Ajker Patrika

মুক্তি পেল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির ট্রেলার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১৯
মুক্তি পেল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির ট্রেলার

বলিউডের বহুল কাঙ্ক্ষিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার ইউটিউবে প্রকাশ করা হয় ট্রেলারটি। এরই মধ্যে এটি বেশ সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মাঝে। ‘গাঙ্গুবাই’ চরিত্রে আলিয়া ভাটের অভিনয় নজর কাড়ছে সবার।

হুসেইন জায়েদির লেখা ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’-এর গল্পের আদলেই তৈরি হয়েছে এই ছবি। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ষাটের দশকে মুম্বাইয়ে এই একটি নামেই কাঁপত মায়ানগরীর ডন-মাফিয়ারা। তৎকালীন যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে নারী ছিলেন তিনি। অনেকের কাছে তিনি ‘মুম্বাই মাফিয়া কুইন’ নামে পরিচিত, যাঁর অনুমতি ছাড়া কামাথিপুরার অন্ধকার গলিতে যেন সূর্যের আলো ঢোকাই নিষিদ্ধ ছিল। 

মাত্র ৫০০ টাকার বিনিময়ে নিজের স্বামীর হাতে যৌনপল্লিতে বিক্রি হওয়া গাঙ্গুবাই নিজেকে একদিন প্রতিষ্ঠিত করেছিলেন প্রভাবশালী নেত্রী হিসেবে। যৌনপল্লি থেকে রাজনীতিক হওয়ার যাত্রা সহজ ছিল না তাঁর। কামাথিপুরার সেই ডাকসাইটে গাঙ্গুবাইয়ের জীবনকাহিনিই পর্দায় ফুটে উঠতে চলেছে, যার ইঙ্গিত মিলেছে ট্রেলারে। 

সঞ্জয় লীলা বানশালি পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। ছবিতে আলিয়া ভাটের সঙ্গে দোর্দণ্ড প্রতাপ এক চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। ট্রেলারে মাফিয়া ডন করিম লালা হিসেবে উপস্থিত হয়েছেন অজয় দেবগন। যিনি গাঙ্গুবাইয়ের নেতৃত্বের যাত্রায় অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেই মনে করা হচ্ছে। 

আসছে ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। আর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে ৭২তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত