Ajker Patrika

আলিয়া আছেন ১৫ মিনিট

আলিয়া আছেন ১৫ মিনিট

করোনা পরিস্থিতিতে ছবির মুক্তি পিছাবে কি না, তা নিয়ে টানাপোড়েন কেটেছে। জানা গিয়েছে, নির্ধারিত দিনেই পর্দায় আসছে ‘আরআরআর’। ২০২২ সালের ৭ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি। সে সবের মধ্যেই ছবিতে আলিয়া ভাট ও অজয়ের চরিত্র নিয়ে মুখ খুললেন পরিচালক এস এস রাজামৌলি। যা শুনে অনেকেই হতবাক!

এই প্রথম তামিল ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। ভক্তরা অপেক্ষা করছেন আলিয়ার, তাঁর সঙ্গেই রয়েছেন বলিউডের আর এক অভিনেতা অজয় দেবগণ। কিন্তু জানেন কি ছবিতে দুই বলিউড তারকা থাকছেন কেমন চরিত্রে? এক সাক্ষাৎকারে তা নিয়ে কথা বলেছেন পরিচালক।

রাজামৌলি জানিয়েছেন, রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবিতে অতিথি চরিত্রে থাকছেন আলিয়া ও অজয়। তবে বলিউড তারকার ভক্তদেরও আশ্বস্ত করেছেন পরিচালক। জানিয়েছেন, অতিথিশিল্পী হিসেবে পর্দায় এলেও কাহিনিতে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আলিয়া ও অজয়। কিছু ক্ষেত্রে হয়তোবা নায়কের চেয়েও বেশি। রাজামৌলির ব্যাখ্যা, পর্দায় দুই নায়কের মধ্যে থাকবে আলিয়ার ‘সীতা’ চরিত্রটি। অন্য দিকে অজয়ের চরিত্রকে এ ছবির প্রাণ বলেই তকমা দিচ্ছেন পরিচালক। সেই সঙ্গেই তাঁর আশ্বাস, ভক্তরা ঠকবেন না! রাজামৌলির বক্তব্য, বাজেট মাথায় রেখে নয়, বরং সবচেয়ে মানানসই হিসেবেই আলিয়া ও অজয়কে ওই দু'টি চরিত্রে বাছাই করেছেন তিনি।

এস এস রাজামৌলি ও আলিয়া ভাটদক্ষিণি সিনেমার বড় পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবি আরআরআর নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। একদিকে বাহুবলীখ্যাত নির্মাতার নতুন এ ছবিতে কী চমক থাকে সেটা যেমন আগ্রহের, অন্যদিকে ছবিতে আছেন দক্ষিণের তারকাদের সঙ্গে বলিউডের দুই তারকা। সম্প্রতি জানা গেছে, অজয়কে এ ছবিতে দেখা যাবে মাত্র ৮ মিনিটের জন্য। বলিউড হাঙ্গামা জানিয়েছে, ছবিতে আলিয়া ভাটকেও খুব বেশি সময়ের জন্য দেখা যাবে না। তিনি এ ছবিতে আছেন ১৫ মিনিট এবং এটাই আলিয়ার ক্যারিয়ারে কোনো ছবিতে তার সংক্ষিপ্ততম উপস্থিতি।
বলিউড হাঙ্গামাকে আলিয়া বলেন,‘করণ জোহর আমাকে পর্দায় আনার পর আমার দুজন পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল। একজন সঞ্জয় লীলা বানসালি, অন্যজন এসএস রাজামৌলি। আরআরআরে আমার চরিত্রের দৈর্ঘ্য নিয়ে আমি মোটেই চিন্তা করছি না। রাজামৌলির সঙ্গে কাজ করাটাই আমার জন্য যথেষ্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত