পাঁচ বছর পর চলচ্চিত্র পরিচালকের আসনে করণ জোহর। ছবির নাম ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’। সিনেমার নায়ক রণবীর সিং ও নায়িকা আলিয়া ভাট। এই ছবির মাধ্যমে আবারও দর্শকের সামনে হাজির হতে চলেছেন ‘গল্লি বয়’ জুটি। করণের প্রযোজনায় ‘তখ্ত’ ছবিতেও তাঁদের একসঙ্গে কাজ করার কথা রয়েছে। রণবীরের জন্মদিনেই এমন খবর জানানো হলো।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়। করণ পরিচালিত এই ছবি পুরোপুরি রোমান্টিক ঘরানার। ‘রকি’র চরিত্রে দেখা যাবে রণবীরকে এবং ‘রানি’র চরিত্রে আলিয়াকে। তবে করণের অন্যান্য ছবির মতো এ ছবিতেও চোখ কপালে তোলার মতো রয়েছে বলিউডের বড় তারকারা। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে থাকবেন শাবানা আজমি ও ধর্মেন্দ্র। আলিয়ার দাদা-দাদির চরিত্রে পর্দায় হাজির হবেন তাঁরা। দীর্ঘ ২৩ বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হতে চলেছেন শাবানা ও ধর্মেন্দ্র। শেষবার এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘মার্দওয়ালি বাঁত’ ছবিতে। এখানেই শেষ নয়। রয়েছেন জয়া বচ্চনও। শাবানা আজমির সঙ্গে নাকি জয়া বচ্চনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে, যা ছবিকে অন্য মাত্রা এনে দেবে। ‘রকি’র দাদি হিসেবেই দর্শকের সামনে হাজির হবেন জয়া বচ্চন। হিন্দি ছবির ইতিহাসে এই প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন শাবানা ও জয়া!
করণ জানিয়েছিলেন, বরাবরই তাঁর প্রিয় কাজ নির্দেশকের আসন সামলানো। তবে বছর পাঁচেক ধরে নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনে সময় দিয়েছেন তিনি। এবার ফের সময় হয়েছে তাঁর ‘প্রিয় কাজ’ করার। অর্থাৎ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে পর্দায় ভালোবাসার গল্প বলা।
২০১৬ সালে ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে সর্বশেষ নির্দেশকের আসনে বসেছিলেন করণ। গত এক বছরে ওয়েব সিরিজে দুটি গল্প পরিচালনা করেছেন—‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোস্ট স্টোরিজ’। এর আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘মাই নেম ইজ খান’–এর মতো হিট ছবি উপহার দিয়েছেন।
২০১০ সালে মুক্তি পেয়েছিল রণবীর সিংয়ের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে জানেন কি, এই রণবীরকেই প্রথমবার যশরাজ ফিল্মস স্টুডিওতে দেখে হতাশ হয়েছিলেন করণ? সে কথা প্রকাশ্যে স্বীকারও করেছেন। ‘ব্যান্ড বাজা বারাত’ মুক্তি পাওয়ার পর নিজের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন রণবীর সিং ও আনুশকা শর্মাকে। সেখানেই বলেন কীভাবে ‘ব্যান্ড বাজা বারাত’–এর প্রযোজক আদিত্য চোপড়ার পছন্দের ওপর সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। শুধু তাই নয়, রণবীরকে সেই ছবিতে যেন না নেওয়া হয়, সে ব্যাপারেও পরামর্শ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ‘ব্যান্ড বাজা বারাত’–এ রণবীরের অভিনয় দেখে নিজের মত পাল্টাতে বাধ্য হয়েছিলেন করণ।
পাঁচ বছর পর চলচ্চিত্র পরিচালকের আসনে করণ জোহর। ছবির নাম ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’। সিনেমার নায়ক রণবীর সিং ও নায়িকা আলিয়া ভাট। এই ছবির মাধ্যমে আবারও দর্শকের সামনে হাজির হতে চলেছেন ‘গল্লি বয়’ জুটি। করণের প্রযোজনায় ‘তখ্ত’ ছবিতেও তাঁদের একসঙ্গে কাজ করার কথা রয়েছে। রণবীরের জন্মদিনেই এমন খবর জানানো হলো।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়। করণ পরিচালিত এই ছবি পুরোপুরি রোমান্টিক ঘরানার। ‘রকি’র চরিত্রে দেখা যাবে রণবীরকে এবং ‘রানি’র চরিত্রে আলিয়াকে। তবে করণের অন্যান্য ছবির মতো এ ছবিতেও চোখ কপালে তোলার মতো রয়েছে বলিউডের বড় তারকারা। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে থাকবেন শাবানা আজমি ও ধর্মেন্দ্র। আলিয়ার দাদা-দাদির চরিত্রে পর্দায় হাজির হবেন তাঁরা। দীর্ঘ ২৩ বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হতে চলেছেন শাবানা ও ধর্মেন্দ্র। শেষবার এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘মার্দওয়ালি বাঁত’ ছবিতে। এখানেই শেষ নয়। রয়েছেন জয়া বচ্চনও। শাবানা আজমির সঙ্গে নাকি জয়া বচ্চনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে, যা ছবিকে অন্য মাত্রা এনে দেবে। ‘রকি’র দাদি হিসেবেই দর্শকের সামনে হাজির হবেন জয়া বচ্চন। হিন্দি ছবির ইতিহাসে এই প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন শাবানা ও জয়া!
করণ জানিয়েছিলেন, বরাবরই তাঁর প্রিয় কাজ নির্দেশকের আসন সামলানো। তবে বছর পাঁচেক ধরে নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনে সময় দিয়েছেন তিনি। এবার ফের সময় হয়েছে তাঁর ‘প্রিয় কাজ’ করার। অর্থাৎ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে পর্দায় ভালোবাসার গল্প বলা।
২০১৬ সালে ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে সর্বশেষ নির্দেশকের আসনে বসেছিলেন করণ। গত এক বছরে ওয়েব সিরিজে দুটি গল্প পরিচালনা করেছেন—‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোস্ট স্টোরিজ’। এর আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘মাই নেম ইজ খান’–এর মতো হিট ছবি উপহার দিয়েছেন।
২০১০ সালে মুক্তি পেয়েছিল রণবীর সিংয়ের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে জানেন কি, এই রণবীরকেই প্রথমবার যশরাজ ফিল্মস স্টুডিওতে দেখে হতাশ হয়েছিলেন করণ? সে কথা প্রকাশ্যে স্বীকারও করেছেন। ‘ব্যান্ড বাজা বারাত’ মুক্তি পাওয়ার পর নিজের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন রণবীর সিং ও আনুশকা শর্মাকে। সেখানেই বলেন কীভাবে ‘ব্যান্ড বাজা বারাত’–এর প্রযোজক আদিত্য চোপড়ার পছন্দের ওপর সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। শুধু তাই নয়, রণবীরকে সেই ছবিতে যেন না নেওয়া হয়, সে ব্যাপারেও পরামর্শ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ‘ব্যান্ড বাজা বারাত’–এ রণবীরের অভিনয় দেখে নিজের মত পাল্টাতে বাধ্য হয়েছিলেন করণ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে