Ajker Patrika

চার নায়িকার নতুন সিনেমার ঘোষণা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৫: ০৮
চার নায়িকার নতুন সিনেমার ঘোষণা

নতুন বছর নতুনভাবেই শুরু করতে চান সবাই। শোবিজের তারকাদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তাঁরাও নিজের মতো করে সাজাচ্ছেন নতুন বছরের পরিকল্পনা। এ ক্ষেত্রে ঢালিউডের চার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, জাহারা মিতু, অধরা খান ও তাহমিনা অথৈ এগিয়ে রয়েছেন বলা যায়। কারণ নতুন সিনেমার খবর দিয়ে বছর শুরু করেছেন তাঁরা।

অজপাড়াগাঁয়ের এক মেয়ের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে ‘জার্সি নম্বর ১৬’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জাহারা মিতু। সিনেমাটি বানাবেন মুহাম্মদ তারেক হাসান। এতে উঠে আসবে বাবা-মেয়ের গল্প। ক্রিকেটার হতে মেয়েটির সংগ্রাম ও বাবার ত্যাগের গল্প নিয়ে চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ। নতুন সিনেমাটি নিয়ে জাহারা মিতু বলেন, ‘একটা সময় নিয়মিতই আমি ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতাম। এবার ক্রিকেটের গল্পের সিনেমায় যুক্ত হলাম। তাই সিনেমাটি নিয়ে আমার অন্য রকম ভালো লাগা কাজ করছে।’ এতে মিতুর বিপরীতে অভিনয় করবেন আবু হুরায়রা তানভীর। আগামী মাসের শুরুতেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন মিতু। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

অধরা খান‘বাটপার’ সিনেমার খবর দিয়ে বছর শেষ করেছিলেন অধরা খান। নতুন বছরটাও শুরু করলেন আরেক সিনেমার খবর দিয়ে। ছোট পর্দার পরিচিত মুখ ইভান সাইরের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে পর্দায় আসছেন ‘ঠোকর’ সিনেমা দিয়ে। মুভি টাইমের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন মাজহার বাবু। নতুন দুই সিনেমা দিয়ে নতুন বছর শুরু প্রসঙ্গে অধরা খান বলেন, ‘দুটি সিনেমার গল্পই খুব সুন্দর। আমার কাছে আমার চরিত্রগুলো ভালো লেগেছে। আশা করছি, দুটি সিনেমা আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে।’

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে ‘ক্যাপ্টেন কামাল’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তাহমিনা অথৈ। এতে শেখ কামালের স্ত্রী সুলতানা কামালের চরিত্রে দেখা যাবে তাঁকে। এতে শেখ কামাল চরিত্রে অভিনয় করবেন তানজিম ইমরান। সিনেমাটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনী। জানুয়ারিতেই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

তাহমিনা অথৈআগামী মার্চেই মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। নতুন সিনেমা নিয়ে তাহমিনা অথৈ বলেন, ‘বছরের প্রথম দিন নতুন কাজে যুক্ত হলাম। যাত্রা শুরু করছি সুলতানা কামালের চরিত্রায়নের মধ্য দিয়ে। আশা করছি ভালো একটি কাজ উপহার দিতে পারব দর্শকদের।’

জ্যোতিকা জ্যোতিনতুন সিনেমার খবর দিয়েছেন জ্যোতিকা জ্যোতিও। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। নতুন কাজের ব্যাপারে খুব শিগগিরই বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি কলেজশিক্ষকের

‘সোহরাব-রুস্তম’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের নায়িকার জীবনের করুণ অবসান!

৫ ইসলামি ব্যাংকে বসছে প্রশাসক, একীভূতকরণে লাগবে দুই বছর: বাংলাদেশ ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত