গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। চার দিনের উৎসবে ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন সারা পৃথিবীর পাঁচ শর বেশি লেখক, বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। এতে শিল্প-সাহিত্য নিয়ে নানা আয়োজনের পাশাপাশি প্রতিদিনই চলচ্চিত্র প্রদর্শনী ও গানের আয়োজন থাকবে। অংশ নিচ্ছেন আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, রুবাইয়াত হোসেন, আরমিন মূসা, নুহাশ হুমায়ূনসহ বিনোদন জগতের অনেকেই।
গতকাল উৎসবের শুরুর দিনে দেখানো হয়েছে নুহাশ হুমায়ূন নির্মিত সিরিজ ‘পেটকাটা ষ’। তাঁর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ও দেখানো হয়েছে একই দিনে। এ ছাড়া আলোচিত যাত্রাপালা ‘দেবী সুলতানা’ ছাড়াও ছিল মেঘদল ব্যান্ডের গান।
আজ শুক্রবার বাংলা একাডেমির নভেরা হলে থাকছে ছয়টি সিনেমার প্রদর্শনী। বেলা সোয়া ১১টায় অমিত আশরাফের ‘কাঁঠাল’, দুপুর সাড়ে ১২টায় এলিজাবেথ ডি কস্তার ‘বাংলা সার্ফ গার্লস’, তিনটায় হুমায়রা বিলকিসের ‘বাগানিয়া’, সোয়া চারটায় তাসমিয়াহ্ আফরিনের ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ এবং ‘হিরোইনস ওয়ান নাইট’ ও পাঁচটায় প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’ দেখানো হবে। বেলা তিনটায় গাইবেন আরমিন মূসা। সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন অভিনীত ‘অরনাল্ডো’; প্রদর্শনের আগে আলোচনায় অংশ নেবেন এই অভিনেত্রী।
বাঁধন অংশ নেবেন দুটি আলোচনায়। ‘ধরাবাঁধার বাইরে’ শিরোনামের সেশনটি তিনি নিজেই পরিচালনা করবেন। অংশ নেবেন আফজাল হোসেন, বন্যা মির্জা ও চঞ্চল চৌধুরী। অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি ৪টা ১৪ মিনিটে। এ ছাড়া ‘পুরুষত্ব বনাম পুরুষতন্ত্র’ অনুষ্ঠানে তিনি আলোচনা করবেন বন্যা মির্জার সঞ্চালনায়। ৮ জানুয়ারি ১২টা ৩০ মিনিটের ওই অনুষ্ঠানে থাকবেন ইরেশ যাকেরও। এ ছাড়া ৭ জানুয়ারি সকাল ১০টায় নজরুল মঞ্চে থাকবেন রাফিয়াত রশিদ মিথিলা। আলোচনা করবেন তাঁর লেখা বই ‘অ্যাডভেঞ্চার অব মম এন্ড মি’ নিয়ে।
গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। চার দিনের উৎসবে ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন সারা পৃথিবীর পাঁচ শর বেশি লেখক, বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। এতে শিল্প-সাহিত্য নিয়ে নানা আয়োজনের পাশাপাশি প্রতিদিনই চলচ্চিত্র প্রদর্শনী ও গানের আয়োজন থাকবে। অংশ নিচ্ছেন আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, রুবাইয়াত হোসেন, আরমিন মূসা, নুহাশ হুমায়ূনসহ বিনোদন জগতের অনেকেই।
গতকাল উৎসবের শুরুর দিনে দেখানো হয়েছে নুহাশ হুমায়ূন নির্মিত সিরিজ ‘পেটকাটা ষ’। তাঁর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ও দেখানো হয়েছে একই দিনে। এ ছাড়া আলোচিত যাত্রাপালা ‘দেবী সুলতানা’ ছাড়াও ছিল মেঘদল ব্যান্ডের গান।
আজ শুক্রবার বাংলা একাডেমির নভেরা হলে থাকছে ছয়টি সিনেমার প্রদর্শনী। বেলা সোয়া ১১টায় অমিত আশরাফের ‘কাঁঠাল’, দুপুর সাড়ে ১২টায় এলিজাবেথ ডি কস্তার ‘বাংলা সার্ফ গার্লস’, তিনটায় হুমায়রা বিলকিসের ‘বাগানিয়া’, সোয়া চারটায় তাসমিয়াহ্ আফরিনের ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ এবং ‘হিরোইনস ওয়ান নাইট’ ও পাঁচটায় প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’ দেখানো হবে। বেলা তিনটায় গাইবেন আরমিন মূসা। সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন অভিনীত ‘অরনাল্ডো’; প্রদর্শনের আগে আলোচনায় অংশ নেবেন এই অভিনেত্রী।
বাঁধন অংশ নেবেন দুটি আলোচনায়। ‘ধরাবাঁধার বাইরে’ শিরোনামের সেশনটি তিনি নিজেই পরিচালনা করবেন। অংশ নেবেন আফজাল হোসেন, বন্যা মির্জা ও চঞ্চল চৌধুরী। অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি ৪টা ১৪ মিনিটে। এ ছাড়া ‘পুরুষত্ব বনাম পুরুষতন্ত্র’ অনুষ্ঠানে তিনি আলোচনা করবেন বন্যা মির্জার সঞ্চালনায়। ৮ জানুয়ারি ১২টা ৩০ মিনিটের ওই অনুষ্ঠানে থাকবেন ইরেশ যাকেরও। এ ছাড়া ৭ জানুয়ারি সকাল ১০টায় নজরুল মঞ্চে থাকবেন রাফিয়াত রশিদ মিথিলা। আলোচনা করবেন তাঁর লেখা বই ‘অ্যাডভেঞ্চার অব মম এন্ড মি’ নিয়ে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