অভিনেতা এফএস নাঈমকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না। শুটিং থেকে বিরতি নিয়েছিলেন। টিভি নাটকের ভিউয়ের প্রতিযোগিতা, অভিনয়শিল্পীদের সিন্ডিকেট— কোথাও ছিলেন না নাঈম। তিনি ছিলেন নিজের মতো। কাজ থেকে বিরতি নিয়ে নিজেকে প্রস্তুত করছিলেন।
যখন ফিরেছেন, নাঈমকে দেখে অনেকেই চমকে গেছেন। মেদ ঝরিয়ে নতুন লুকে হাজির তিনি। নাঈম বলেন, ‘আমি ফিরে এসেছি। গত কয়েকমাস খুব খেটেছি। নিজেকে তৈরি করেছি। এখন ক্যামেরার সামনে শট দেওয়ার পর অনেকেই বলছেন, ‘‘আপনি তো একেবারেই বাচ্চা হয়ে গেছেন।’’ বেশ কমপ্লিমেন্টস পাচ্ছি।’ লুক বদলের সঙ্গে সঙ্গে বেড়েছে নাঈমের আত্মবিশ্বাসও।
বিরতি থেকে ফিরে এসে নাঈম বড়সড় চমক দিলেন ওয়েব সিরিজের খবর দিয়ে। ‘অরা’ নামে নতুন ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। গত সপ্তাহে রাজধানীর উত্তরায় হয়েছে এর দৃশ্যধারণ। রেডপড স্টুডিওর ব্যানারে সিরিজটি বানিয়েছেন তানিম পারভেজ। এতে নাঈমের সহশিল্পী হিসেবে আছেন পার্থ বড়ুয়া, শতাব্দী ওয়াদুদ, তাসনুভা তিশা ও শর্মিলী আহমেদ।
সিরিজের প্রযোজক মোহাম্মদ মাজেদুল হক রানা বলেন, ‘গল্পটি ভৌতিক ঘরানার। তবে আমরা গল্প বর্ণনায় সাসপেন্সকে প্রাধান্য দিচ্ছি। মানুষের যে অরা বা এনার্জি থাকে, সেটাকে কাজে লাগিয়ে একটা লোক পুরনো সময়ে ফিরে গিয়ে যে কোনো সমস্যার সমাধান করে। ঘটনাচক্রে তার কাছে আসে এক দম্পতি, যাদের বাচ্চা হয় না। ওই লোকটি তাদেরকে শর্ত দেয়- একটা গর্ভবতী মেয়েকে বলি দিয়ে তার রক্ত সংগ্রহ করতে হবে।’ এই গুনিন বা যাদুকর চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া।
তবে এমন চিকিৎসা ব্যবস্থায় একেবারেই ভরসা নেই নাঈমের। সিরিজে তিনি অভিনয় করেছেন একজন বিজ্ঞানবিশ্বাসী যুবকের চরিত্রে। নাঈম বলেন, ‘সিরিজে আমি বিজ্ঞানমনস্ক একজন মানুষ। আধুনিক বিজ্ঞান অনেক এগিয়েছে। সে জায়গা থেকে তান্ত্রিক বা এ ধরনের প্রথায় আমি বিশ্বাস করি না। তারপর বেশ কিছু জিনিস ব্যাখ্যার বাইরেও থেকে যায়। সেগুলো ব্যাখ্যা দিয়ে সমাধান দেওয়া সম্ভব না।’
ওয়েব সিরিজ ‘অরা’র গল্প লিখেছেন মারুফ রেহমান ও তানিম পারভেজ। চিত্রনাট্য সাজিয়েছেন ইমতিয়াজ হাসান শাহরিয়ার। সিরিজটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।
অভিনেতা এফএস নাঈমকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না। শুটিং থেকে বিরতি নিয়েছিলেন। টিভি নাটকের ভিউয়ের প্রতিযোগিতা, অভিনয়শিল্পীদের সিন্ডিকেট— কোথাও ছিলেন না নাঈম। তিনি ছিলেন নিজের মতো। কাজ থেকে বিরতি নিয়ে নিজেকে প্রস্তুত করছিলেন।
যখন ফিরেছেন, নাঈমকে দেখে অনেকেই চমকে গেছেন। মেদ ঝরিয়ে নতুন লুকে হাজির তিনি। নাঈম বলেন, ‘আমি ফিরে এসেছি। গত কয়েকমাস খুব খেটেছি। নিজেকে তৈরি করেছি। এখন ক্যামেরার সামনে শট দেওয়ার পর অনেকেই বলছেন, ‘‘আপনি তো একেবারেই বাচ্চা হয়ে গেছেন।’’ বেশ কমপ্লিমেন্টস পাচ্ছি।’ লুক বদলের সঙ্গে সঙ্গে বেড়েছে নাঈমের আত্মবিশ্বাসও।
বিরতি থেকে ফিরে এসে নাঈম বড়সড় চমক দিলেন ওয়েব সিরিজের খবর দিয়ে। ‘অরা’ নামে নতুন ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। গত সপ্তাহে রাজধানীর উত্তরায় হয়েছে এর দৃশ্যধারণ। রেডপড স্টুডিওর ব্যানারে সিরিজটি বানিয়েছেন তানিম পারভেজ। এতে নাঈমের সহশিল্পী হিসেবে আছেন পার্থ বড়ুয়া, শতাব্দী ওয়াদুদ, তাসনুভা তিশা ও শর্মিলী আহমেদ।
সিরিজের প্রযোজক মোহাম্মদ মাজেদুল হক রানা বলেন, ‘গল্পটি ভৌতিক ঘরানার। তবে আমরা গল্প বর্ণনায় সাসপেন্সকে প্রাধান্য দিচ্ছি। মানুষের যে অরা বা এনার্জি থাকে, সেটাকে কাজে লাগিয়ে একটা লোক পুরনো সময়ে ফিরে গিয়ে যে কোনো সমস্যার সমাধান করে। ঘটনাচক্রে তার কাছে আসে এক দম্পতি, যাদের বাচ্চা হয় না। ওই লোকটি তাদেরকে শর্ত দেয়- একটা গর্ভবতী মেয়েকে বলি দিয়ে তার রক্ত সংগ্রহ করতে হবে।’ এই গুনিন বা যাদুকর চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া।
তবে এমন চিকিৎসা ব্যবস্থায় একেবারেই ভরসা নেই নাঈমের। সিরিজে তিনি অভিনয় করেছেন একজন বিজ্ঞানবিশ্বাসী যুবকের চরিত্রে। নাঈম বলেন, ‘সিরিজে আমি বিজ্ঞানমনস্ক একজন মানুষ। আধুনিক বিজ্ঞান অনেক এগিয়েছে। সে জায়গা থেকে তান্ত্রিক বা এ ধরনের প্রথায় আমি বিশ্বাস করি না। তারপর বেশ কিছু জিনিস ব্যাখ্যার বাইরেও থেকে যায়। সেগুলো ব্যাখ্যা দিয়ে সমাধান দেওয়া সম্ভব না।’
ওয়েব সিরিজ ‘অরা’র গল্প লিখেছেন মারুফ রেহমান ও তানিম পারভেজ। চিত্রনাট্য সাজিয়েছেন ইমতিয়াজ হাসান শাহরিয়ার। সিরিজটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৩ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৭ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৮ ঘণ্টা আগে