Ajker Patrika

কমলা উৎসব থেমে যাওয়ার দায় নিলেন ডি লিখট

আপডেট : ২৮ জুন ২০২১, ১৩: ২১
কমলা উৎসব থেমে যাওয়ার দায় নিলেন ডি লিখট

ঢাকা: দ্বিতীয়ার্ধের খেলা সবে শুরু। ৫৫ মিনিটে চেক রিপাবলিক স্ট্রাইকার প্যাট্রিক শিককে আটকাচ্ছিলেন  ম্যাথিস ডি লিখট। ট্যাকল করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন ডাচ ডিফেন্ডার। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর দেখে লাল কার্ড দেখান ডি লিখটকে। ১০ জনের দলে পরিণত হওয়া ডাচরা ২-০ গোলে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে। আর তাতে নিজেরই দায় দেখছেন ডি লিখট।

প্রথমার্ধে নেদারল্যান্ডস-চেক রিপাবলিক ম্যাচ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ডি লিখট লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হওয়া ডাচরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।  ম্যাচ শেষে হতাশ কণ্ঠে সব দায় নিজের কাঁধে নিয়ে ডি লিখট বললেন, ‘আমার কারণেই দল হেরেছে। সব আমার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু মাটিতে পড়ার পর হাত দিয়ে বল বাউন্স করিয়েছি; যা করা মোটেই উচিত হয়নি আমার।’

ডি লিখট মাঠ ছেড়ে চলে যাওয়ার পরও ডাচরা চেষ্টা করেছে ম্যাচে ফিরে আসার। কিন্তু পারেনি। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সতীর্থদের পারফরম্যান্সে কোনো খামতি দেখছেন না ডাচ ডিফেন্ডার, ‘আমি মাঠ ছেড়ে চলে যাওয়ার পরও তারা যথেষ্ট লড়াই করেছে। কিন্তু লাল কার্ডটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সবকিছুর জন্য আমিই দায়ী। আমি খুবই অনুতপ্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত