মাংসপেশির চোটে পড়ায় একের পর এক ম্যাচ মিস করছেন লিওনেল মেসি। জিততে ভুলে গেছে ইন্টার মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) তারা হেরেছে বড় ব্যবধানে। তাতে প্লে অফে ওঠা অনেক জটিল হয়ে গেছে তাদের কাছে।
সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ মায়ামির প্রতিপক্ষ ছিল শিকাগো। মেসি না খেললেও শিকাগোর বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছিল মায়ামি। মায়ামি বল দখলে রেখেছিল ৬৪ শতাংশ এবং ৩৬ শতাংশ বল দখলে রেখেছিল শিকাগো। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে পিছিয়ে ছিল মায়ামি। মায়ামি নিয়েছিল ২টি আর ৭টি শট নিয়েছিল শিকাগো। এ ছাড়া ফিনিশিংয়ে মায়ামির দুর্বলতা তো ছিলই। সব মিলিয়ে শিকাগোর কাছে বিধ্বস্ত হয়েছে জেরার্দো টাটা মার্তিনোর মায়ামি। শিকাগোর কাছে ৪-১ গোলে হেরেছে মার্টিনোর দল।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শিকাগো। তবে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন দলটির মিডফিল্ডার গাস্তন হিমেনেজ। তাকে অ্যাসিস্ট করেছেন ব্রায়ান গুটিয়ারেজ। এরপর ১১ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। সার্জেই ক্রিভসভের অ্যাসিস্টে ডান পায়ে শট নিয়েছিলেন রবার্ট টেইলর। তবে শিকাগো গোলরক্ষক ক্রিস ব্র্যাডি তা ঠেকিয়ে দিয়েছেন। ১৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আবার তৈরি করেছিল শিকাগো। শিকাগোর ডিফেন্ডার রাফায়েল জিকোসের শট ঠেকিয়ে দিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। প্রথমার্ধে দুই দলের একের পর এক সুযোগ হাতছাড়া করার মহড়ায় শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। ৪৭ মিনিটে কর্নার থেকে রবার্ট টেলরের ক্রস থেকে হেডে শট নিয়েছিলেন জোসেফ মার্তিনেজ। তবে মার্তিনেজের শট গোলপোস্টের ডানপাশ দিয়ে বেরিয়ে যায়। মায়ামির শট মিসের ২ মিনিট পর ম্যাচের প্রথম গোল করে শিকাগো। ৪৯ মিনিটে ফ্যাবিয়ান হার্বার্সের অ্যাসিস্টে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন জার্দান শাকিরি। ৫২ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মায়ামি। ফাকুন্দো ফারিয়াস ডান পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন। অ্যাসিস্ট করেন দে আন্দ্রে অ্যাডেলিন। মায়ামির সমতায় ফেরার অপেক্ষা শেষ হয়েছে ১ মিনিট পরই। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্তিনেজ। এরপর ৫৯ থেকে ৬১ মিনিট-২ মিনিট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি মায়ামি।
ইন্টার মায়ামি যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সফল হয়েছে শিকাগো। ৬২ মিনিটে ম্যারেন হেলি সেলাসির গোলে এগিয়ে যায় শিকাগো। ৩ মিনিট পর ব্যবধান ৩-১ করে নেয় শিকাগো। ৬৫ মিনিটে উসমান দুম্বিয়ার ক্রস থেকে বাঁ পায়ের শটে গোল করেন সেলাসি। শিকাগোর চতুর্থ গোল করেন শাকিরি। ৭৩ মিনিটে হিমেনেজের পাস থেকে গোল করেন শাকিরি। এরপর ব্যবধান আরও বাড়াতে মরিয়া হয়ে ওঠে শিকাগো। শেষ পর্যন্ত মায়ামিকে ৪-১ গোলে হারিয়েছে শিকাগো।
৪-১ গোলে হেরে প্লে-অফে জায়গা করে নেওয়া বেশ জটিল হয়ে গেছে মায়ামির। ৩১ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৬ পরাজয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৮ ও ৯-এ থাকা শিকাগো ও মন্ট্রিয়লের পয়েন্ট ৩৮ ও ৪০। দুটো দলই খেলেছে ৩২টি করে ম্যাচ, দুটি করে ম্যাচ এখনো তাদের বাকি। অন্যদিকে মায়ামির বাকি রয়েছে ৩ ম্যাচ। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
