মেসির ‘আরেকটি’ ব্যালন ডি’অর
ব্যালন ডি’অরের সঙ্গে লিওনেল মেসির সখ্যতা দীর্ঘ সময়ের। সাত বার ব্যালন ডি’অর জিতে ইতিমধ্যে তালিকায় তিনি সর্বেসর্বা। বয়স ৩৬ হলেও পারফরম্যান্সে কোনো পড়তি নেই আর্জেন্টাইন সুপারস্টারের। বয়সের সঙ্গে তীক্ষ্ণ মস্তিষ্ক আর অভিজ্ঞতায় গত দুই বছরে আর্জেন্টিনার কোপা আমেরিকা, ফিনালিসামা এবং বিশ্বকাপের সোনালি ট্রফি