তারকার সন্তান হয়েও বলিউডে নেই
তারকা অভিনেতার সন্তান যখন অভিনয়ে আসেন, অবাক হন না কেউ; বরং প্রত্যাশা বাড়ে। তারকার সন্তান যখন অভিনয়ে না এসে অন্য পেশায় চলে যান, তখন আগ্রহ বাড়ে। কী করছেন তারকা সন্তান? বলিউডের এমন অনেক তারকা সন্তান বা স্টার কিড রয়েছেন, যাঁরা সুযোগ থাকা সত্ত্বেও মা-বাবার পেশামুখী হননি।