ঢাকা: হিরো থেকে জিরো। কাল সুইজারল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিটা মিসের পর এমন কিছুই মাথায় আসছিল? এই মিসে ফরাসি সমর্থকেরা হতভম্বই হয়ে গিয়েছিলেন। তবে ম্যাচ শেষে কোচ আর সতীর্থদের সমর্থন পাচ্ছেন এমবাপ্পে।
স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচের রোমাঞ্চ শেষ হতে না হতেই দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে ফ্রান্স-সুইজারল্যান্ডও। রোমাঞ্চ আর নাটকীয়তায় ক্ষণে ক্ষণে বদলেছে এই ম্যাচের রংও। নির্ধারিত সময়, অতিরিক্ত সময়ের পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
শেষ মুহূর্তে সমীকরণ ছিল, এমবাপ্পে গোল করলেই আবারও সমতায় ফিরবে ম্যাচ, দুই দলের সমান পাঁচটি করে গোল হবে। মিস করলেই টুর্নামেন্টকে বিদায় বলতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয়টাই হলো। এমবাপ্পের বল ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমার।
তবে ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশমের সমর্থন পেয়েছেন এমবাপ্পে, ‘আমরা কেউ তার প্রতি রাগান্বিত মনোভাব দেখাইনি। আপনি যখন কোনো দায়িত্ব নেবেন, এ রকম হতেই পারে। তবে এটা তাকে (এমবাপ্পে) কষ্ট দিচ্ছে। তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। এটা উচিত নয়। আমাদের সবার সমর্থন রয়েছে তার প্রতি।’
এমবাপ্পে অকুণ্ঠ সমর্থন পেয়েছেন দলের অধিনায়ক হুগো লরিসের কাছ থেকেও, ‘জয় যেমন আমাদের সবার, আজকের হারটাও আামাদের সবার। আমরা সবাই এই হারের জন্য দায়ী। আলাদাভাবে কারও দিকে আঙুল তোলার দরকার নেই।’
ম্যাচ শেষে ভক্ত-সমর্থকদের কাছে পেনাল্টি মিসের জন্য ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। টুইটারে একটি পোস্টে ফরাসি তারকা লিখেছেন, ‘এ ঘটনা ভুলে থাকা কঠিন হবে। পেনাল্টি মিসের জন্য আমি দুঃখিত। দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি।’
ভক্ত-সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদের সঙ্গে ঘুরে দাঁড়ানোর কথা জানান এমবাপ্পে। বিষাদের মাঝেও সুইজারল্যান্ডকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি, ‘সুইসদের জন্য শুভকামনা।’
ঢাকা: হিরো থেকে জিরো। কাল সুইজারল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিটা মিসের পর এমন কিছুই মাথায় আসছিল? এই মিসে ফরাসি সমর্থকেরা হতভম্বই হয়ে গিয়েছিলেন। তবে ম্যাচ শেষে কোচ আর সতীর্থদের সমর্থন পাচ্ছেন এমবাপ্পে।
স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচের রোমাঞ্চ শেষ হতে না হতেই দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে ফ্রান্স-সুইজারল্যান্ডও। রোমাঞ্চ আর নাটকীয়তায় ক্ষণে ক্ষণে বদলেছে এই ম্যাচের রংও। নির্ধারিত সময়, অতিরিক্ত সময়ের পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
শেষ মুহূর্তে সমীকরণ ছিল, এমবাপ্পে গোল করলেই আবারও সমতায় ফিরবে ম্যাচ, দুই দলের সমান পাঁচটি করে গোল হবে। মিস করলেই টুর্নামেন্টকে বিদায় বলতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয়টাই হলো। এমবাপ্পের বল ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমার।
তবে ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশমের সমর্থন পেয়েছেন এমবাপ্পে, ‘আমরা কেউ তার প্রতি রাগান্বিত মনোভাব দেখাইনি। আপনি যখন কোনো দায়িত্ব নেবেন, এ রকম হতেই পারে। তবে এটা তাকে (এমবাপ্পে) কষ্ট দিচ্ছে। তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। এটা উচিত নয়। আমাদের সবার সমর্থন রয়েছে তার প্রতি।’
এমবাপ্পে অকুণ্ঠ সমর্থন পেয়েছেন দলের অধিনায়ক হুগো লরিসের কাছ থেকেও, ‘জয় যেমন আমাদের সবার, আজকের হারটাও আামাদের সবার। আমরা সবাই এই হারের জন্য দায়ী। আলাদাভাবে কারও দিকে আঙুল তোলার দরকার নেই।’
ম্যাচ শেষে ভক্ত-সমর্থকদের কাছে পেনাল্টি মিসের জন্য ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। টুইটারে একটি পোস্টে ফরাসি তারকা লিখেছেন, ‘এ ঘটনা ভুলে থাকা কঠিন হবে। পেনাল্টি মিসের জন্য আমি দুঃখিত। দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি।’
ভক্ত-সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদের সঙ্গে ঘুরে দাঁড়ানোর কথা জানান এমবাপ্পে। বিষাদের মাঝেও সুইজারল্যান্ডকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি, ‘সুইসদের জন্য শুভকামনা।’
জয়ের সংজ্ঞাটা এক রকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
১২ মিনিট আগেচল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৫ ঘণ্টা আগে