মাংসপেশির চোটে পড়ায় একের পর এক ম্যাচ মিস করছেন লিওনেল মেসি। জিততে ভুলে গেছে ইন্টার মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) তারা হেরেছে বড় ব্যবধানে। তাতে প্লে অফে ওঠা অনেক জটিল হয়ে গেছে তাদের কাছে।
সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ মায়ামির প্রতিপক্ষ ছিল শিকাগো। মেসি না খেললেও শিকাগোর বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছিল মায়ামি। মায়ামি বল দখলে রেখেছিল ৬৪ শতাংশ এবং ৩৬ শতাংশ বল দখলে রেখেছিল শিকাগো। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে পিছিয়ে ছিল মায়ামি। মায়ামি নিয়েছিল ২টি আর ৭টি শট নিয়েছিল শিকাগো। এ ছাড়া ফিনিশিংয়ে মায়ামির দুর্বলতা তো ছিলই। সব মিলিয়ে শিকাগোর কাছে বিধ্বস্ত হয়েছে জেরার্দো টাটা মার্তিনোর মায়ামি। শিকাগোর কাছে ৪-১ গোলে হেরেছে মার্টিনোর দল।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শিকাগো। তবে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন দলটির মিডফিল্ডার গাস্তন হিমেনেজ। তাকে অ্যাসিস্ট করেছেন ব্রায়ান গুটিয়ারেজ। এরপর ১১ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। সার্জেই ক্রিভসভের অ্যাসিস্টে ডান পায়ে শট নিয়েছিলেন রবার্ট টেইলর। তবে শিকাগো গোলরক্ষক ক্রিস ব্র্যাডি তা ঠেকিয়ে দিয়েছেন। ১৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আবার তৈরি করেছিল শিকাগো। শিকাগোর ডিফেন্ডার রাফায়েল জিকোসের শট ঠেকিয়ে দিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। প্রথমার্ধে দুই দলের একের পর এক সুযোগ হাতছাড়া করার মহড়ায় শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। ৪৭ মিনিটে কর্নার থেকে রবার্ট টেলরের ক্রস থেকে হেডে শট নিয়েছিলেন জোসেফ মার্তিনেজ। তবে মার্তিনেজের শট গোলপোস্টের ডানপাশ দিয়ে বেরিয়ে যায়। মায়ামির শট মিসের ২ মিনিট পর ম্যাচের প্রথম গোল করে শিকাগো। ৪৯ মিনিটে ফ্যাবিয়ান হার্বার্সের অ্যাসিস্টে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন জার্দান শাকিরি। ৫২ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মায়ামি। ফাকুন্দো ফারিয়াস ডান পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন। অ্যাসিস্ট করেন দে আন্দ্রে অ্যাডেলিন। মায়ামির সমতায় ফেরার অপেক্ষা শেষ হয়েছে ১ মিনিট পরই। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্তিনেজ। এরপর ৫৯ থেকে ৬১ মিনিট-২ মিনিট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি মায়ামি।
ইন্টার মায়ামি যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সফল হয়েছে শিকাগো। ৬২ মিনিটে ম্যারেন হেলি সেলাসির গোলে এগিয়ে যায় শিকাগো। ৩ মিনিট পর ব্যবধান ৩-১ করে নেয় শিকাগো। ৬৫ মিনিটে উসমান দুম্বিয়ার ক্রস থেকে বাঁ পায়ের শটে গোল করেন সেলাসি। শিকাগোর চতুর্থ গোল করেন শাকিরি। ৭৩ মিনিটে হিমেনেজের পাস থেকে গোল করেন শাকিরি। এরপর ব্যবধান আরও বাড়াতে মরিয়া হয়ে ওঠে শিকাগো। শেষ পর্যন্ত মায়ামিকে ৪-১ গোলে হারিয়েছে শিকাগো।
৪-১ গোলে হেরে প্লে-অফে জায়গা করে নেওয়া বেশ জটিল হয়ে গেছে মায়ামির। ৩১ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৬ পরাজয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৮ ও ৯-এ থাকা শিকাগো ও মন্ট্রিয়লের পয়েন্ট ৩৮ ও ৪০। দুটো দলই খেলেছে ৩২টি করে ম্যাচ, দুটি করে ম্যাচ এখনো তাদের বাকি। অন্যদিকে মায়ামির বাকি রয়েছে ৩ ম্যাচ। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে