Ajker Patrika

দিনোর দুঃসময়ের গল্প

দিনোর দুঃসময়ের গল্প

‘দ্য এম্পায়ার’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় বলিউড তারকা দিনো মরিয়া। এই সিরিজে মোহাম্মদ সৈয়বনি খানের চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে। ইতিমধ্যে এই সিরিজে দিনোর লুক ও অভিনয় প্রশংসিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হয়েছে ‘দ্য এম্পায়ার’-এর।

‘দ্য এম্পায়ার’ সিরিজটি মুক্তির পর এখন একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন ভারতীয় গণমাধ্যমে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দিনো জানালেন, অনেকদিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেইনি। কারণ আমার হাতে বলার মতো কোনো কাজ ছিলো না। নিজের মতো কোনো ছবির প্রস্তাব পাচ্ছিলেন না। তাই ইচ্ছে থাকলেও বাধ্য হয়ে অভিনয় থেকে বিরতী নিতে হয়েছিল।

দিনো মরিয়া১৯৯৯ সালে বলিউডে পা রাখলেও ২০১০ সালে বলিউড থেকে বাধ্য হয়েই বিরতী নেন দিনো। তিনি বলেন, ‘ভালো ছবি কিংবা নামকরা প্রযোজনা সংস্থার ছবির প্রস্তাব আসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। সেইসময় পরিচালক-প্রযোজকদের দরজায় দরজায় ঘুরেও কোনও কাজ পাইনি। খুব কঠিন সময় ছিল সন্দেহ নেই। তবে দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে ছিলাম। নিজের প্রতি বিশ্বাস রেখেছিলাম।’

দিনো মরিয়াওই সময়ে যে ধরনের ছবির প্রস্তাব পাচ্ছিলেন তা যদি তিনি গ্রহণ করতেন তাহলে ক্যারিয়ারের আরও বারোটা বেজে যেত তাঁর। এতটাই নিম্ন মানের ছিল সেসব ছবি। দিনো বলেন, ‘তা হলে নিজের হাতে নিজের কবর খোঁড়ার মতো হতো।’ আরও জানালেন সেই কঠিন সময়ে নানান ছোটখাটো কাজ করে সংসার চালিয়েছেন দিনো। কীরকম ছোটখাটো কাজ? নিজেই জবাব দিলেন ‘ধরুন দার্জিলিং উড়ে গেলাম কোনও স্থানীয় সুন্দরী প্রতিযোগিতার এর বিচারক হিসেবে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে ফিতা কাটা, ছোটখাটো অনুষ্ঠানে মুখ দেখানো...এইরকম আর কী’।

দিনো মরিয়া‘রাজ’, ‘গুনাহ’ কিংবা ‘ফাইট ক্লাব’র মতো ব্যবসাসফল ছবির নায়ক দিনো অর্থনৈতিকভাবে সমস্যায় পড়েছিলেন। তিনি জানান যে নিজের খরচ চালাতে, বাড়ির ও পরিবারের দেখভালের জন্য যে অর্থ প্রয়োজন তা ওই সময়ে এইসব করেই রোজগার করেছেন। তবে তাঁর দুঃসময়ে যাদের কাছ থেকে এই কাজের প্রস্তাবগুলো দিনো পেয়েছিলেন আজও তাঁদের কাছে তিনি কৃতজ্ঞ। এছাড়াও নিজের জমানো টাকাও বিভিন্ন ব্যবসায় ঢেলেছিলেন এই বলিউড অভিনেতা। বলিউড ছবিতেও লগ্নি করেন। কিছু কিছুর থেকে লাভের মুখ দেখলেও বাকি ব্যবসায় বিরাট লোকসান হয়েছিলো।

তিনি বলেন, ‘৯-১০ বছর পর ফের বলিউডে ফিরেছি। আমার নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। এখন শুধু কিছু ভালো কাজ করতে চাই। মুখ বুজে এই বছরগুলো পরিশ্রম করেছি নিজের পিছনে। এখন হয়ত তার ফল পাচ্ছি’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত