শুরু হলো আলিয়া ভাটের হলিউডযাত্রার প্রস্তুতি। আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ‘উইলিয়াম মরিস এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে হলিউডে কাজ করা। এই ট্যালেন্ট ম্যানেজমেন্টকে সংক্ষেপে ডব্লিউএমই ডাকা হয়। এ নামেই বিশ্বজুড়ে পরিচিত। আন্তর্জাতিক তারকা, খেলাধুলা, মিডিয়া ও ফ্যাশনসংক্রান্ত কাজ দেখভাল করে থাকে ডব্লিউএমই।
১৮৯৮ সালে ‘ডব্লিউএমইর যাত্রা শুরু। চার্লি চ্যাপলিন, মেরিলিন মনরো, এলভিস প্রিসলির মতো তারকাদের প্রোফাইল দেখাশোনা করত এই এজেন্সি। এই এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বর্তমানে কাজ করেন অপরাহ উইনফ্রে, বেন অ্যাফ্লেক, ম্যাট ডেমন, ক্রিশ্চিয়ান বেল, ডোয়াইন জনসন ও ফ্রিডা পিন্টোর মতো তারকারা। এবার থেকে হলিউড–সম্পর্কিত বিভিন্ন প্রজেক্টে আলিয়ার প্রোফাইলও সামলাবে তারা। হলিউডের বিখ্যাত প্রোডাকশন কোম্পানির সঙ্গে নায়ক-নায়িকাদের যোগসূত্র করে দেয় প্রতিষ্ঠানটি। তাই বলাই যায়, আসছে দিনে হলিউডের খাতায় নাম উঠছে আলিয়ারও। এখন কেবল সময়ের অপেক্ষা।
বলিউডের সঙ্গে হলিউডের সম্পর্কটা নতুন নয়। সময় যত গড়িয়েছে হলিউডের বিভিন্ন সিনেমায় দেখা গেছে নানান বলিউড তারকাদের। বড় পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্ম আসার পর তো বলিউড অভিনেতাদের হলিউডে সুযোগ পাওয়ার পথ হয়ে উঠেছে আরও প্রশস্ত। এবার প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের দেখানো পথে হাঁটতে চলেছেন আলিয়া ভাট।
আলিয়া এ বছরটা যেন একটু ভিন্নভাবে সাজাচ্ছেন। ইতিমধ্যেই নিজের ছবির প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন তিনি। সেই সংস্থার প্রথম ছবি ‘ডার্লিংস’, তিনি নিজে অভিনয়ও করছেন। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন বিজয় ভার্মা এবং শেফালি শাহ। মা ও মেয়ের সম্পর্ক নিয়ে নির্মাণ হবে ডার্ক কমেডিনির্ভর ‘ডার্লিংস’ সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস’ ও আলিয়া ভাটের ‘ইটারনাল সানসাইন প্রোডাকশন’।
হাতে গোনা দু-তিনটি ছাড়া আলিয়ার বেশির ভাগ সিনেমা সাফল্যের মুখ দেখেছে। পুরোদস্তুর বাণিজ্যিক থেকে কনটেন্টধর্মী, সব ধরনের ছবিতেই তাঁর অভিনয়ের মুনশিয়ানা নজর কেড়েছে। আলিয়ার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘আরআরআর’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’,‘ব্রহ্মাস্ত্র’ র মতো একাধিক বিগ বাজেটের সিনেমা। এ ছাড়া করণ জোহরের পরবর্তী পরিচালনা ‘রকি অউর রানি কী কাহিনি’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে দর্শকের সামনে হাজির হতে চলেছেন আলিয়া। সব মিলিয়ে সময়টা যে দারুণ যাচ্ছে আলিয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
শুরু হলো আলিয়া ভাটের হলিউডযাত্রার প্রস্তুতি। আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ‘উইলিয়াম মরিস এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে হলিউডে কাজ করা। এই ট্যালেন্ট ম্যানেজমেন্টকে সংক্ষেপে ডব্লিউএমই ডাকা হয়। এ নামেই বিশ্বজুড়ে পরিচিত। আন্তর্জাতিক তারকা, খেলাধুলা, মিডিয়া ও ফ্যাশনসংক্রান্ত কাজ দেখভাল করে থাকে ডব্লিউএমই।
১৮৯৮ সালে ‘ডব্লিউএমইর যাত্রা শুরু। চার্লি চ্যাপলিন, মেরিলিন মনরো, এলভিস প্রিসলির মতো তারকাদের প্রোফাইল দেখাশোনা করত এই এজেন্সি। এই এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বর্তমানে কাজ করেন অপরাহ উইনফ্রে, বেন অ্যাফ্লেক, ম্যাট ডেমন, ক্রিশ্চিয়ান বেল, ডোয়াইন জনসন ও ফ্রিডা পিন্টোর মতো তারকারা। এবার থেকে হলিউড–সম্পর্কিত বিভিন্ন প্রজেক্টে আলিয়ার প্রোফাইলও সামলাবে তারা। হলিউডের বিখ্যাত প্রোডাকশন কোম্পানির সঙ্গে নায়ক-নায়িকাদের যোগসূত্র করে দেয় প্রতিষ্ঠানটি। তাই বলাই যায়, আসছে দিনে হলিউডের খাতায় নাম উঠছে আলিয়ারও। এখন কেবল সময়ের অপেক্ষা।
বলিউডের সঙ্গে হলিউডের সম্পর্কটা নতুন নয়। সময় যত গড়িয়েছে হলিউডের বিভিন্ন সিনেমায় দেখা গেছে নানান বলিউড তারকাদের। বড় পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্ম আসার পর তো বলিউড অভিনেতাদের হলিউডে সুযোগ পাওয়ার পথ হয়ে উঠেছে আরও প্রশস্ত। এবার প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের দেখানো পথে হাঁটতে চলেছেন আলিয়া ভাট।
আলিয়া এ বছরটা যেন একটু ভিন্নভাবে সাজাচ্ছেন। ইতিমধ্যেই নিজের ছবির প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন তিনি। সেই সংস্থার প্রথম ছবি ‘ডার্লিংস’, তিনি নিজে অভিনয়ও করছেন। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন বিজয় ভার্মা এবং শেফালি শাহ। মা ও মেয়ের সম্পর্ক নিয়ে নির্মাণ হবে ডার্ক কমেডিনির্ভর ‘ডার্লিংস’ সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস’ ও আলিয়া ভাটের ‘ইটারনাল সানসাইন প্রোডাকশন’।
হাতে গোনা দু-তিনটি ছাড়া আলিয়ার বেশির ভাগ সিনেমা সাফল্যের মুখ দেখেছে। পুরোদস্তুর বাণিজ্যিক থেকে কনটেন্টধর্মী, সব ধরনের ছবিতেই তাঁর অভিনয়ের মুনশিয়ানা নজর কেড়েছে। আলিয়ার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘আরআরআর’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’,‘ব্রহ্মাস্ত্র’ র মতো একাধিক বিগ বাজেটের সিনেমা। এ ছাড়া করণ জোহরের পরবর্তী পরিচালনা ‘রকি অউর রানি কী কাহিনি’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে দর্শকের সামনে হাজির হতে চলেছেন আলিয়া। সব মিলিয়ে সময়টা যে দারুণ যাচ্ছে আলিয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে