Ajker Patrika

আরেক তেলুগু সিনেমায় আলিয়া

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ০৬
আরেক তেলুগু সিনেমায় আলিয়া

কয়েকবার পেছানোর পর অবশেষে আগামী ২৫ মার্চ মুক্তি পাবে ‘আরআরআর’। বহুল আলোচিত এই সিনেমা দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হবে আলিয়া ভাটের। ‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির এ সিনেমায় বলিউডের আলিয়া ছাড়াও আছেন অজয় দেবগন। আরআরআরে আলিয়া আছেন এনটিআর জুনিয়রের সঙ্গে, অতিথি চরিত্রে।

তবে এতে ভক্তদের মন ভরবে কেন! এবার তাই দক্ষিণ ভারতের আলোচিত তারকা এনটিআরের সঙ্গে আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। নতুন প্রজেক্টের নাম এখনো প্রকাশিত হয়নি। জানা গেছে, এবার আলিয়া অতিথি নন, থাকবেন মূল নায়িকা হিসেবে।

নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন কোরাতালা শিবা, যিনি ২০১৬ সালে এনটিআরকে নিয়ে সুপারহিট সিনেমা ‘জনতা গ্যারেজ’ বানিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরআরআর সিনেমার শুটিংয়ের সময় এনটিআর ও আলিয়া ভালো বন্ধু হয়ে ওঠেন। এনটিআরের অনুরোধেই মূলত ওই সিনেমায় নেওয়া হয়েছে আলিয়াকে।

২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমায় তিনি অভিনয় করেছেন ষাটের দশকের মুম্বাইয়ের মাফিয়া কুইন হিসেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত