ঢাকা : আক্রমণ–প্রতি আক্রমণের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট ইতালির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে অস্ট্রিয়া। একটা সময় পর্যন্ত খেলা দেখে দুই দলকে আলাদা করাই মুশকিল হচ্ছিল। ইতালি ঠিকই স্বরূপে ফিরেছে। যদিও সেটি ৯০ মিনিটের পর, অতিরিক্ত সময়ে।
৯৫ মিনিটে ইতালিকে এগিয়ে দেন ফেদেরিকো কিয়েসা। ১০৫ মিনিটে অস্ট্রিয়ার বুক ভেঙে দ্বিতীয় গোলটি করেন মাত্তেও পেসিনা। শেষ দিকে এসে সাসা কালাইচিচের দুর্দান্ত এক গোলে অস্ট্রিয়া ব্যবধান কমালেও সেটি শুধুই সান্ত্বনা ছিল। ২–১ গোলের জয়েই শেষ আট নিশ্চিত করেছে আজ্জুরিরা।
ওয়েম্বলিতে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ইতালি। আক্রমণের জবাব পাল্টা–আক্রমণে দেওয়ার পণ করেই যেন নেমেছিল অস্ট্রিয়া। এমনকি শুরু থেকে বল দখলেও ইতালির চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল অস্ট্রিয়া। মাঠের দখলে পিছিয়ে থাকলেও ইতালির আক্রমণগুলো ছিল গোছানো। অস্ট্রিয়ার আক্রমণে ধার থাকলেও, ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিল না।
বিরতির পরও আক্রমণ–প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। গ্রুপ পর্বের দাপুটে ইতালিকে বেশ চাপের মুখে রাখে ফ্রাঙ্কো ফোডার দল। ৬৫ মিনিটে ইতালিয়ান সমর্থকদের স্তব্ধ করে লিডও নিয়ে নেয় অস্ট্রিয়া। ভিএআরের কারণে সে যাত্রায় বেঁচে যায় রবার্তো মানচিনির দল। প্রথম ৯০ মিনিট দুই দলই চেষ্টা চালায় লিড নিতে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।
অতিরিক্ত সময়ে অবশ্য ঠিকই খোলস ছেড়ে বেরিয়ে আসে ইতালি। ৫ মিনিট যেতেই দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন জুভেন্টাস তারকা কিয়েসা। ১০ মিনিট পর অস্ট্রিয়ার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পেসিনা। দুই গোলে পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি অস্ট্রিয়া। ১১ ম্যাচ পর প্রথম দল হিসেবে ঠিকই ইতালির রক্ষণদুর্গ ভেঙেছে তাঁরা। কিন্তু সেটি সান্ত্বনার বেশি কিছু দিতে পারেনি। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রিয়াকে। শেষ আটে বেলজিয়াম ও পর্তুগাল ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে ইতালি।
ঢাকা : আক্রমণ–প্রতি আক্রমণের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট ইতালির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে অস্ট্রিয়া। একটা সময় পর্যন্ত খেলা দেখে দুই দলকে আলাদা করাই মুশকিল হচ্ছিল। ইতালি ঠিকই স্বরূপে ফিরেছে। যদিও সেটি ৯০ মিনিটের পর, অতিরিক্ত সময়ে।
৯৫ মিনিটে ইতালিকে এগিয়ে দেন ফেদেরিকো কিয়েসা। ১০৫ মিনিটে অস্ট্রিয়ার বুক ভেঙে দ্বিতীয় গোলটি করেন মাত্তেও পেসিনা। শেষ দিকে এসে সাসা কালাইচিচের দুর্দান্ত এক গোলে অস্ট্রিয়া ব্যবধান কমালেও সেটি শুধুই সান্ত্বনা ছিল। ২–১ গোলের জয়েই শেষ আট নিশ্চিত করেছে আজ্জুরিরা।
ওয়েম্বলিতে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ইতালি। আক্রমণের জবাব পাল্টা–আক্রমণে দেওয়ার পণ করেই যেন নেমেছিল অস্ট্রিয়া। এমনকি শুরু থেকে বল দখলেও ইতালির চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল অস্ট্রিয়া। মাঠের দখলে পিছিয়ে থাকলেও ইতালির আক্রমণগুলো ছিল গোছানো। অস্ট্রিয়ার আক্রমণে ধার থাকলেও, ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিল না।
বিরতির পরও আক্রমণ–প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। গ্রুপ পর্বের দাপুটে ইতালিকে বেশ চাপের মুখে রাখে ফ্রাঙ্কো ফোডার দল। ৬৫ মিনিটে ইতালিয়ান সমর্থকদের স্তব্ধ করে লিডও নিয়ে নেয় অস্ট্রিয়া। ভিএআরের কারণে সে যাত্রায় বেঁচে যায় রবার্তো মানচিনির দল। প্রথম ৯০ মিনিট দুই দলই চেষ্টা চালায় লিড নিতে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।
অতিরিক্ত সময়ে অবশ্য ঠিকই খোলস ছেড়ে বেরিয়ে আসে ইতালি। ৫ মিনিট যেতেই দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন জুভেন্টাস তারকা কিয়েসা। ১০ মিনিট পর অস্ট্রিয়ার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পেসিনা। দুই গোলে পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি অস্ট্রিয়া। ১১ ম্যাচ পর প্রথম দল হিসেবে ঠিকই ইতালির রক্ষণদুর্গ ভেঙেছে তাঁরা। কিন্তু সেটি সান্ত্বনার বেশি কিছু দিতে পারেনি। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রিয়াকে। শেষ আটে বেলজিয়াম ও পর্তুগাল ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে ইতালি।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
২ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৩ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৩ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৩ ঘণ্টা আগে