জাফলংয়ে তাঁদের তিন দিন
সিলেটের জাফলং, যেখানে পাহাড়ের চূড়া ছুঁয়ে ভেসে বেড়ায় মেঘ, তিন দিন সেখানে কাটিয়ে গতকাল ঢাকা ফিরলেন তাহসান, মাজনুন মিজান ও সাবিলা নূর। টিভি নাটকের এই তিন ব্যস্ত অভিনেতা-অভিনেত্রী জাফলং গিয়েছিলেন ‘আকাশের ওপারে আকাশ’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে।