ভক্ত বলে কথা!
বাংলাদেশের টিভি নাটকের অনেক দর্শক ছড়িয়ে-ছিটিয়ে আছেন পশ্চিমবঙ্গেও। এপারের মোশাররফ করিম, আফরান নিশো, সজল, মেহজাবীন, মম—সবার কাজ ওপারেও বেশ জনপ্রিয়। এমন অনেক ভক্তের কাহিনি বিভিন্ন সময় সামনে এসেছে, যাঁরা প্রিয় তারকার সঙ্গে দেখা করতে ভারত থেকে ছুটে এসেছেন বাংলাদেশে। সেদিন এমনই এক গল্প শোনালেন আবদুন নূর স