Ajker Patrika

এমন মলিন বিদায় কি ভেবেছিলেন বিশ্বকাপজয়ী লো

আপডেট : ৩০ জুন ২০২১, ১৫: ০৬
এমন মলিন বিদায় কি ভেবেছিলেন বিশ্বকাপজয়ী লো

ঢাকা: ইউরো শেষেই জার্মান দলের দায়িত্ব থেকে অবসরে যাবেন—এমন ঘোষণা আগেই দিয়েছিলেন জোয়াকিম লো। ক্যাবিনেটে আরও একটি শিরোপা দিয়ে বিদায়বেলা রাঙাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সবার কপালে তো আর রঙিন বিদায় জোটে না! ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে শেষ ষোলোতেই ইউরো অভিযান শেষ হয়েছে বিশ্বকাপজয়ী লোর।

কাল ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে বলের দখল বেশিই ছিল জার্মানির। তবে ম্যাচের অধিকাংশ সময়েই ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে দাপুটে ফুটবল খেলেছে ইংল্যান্ড। ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতেই জার্মানির বিদায় নিশ্চিত করেছে ইংলিশরা। ম্যাচ হারের ব্যাখ্যায় সময়মতো কার্যকরী ফুটবল না খেলতে পারাটাই বড় করে দেখছেন লো, ‘মুহূর্তটা খুবই হতাশার। আমরা আশাবাদী ছিলাম আরও সামনে এগিয়ে যাব। আমরা দুবার গোল দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। গত চার সপ্তাহ আমরা অনেক পরিশ্রম করেছি। দুঃখের বিষয়, টুর্নামেন্ট থেকে আমাদের বিদায়ঘণ্টা বেজে গেছে।’

বিদায় নিলেও কাউকেই দায়ী করছেন না লো। জার্মানির বিশ্বকাপজয়ী কোচ বলছেন, ‘কাউকে দায়ী করব না। খেলোয়াড়েরা খুবই হতাশ। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা এখান থেকে শিখবে। পরের ইউরো ২০২৪ সালে জার্মানিতে হবে। তত দিনে এরা আরও অভিজ্ঞ হবে।’

২০০৪ থেকে ২০০৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সহকারী কোচ ছিলেন লো। ঘরের মাঠে ২০০৬ বিশ্বকাপ শেষে ওই বছরের ১২ জুলাই জার্মান দলের প্রধান কোচ হন লো। তাঁর অধীনে ২০১৪ সালে ব্রাজিলে জার্মানি ২৪ বছর পর বিশ্বকাপ জেতে। ঠিক তার পরের বিশ্বকাপে ২০১৮ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। আর কাল তো দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে গেল জার্মানির। এতে লোর ১৫ বছরের জার্মান কোচের চাকরিজীবনও শেষ হলো।

বিশ্বকাপের মতো সর্বোচ্চ টুর্নামেন্ট জিতেছেন লো। তাঁকে ফুটবল মনে রাখবে আলাদা করেই। তবু কাল যে মলিন বিদায়টা হলো, এটা নিশ্চয়ই ভাবেননি তিনি নিজেও!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত