ওয়েবে নাম লেখালেন ঋত্বিক চক্রবর্তী। ওয়েব ফিল্মে কিংবা সিরিজে কলকাতার বড় বড় অভিনেতাদের দেখা মিললেও ঋত্বিক এতদিনে সে পথে হাঁটেননি। এবারে একটি নয়, একেবারে দু’দুটি ওয়েব সিরিজে নাম লেখালেন ‘শব্দ’ এর নায়ক। ইতিমধ্যেই সাহানা দত্ত প্রযোজিত ‘গোরা’র শুটিং শুরু করেছেন। অক্টোবরে রোহান ঘোষের পরিচালনায় আরও একটি ওয়েব সিরিজে কাজ করবেন তিনি। জানা গেছে, রোহানের সেই ওয়েব সিরিজের নাম ‘মুক্তি’।
যেখানে তাঁর সমসাময়িক অন্যান্য নায়করা ইতিমধ্যেই ওয়েবে মুখ দেখিয়ে ফেলেছেন সেখানে কেন এতদিন পর ওয়েবে পা রাখলেন হৃত্বিক? ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘এতদিন মনের মতো চরিত্র পাচ্ছিলাম না, তাই করিনি। এমনিতে ওয়েবে অভিনয়ের প্রস্তাব প্রচুর পেয়েছি। দুটো গল্পই পছন্দ হয়েছে তাই করছি’। ঋত্বিকের কথাতেই আরও জানা গেল ‘গোরা’ ছবিতে তাঁকে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে। তবে গোয়েন্দা বলতে যেরকম ছবি আমাদের মনে ভেসে ওঠে তাঁর থেকে একেবারেই আলাদা হতে চলেছে ঋত্বিকের সেই চরিত্র।
আবার ভারতের স্বাধীনতা পূর্ব সময়ের গল্প নিয়ে রোহানের ওয়েব সিরিজ। ঋত্বিক জানালেন, তিনি নিজেও ভীষণ উত্তেজিত ওই ওয়েব সিরিজে কাজ করার সুযোগ পেয়ে। ব্রিটিশ জেলারের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হবেন। তিনি বলে, এ ধরনের ওয়েব সিরিজ কলকাতায় আগে হয়নি।
এই ঐতিহাসিক ওয়েব সিরিজে ‘রানি রাসমণি’ সিরিয়ালখ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায় রয়েছেন। ঋত্বিকের বিপরীতেই থাকছেন দিতিপ্রিয়া। অসমবয়সি জুটি হলেও মিষ্টি একটা প্রেমের গল্পও রয়েছে এই ওয়েব সিরিজে। ঋত্বিক-দিতিপ্রিয়া ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী।
ওয়েবে নাম লেখালেন ঋত্বিক চক্রবর্তী। ওয়েব ফিল্মে কিংবা সিরিজে কলকাতার বড় বড় অভিনেতাদের দেখা মিললেও ঋত্বিক এতদিনে সে পথে হাঁটেননি। এবারে একটি নয়, একেবারে দু’দুটি ওয়েব সিরিজে নাম লেখালেন ‘শব্দ’ এর নায়ক। ইতিমধ্যেই সাহানা দত্ত প্রযোজিত ‘গোরা’র শুটিং শুরু করেছেন। অক্টোবরে রোহান ঘোষের পরিচালনায় আরও একটি ওয়েব সিরিজে কাজ করবেন তিনি। জানা গেছে, রোহানের সেই ওয়েব সিরিজের নাম ‘মুক্তি’।
যেখানে তাঁর সমসাময়িক অন্যান্য নায়করা ইতিমধ্যেই ওয়েবে মুখ দেখিয়ে ফেলেছেন সেখানে কেন এতদিন পর ওয়েবে পা রাখলেন হৃত্বিক? ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘এতদিন মনের মতো চরিত্র পাচ্ছিলাম না, তাই করিনি। এমনিতে ওয়েবে অভিনয়ের প্রস্তাব প্রচুর পেয়েছি। দুটো গল্পই পছন্দ হয়েছে তাই করছি’। ঋত্বিকের কথাতেই আরও জানা গেল ‘গোরা’ ছবিতে তাঁকে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে। তবে গোয়েন্দা বলতে যেরকম ছবি আমাদের মনে ভেসে ওঠে তাঁর থেকে একেবারেই আলাদা হতে চলেছে ঋত্বিকের সেই চরিত্র।
আবার ভারতের স্বাধীনতা পূর্ব সময়ের গল্প নিয়ে রোহানের ওয়েব সিরিজ। ঋত্বিক জানালেন, তিনি নিজেও ভীষণ উত্তেজিত ওই ওয়েব সিরিজে কাজ করার সুযোগ পেয়ে। ব্রিটিশ জেলারের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হবেন। তিনি বলে, এ ধরনের ওয়েব সিরিজ কলকাতায় আগে হয়নি।
এই ঐতিহাসিক ওয়েব সিরিজে ‘রানি রাসমণি’ সিরিয়ালখ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায় রয়েছেন। ঋত্বিকের বিপরীতেই থাকছেন দিতিপ্রিয়া। অসমবয়সি জুটি হলেও মিষ্টি একটা প্রেমের গল্পও রয়েছে এই ওয়েব সিরিজে। ঋত্বিক-দিতিপ্রিয়া ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী।
সম্প্রতি লেজার ভিশনের ফেসবুক পেজে জান্নাতুল সুমাইয়া হিমির ছবি ব্যবহার করে বানানো হয়েছে একটি ফটো কার্ড। অভিনেত্রীর অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করা হয়েছে।
২ ঘণ্টা আগেদুই পক্ষকেই শান্তিনিকেতন থানায় ডেকে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চান অরিজিৎ সিংয়ের দেহরক্ষী। এরপরই অভিযোগ প্রত্যাহার করে নেন কমলাকান্ত লাহা।
২ ঘণ্টা আগেগত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
৭ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
৭ ঘণ্টা আগে