Ajker Patrika

এবার যদি হত্যার হুমকি থেকে রেহাই পান মোরাতা! 

আপডেট : ২৯ জুন ২০২১, ১৬: ২৩
এবার যদি হত্যার হুমকি থেকে রেহাই পান মোরাতা! 

ঢাকা: যার জ্বালা সে–ই জানে! স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের পর আলভারো মোরাতা যেন শান্তিতেই থাকতে পারছিলেন না। সমর্থকদের দুয়ো, হত্যার হুমকিতে ঘুমই যেন উড়ে গিয়েছিল মোরাতার চোখ থেকে। কাল গোল করে একটু হলেও যেন স্বস্তির নিশ্বাস ফেলছেন মোরাতা। স্প্যানিশ ফরোয়ার্ড হয়তো ভাবছেন, এবার যদি হত্যার হুমকি থেকে রেহাই পাওয়া যায়! 

কাল কোপেনহেগেনে নির্ধারিত ৯০ মিনিট শেষে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল স্পেন। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০০ মিনিটে মিডফিল্ডার দানি অলমোর ক্রস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে স্পেনকে এগিয়ে নেন মোরাতা। এরপর মিকেল ওইরজাবালের গোলে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছায় স্পেন। কাল ম্যাচ শেষে মোরাতার চোখ ছলছল করছিল। স্প্যানিশ ফরোয়ার্ড বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার সঙ্গে কোনো কিছুই ঠিক হচ্ছিল না। এই গোল আমার পরিবার, সন্তান ও যাঁরা বিপদে আমার পাশে থেকেছেন তাঁদের জন্য। আপনার জীবনে অনেক বাধা আসবে। দুঃখ পেরিয়েই একসময় আপনি সুখের দেখা পাবেন।’

মোরাতা যে শুধু স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের দুয়ো শুনেছেন তা নয়। ৩ জুন মাদ্রিদে পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে দর্শকদের দুয়ো শুনেছেন। এরপর ১৪ জুন দুয়ো শুনেছেন বিলবাওয়ে ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত