উন্মুক্ত পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছে।
সব মিলিয়ে এক্সকোড ২৬ অ্যাপলের পক্ষ থেকে অ্যাপ ডেভেলপমেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দিকেই একটি বড় পদক্ষেপ। এতে কোডাররা যেমন দ্রুত কাজ করতে পারবেন, তেমনি পছন্দমতো টুল ব্যবহারেরও স্বাধীনতা পাবেন।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও ইন্ডিয়া টুডে
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে