ঢাকা: হিরো থেকে জিরো। কাল সুইজারল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিটা মিসের পর এমন কিছুই মাথায় আসছিল? এই মিসে ফরাসি সমর্থকেরা হতভম্বই হয়ে গিয়েছিলেন। তবে ম্যাচ শেষে কোচ আর সতীর্থদের সমর্থন পাচ্ছেন এমবাপ্পে।
স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচের রোমাঞ্চ শেষ হতে না হতেই দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে ফ্রান্স-সুইজারল্যান্ডও। রোমাঞ্চ আর নাটকীয়তায় ক্ষণে ক্ষণে বদলেছে এই ম্যাচের রংও। নির্ধারিত সময়, অতিরিক্ত সময়ের পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
শেষ মুহূর্তে সমীকরণ ছিল, এমবাপ্পে গোল করলেই আবারও সমতায় ফিরবে ম্যাচ, দুই দলের সমান পাঁচটি করে গোল হবে। মিস করলেই টুর্নামেন্টকে বিদায় বলতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয়টাই হলো। এমবাপ্পের বল ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমার।
তবে ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশমের সমর্থন পেয়েছেন এমবাপ্পে, ‘আমরা কেউ তার প্রতি রাগান্বিত মনোভাব দেখাইনি। আপনি যখন কোনো দায়িত্ব নেবেন, এ রকম হতেই পারে। তবে এটা তাকে (এমবাপ্পে) কষ্ট দিচ্ছে। তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। এটা উচিত নয়। আমাদের সবার সমর্থন রয়েছে তার প্রতি।’
এমবাপ্পে অকুণ্ঠ সমর্থন পেয়েছেন দলের অধিনায়ক হুগো লরিসের কাছ থেকেও, ‘জয় যেমন আমাদের সবার, আজকের হারটাও আামাদের সবার। আমরা সবাই এই হারের জন্য দায়ী। আলাদাভাবে কারও দিকে আঙুল তোলার দরকার নেই।’
ম্যাচ শেষে ভক্ত-সমর্থকদের কাছে পেনাল্টি মিসের জন্য ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। টুইটারে একটি পোস্টে ফরাসি তারকা লিখেছেন, ‘এ ঘটনা ভুলে থাকা কঠিন হবে। পেনাল্টি মিসের জন্য আমি দুঃখিত। দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি।’
ভক্ত-সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদের সঙ্গে ঘুরে দাঁড়ানোর কথা জানান এমবাপ্পে। বিষাদের মাঝেও সুইজারল্যান্ডকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি, ‘সুইসদের জন্য শুভকামনা।’
ঢাকা: হিরো থেকে জিরো। কাল সুইজারল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিটা মিসের পর এমন কিছুই মাথায় আসছিল? এই মিসে ফরাসি সমর্থকেরা হতভম্বই হয়ে গিয়েছিলেন। তবে ম্যাচ শেষে কোচ আর সতীর্থদের সমর্থন পাচ্ছেন এমবাপ্পে।
স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচের রোমাঞ্চ শেষ হতে না হতেই দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে ফ্রান্স-সুইজারল্যান্ডও। রোমাঞ্চ আর নাটকীয়তায় ক্ষণে ক্ষণে বদলেছে এই ম্যাচের রংও। নির্ধারিত সময়, অতিরিক্ত সময়ের পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
শেষ মুহূর্তে সমীকরণ ছিল, এমবাপ্পে গোল করলেই আবারও সমতায় ফিরবে ম্যাচ, দুই দলের সমান পাঁচটি করে গোল হবে। মিস করলেই টুর্নামেন্টকে বিদায় বলতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয়টাই হলো। এমবাপ্পের বল ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমার।
তবে ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশমের সমর্থন পেয়েছেন এমবাপ্পে, ‘আমরা কেউ তার প্রতি রাগান্বিত মনোভাব দেখাইনি। আপনি যখন কোনো দায়িত্ব নেবেন, এ রকম হতেই পারে। তবে এটা তাকে (এমবাপ্পে) কষ্ট দিচ্ছে। তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। এটা উচিত নয়। আমাদের সবার সমর্থন রয়েছে তার প্রতি।’
এমবাপ্পে অকুণ্ঠ সমর্থন পেয়েছেন দলের অধিনায়ক হুগো লরিসের কাছ থেকেও, ‘জয় যেমন আমাদের সবার, আজকের হারটাও আামাদের সবার। আমরা সবাই এই হারের জন্য দায়ী। আলাদাভাবে কারও দিকে আঙুল তোলার দরকার নেই।’
ম্যাচ শেষে ভক্ত-সমর্থকদের কাছে পেনাল্টি মিসের জন্য ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। টুইটারে একটি পোস্টে ফরাসি তারকা লিখেছেন, ‘এ ঘটনা ভুলে থাকা কঠিন হবে। পেনাল্টি মিসের জন্য আমি দুঃখিত। দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি।’
ভক্ত-সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদের সঙ্গে ঘুরে দাঁড়ানোর কথা জানান এমবাপ্পে। বিষাদের মাঝেও সুইজারল্যান্ডকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি, ‘সুইসদের জন্য শুভকামনা।’
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে