অনলাইন ডেস্ক
বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন অস্ট্রেলিয়ায় তাদের ডেটা সেন্টার অবকাঠামো সম্প্রসারণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ২০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। পাঁচ বছরব্যাপী এই বিনিয়োগ কার্যক্রম ২০২৫ সাল থেকে ধাপে ধাপে শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে সম্পন্ন হবে। গতকাল শনিবার এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
এই বিনিয়োগ আমাজনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রযুক্তিগত অঙ্গীকার। মূলত নতুন সার্ভার স্থাপন এবং জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত ওয়ার্কলোড সমর্থনের লক্ষ্যে এই তহবিল ব্যয় করা হবে।
অ্যামাজন আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড রাজ্যে তারা তিনটি নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে। এই প্রকল্পগুলো থেকে সম্মিলিতভাবে ১৭০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কেনার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ২০ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে, আমাদের অর্থনীতি ও উৎপাদনশীলতা বাড়াবে। এটি অস্ট্রেলিয়ার অর্থনীতির প্রতি এক বিশাল আস্থার প্রকাশ।’
বিশ্বজুড়ে বড় বড় প্রযুক্তি কোম্পানি জেনারেটিভ এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের দ্রুত বাড়তে থাকা চাহিদা মেটাতে তাদের পরিকাঠামো সম্প্রসারণ করছে। অ্যামাজন, মাইক্রোসফট ও গুগল ইতিমধ্যে ব্যাপক হারে ডেটা সেন্টার বিনিয়োগ বাড়িয়েছে, যাতে বাজারে শেয়ার ধরে রাখা যায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কার্যক্রমে সক্ষমতা বাড়ে।
এর আগে গত সোমবার অ্যামাজন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অন্তত ২০ বিলিয়ন ডলার বিনিয়োগে তারা নতুন ডেটা সেন্টার গড়ে তুলবে। এ ছাড়া জুনের শুরুতে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ১০ বিলিয়ন ডলার এবং তাইওয়ানে তাদের নতুন ক্লাউড অবকাঠামো নির্মাণে ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন অস্ট্রেলিয়ায় তাদের ডেটা সেন্টার অবকাঠামো সম্প্রসারণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ২০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। পাঁচ বছরব্যাপী এই বিনিয়োগ কার্যক্রম ২০২৫ সাল থেকে ধাপে ধাপে শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে সম্পন্ন হবে। গতকাল শনিবার এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
এই বিনিয়োগ আমাজনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রযুক্তিগত অঙ্গীকার। মূলত নতুন সার্ভার স্থাপন এবং জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত ওয়ার্কলোড সমর্থনের লক্ষ্যে এই তহবিল ব্যয় করা হবে।
অ্যামাজন আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড রাজ্যে তারা তিনটি নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে। এই প্রকল্পগুলো থেকে সম্মিলিতভাবে ১৭০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কেনার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ২০ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে, আমাদের অর্থনীতি ও উৎপাদনশীলতা বাড়াবে। এটি অস্ট্রেলিয়ার অর্থনীতির প্রতি এক বিশাল আস্থার প্রকাশ।’
বিশ্বজুড়ে বড় বড় প্রযুক্তি কোম্পানি জেনারেটিভ এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের দ্রুত বাড়তে থাকা চাহিদা মেটাতে তাদের পরিকাঠামো সম্প্রসারণ করছে। অ্যামাজন, মাইক্রোসফট ও গুগল ইতিমধ্যে ব্যাপক হারে ডেটা সেন্টার বিনিয়োগ বাড়িয়েছে, যাতে বাজারে শেয়ার ধরে রাখা যায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কার্যক্রমে সক্ষমতা বাড়ে।
এর আগে গত সোমবার অ্যামাজন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অন্তত ২০ বিলিয়ন ডলার বিনিয়োগে তারা নতুন ডেটা সেন্টার গড়ে তুলবে। এ ছাড়া জুনের শুরুতে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ১০ বিলিয়ন ডলার এবং তাইওয়ানে তাদের নতুন ক্লাউড অবকাঠামো নির্মাণে ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে