‘তকদীর’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওই ওয়েব সিরিজ দিয়ে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর সঙ্গে যাত্রা শুরু হয়েছিল চঞ্চল চৌধুরীর।
এতে তিনি অভিনয় করেছিলেন অ্যাম্বুলেন্স ড্রাইভারের চরিত্রে। তুমুল জনপ্রিয় হয়েছিল সিরিজটি। এরপর চঞ্চল আরও কিছু ওয়েব কনটেন্টে কাজ করেছেন, কিন্তু ‘হইচই’ এর সঙ্গে কাজ হয়নি আর।
এবার হচ্ছে। মঙ্গলবার বিকেলে চঞ্চল চৌধুরী জানালেন, হইচইয়ের আরেকটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন তিনি। সিরিজটির নাম ‘বলি’। আগামীকাল থেকে কুয়াকাটায় শুটিং শুরু হচ্ছে।
ওয়েব সিরিজটি বানাচ্ছেন শংখ দাশগুপ্ত। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেই তিনি বেশি পরিচিত। নির্মাতার প্রশংসা করে চঞ্চল ফেসবুকে লিখেছেন, ‘শংখ দাশগুপ্ত মেধাবী একজন নির্মাতা। ওর সঙ্গে পরিচয় দুই-তিন বছর আগে, আস্তে আস্তে আন্তরিকতা ও ঘনিষ্ঠতা। হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘‘বলি’’ নির্মাণে ব্রতী হয়েছেন তিনি। ভিন্ন স্বাদের এই গল্প নির্মাণের জন্য আমরা সবাই এখন কুয়াকাটা।’
‘তকদীর’-এর মতো ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারবেন বলে আশাবাদী চঞ্চল। ফেসবুকে তিনি লিখেছেন, ‘শংখর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। শংখ মূলত পেশাদার বিজ্ঞাপন নির্মাতা। বলি টিমের সবাই আমরা আশাবাদী। আপনাদের জন্য ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারব।’
এটি ছাড়াও চঞ্চল জি-ফাইভের একটি দীর্ঘ ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন। সেটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।
‘তকদীর’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওই ওয়েব সিরিজ দিয়ে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর সঙ্গে যাত্রা শুরু হয়েছিল চঞ্চল চৌধুরীর।
এতে তিনি অভিনয় করেছিলেন অ্যাম্বুলেন্স ড্রাইভারের চরিত্রে। তুমুল জনপ্রিয় হয়েছিল সিরিজটি। এরপর চঞ্চল আরও কিছু ওয়েব কনটেন্টে কাজ করেছেন, কিন্তু ‘হইচই’ এর সঙ্গে কাজ হয়নি আর।
এবার হচ্ছে। মঙ্গলবার বিকেলে চঞ্চল চৌধুরী জানালেন, হইচইয়ের আরেকটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন তিনি। সিরিজটির নাম ‘বলি’। আগামীকাল থেকে কুয়াকাটায় শুটিং শুরু হচ্ছে।
ওয়েব সিরিজটি বানাচ্ছেন শংখ দাশগুপ্ত। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেই তিনি বেশি পরিচিত। নির্মাতার প্রশংসা করে চঞ্চল ফেসবুকে লিখেছেন, ‘শংখ দাশগুপ্ত মেধাবী একজন নির্মাতা। ওর সঙ্গে পরিচয় দুই-তিন বছর আগে, আস্তে আস্তে আন্তরিকতা ও ঘনিষ্ঠতা। হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘‘বলি’’ নির্মাণে ব্রতী হয়েছেন তিনি। ভিন্ন স্বাদের এই গল্প নির্মাণের জন্য আমরা সবাই এখন কুয়াকাটা।’
‘তকদীর’-এর মতো ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারবেন বলে আশাবাদী চঞ্চল। ফেসবুকে তিনি লিখেছেন, ‘শংখর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। শংখ মূলত পেশাদার বিজ্ঞাপন নির্মাতা। বলি টিমের সবাই আমরা আশাবাদী। আপনাদের জন্য ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারব।’
এটি ছাড়াও চঞ্চল জি-ফাইভের একটি দীর্ঘ ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন। সেটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
১ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৩ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৩ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১৪ ঘণ্টা আগে