শুটিং সেটে প্রযোজক আলিয়ার প্রথম দিন
দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল বলিউডে। করোনার প্রভাব কমে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রে আবারও শুটিং শুরু হয়েছে। স্বস্তি ফিরে এসেছে সিনেমা ও টেলিভিশনে। তারকারা, যাদের এতদিন ঘরেই কাটছিল সময়, তারা আবারও সেটে ফিরতে পারায় দারুণ উচ্ছ্বসিত। খুশি আলিয়া ভাটও।