করোনা পরিস্থিতিতে ছবির মুক্তি পিছাবে কি না, তা নিয়ে টানাপোড়েন কেটেছে। জানা গিয়েছে, নির্ধারিত দিনেই পর্দায় আসছে ‘আরআরআর’। ২০২২ সালের ৭ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি। সে সবের মধ্যেই ছবিতে আলিয়া ভাট ও অজয়ের চরিত্র নিয়ে মুখ খুললেন পরিচালক এস এস রাজামৌলি। যা শুনে অনেকেই হতবাক!
এই প্রথম তামিল ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। ভক্তরা অপেক্ষা করছেন আলিয়ার, তাঁর সঙ্গেই রয়েছেন বলিউডের আর এক অভিনেতা অজয় দেবগণ। কিন্তু জানেন কি ছবিতে দুই বলিউড তারকা থাকছেন কেমন চরিত্রে? এক সাক্ষাৎকারে তা নিয়ে কথা বলেছেন পরিচালক।
রাজামৌলি জানিয়েছেন, রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবিতে অতিথি চরিত্রে থাকছেন আলিয়া ও অজয়। তবে বলিউড তারকার ভক্তদেরও আশ্বস্ত করেছেন পরিচালক। জানিয়েছেন, অতিথিশিল্পী হিসেবে পর্দায় এলেও কাহিনিতে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আলিয়া ও অজয়। কিছু ক্ষেত্রে হয়তোবা নায়কের চেয়েও বেশি। রাজামৌলির ব্যাখ্যা, পর্দায় দুই নায়কের মধ্যে থাকবে আলিয়ার ‘সীতা’ চরিত্রটি। অন্য দিকে অজয়ের চরিত্রকে এ ছবির প্রাণ বলেই তকমা দিচ্ছেন পরিচালক। সেই সঙ্গেই তাঁর আশ্বাস, ভক্তরা ঠকবেন না! রাজামৌলির বক্তব্য, বাজেট মাথায় রেখে নয়, বরং সবচেয়ে মানানসই হিসেবেই আলিয়া ও অজয়কে ওই দু'টি চরিত্রে বাছাই করেছেন তিনি।
দক্ষিণি সিনেমার বড় পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবি আরআরআর নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। একদিকে বাহুবলীখ্যাত নির্মাতার নতুন এ ছবিতে কী চমক থাকে সেটা যেমন আগ্রহের, অন্যদিকে ছবিতে আছেন দক্ষিণের তারকাদের সঙ্গে বলিউডের দুই তারকা। সম্প্রতি জানা গেছে, অজয়কে এ ছবিতে দেখা যাবে মাত্র ৮ মিনিটের জন্য। বলিউড হাঙ্গামা জানিয়েছে, ছবিতে আলিয়া ভাটকেও খুব বেশি সময়ের জন্য দেখা যাবে না। তিনি এ ছবিতে আছেন ১৫ মিনিট এবং এটাই আলিয়ার ক্যারিয়ারে কোনো ছবিতে তার সংক্ষিপ্ততম উপস্থিতি।
বলিউড হাঙ্গামাকে আলিয়া বলেন,‘করণ জোহর আমাকে পর্দায় আনার পর আমার দুজন পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল। একজন সঞ্জয় লীলা বানসালি, অন্যজন এসএস রাজামৌলি। আরআরআরে আমার চরিত্রের দৈর্ঘ্য নিয়ে আমি মোটেই চিন্তা করছি না। রাজামৌলির সঙ্গে কাজ করাটাই আমার জন্য যথেষ্ট।’
করোনা পরিস্থিতিতে ছবির মুক্তি পিছাবে কি না, তা নিয়ে টানাপোড়েন কেটেছে। জানা গিয়েছে, নির্ধারিত দিনেই পর্দায় আসছে ‘আরআরআর’। ২০২২ সালের ৭ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি। সে সবের মধ্যেই ছবিতে আলিয়া ভাট ও অজয়ের চরিত্র নিয়ে মুখ খুললেন পরিচালক এস এস রাজামৌলি। যা শুনে অনেকেই হতবাক!
এই প্রথম তামিল ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। ভক্তরা অপেক্ষা করছেন আলিয়ার, তাঁর সঙ্গেই রয়েছেন বলিউডের আর এক অভিনেতা অজয় দেবগণ। কিন্তু জানেন কি ছবিতে দুই বলিউড তারকা থাকছেন কেমন চরিত্রে? এক সাক্ষাৎকারে তা নিয়ে কথা বলেছেন পরিচালক।
রাজামৌলি জানিয়েছেন, রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবিতে অতিথি চরিত্রে থাকছেন আলিয়া ও অজয়। তবে বলিউড তারকার ভক্তদেরও আশ্বস্ত করেছেন পরিচালক। জানিয়েছেন, অতিথিশিল্পী হিসেবে পর্দায় এলেও কাহিনিতে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আলিয়া ও অজয়। কিছু ক্ষেত্রে হয়তোবা নায়কের চেয়েও বেশি। রাজামৌলির ব্যাখ্যা, পর্দায় দুই নায়কের মধ্যে থাকবে আলিয়ার ‘সীতা’ চরিত্রটি। অন্য দিকে অজয়ের চরিত্রকে এ ছবির প্রাণ বলেই তকমা দিচ্ছেন পরিচালক। সেই সঙ্গেই তাঁর আশ্বাস, ভক্তরা ঠকবেন না! রাজামৌলির বক্তব্য, বাজেট মাথায় রেখে নয়, বরং সবচেয়ে মানানসই হিসেবেই আলিয়া ও অজয়কে ওই দু'টি চরিত্রে বাছাই করেছেন তিনি।
দক্ষিণি সিনেমার বড় পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবি আরআরআর নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। একদিকে বাহুবলীখ্যাত নির্মাতার নতুন এ ছবিতে কী চমক থাকে সেটা যেমন আগ্রহের, অন্যদিকে ছবিতে আছেন দক্ষিণের তারকাদের সঙ্গে বলিউডের দুই তারকা। সম্প্রতি জানা গেছে, অজয়কে এ ছবিতে দেখা যাবে মাত্র ৮ মিনিটের জন্য। বলিউড হাঙ্গামা জানিয়েছে, ছবিতে আলিয়া ভাটকেও খুব বেশি সময়ের জন্য দেখা যাবে না। তিনি এ ছবিতে আছেন ১৫ মিনিট এবং এটাই আলিয়ার ক্যারিয়ারে কোনো ছবিতে তার সংক্ষিপ্ততম উপস্থিতি।
বলিউড হাঙ্গামাকে আলিয়া বলেন,‘করণ জোহর আমাকে পর্দায় আনার পর আমার দুজন পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল। একজন সঞ্জয় লীলা বানসালি, অন্যজন এসএস রাজামৌলি। আরআরআরে আমার চরিত্রের দৈর্ঘ্য নিয়ে আমি মোটেই চিন্তা করছি না। রাজামৌলির সঙ্গে কাজ করাটাই আমার জন্য যথেষ্ট।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে