রোনালদোদের হারানো ছাড়া কিছু ভাবতে পারছেন না লুকাকু
এবারের ইউরোর এখন পর্যন্ত দুই সেরা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো ও রোমেলো লুকাকু। তবে আজ রাতে একজনকে বিদায় বলতে হবে। শেষ ষোলোর চতুর্থ ম্যাচে রাত একটায় যে মুখোমুখি লুকাকুর বেলজিয়াম আর রোনালদোর পর্তুগাল। ম্যাচের আগে লুকাকু জানিয়েছেন, দলের জয় আর শিরোপা ছাড়া কিছু ভাবতে পারছেন না তিনি।