বছর দশেক আগে ইনকিগায়ো নামের এক টিভি অনুষ্ঠানের সেটে প্রথম আলাপ হয়েছিল অভিনেতা লি জং সুক ও গায়িকা আইইউর। প্রথম দিনই ভালো বন্ধুত্ব হয় তাঁদের। বন্ধুত্ব একসময় গড়ায় প্রেমে। তবে আচমকা সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নেননি তাঁরা। পরস্পরকে আগে ডেট করেছেন। জাপানের নাগোয়ায় এ দুই কোরিয়ান তারকা একসঙ্গে ক্রিসমাস উদ্যাপন করেছেন। তিন দিন সেখানকার এক বিলাসবহুল রিসোর্টে ছিলেন তাঁরা। ফেরার পথে এয়ারপোর্টে দেখা যায় তাঁদের। দুই স্টার মাস্ক ও টুপিতে চোখমুখ ঢেকে রাখলেও পরিচয় গোপন রাখতে পারেননি।
এয়ারপোর্টে একসঙ্গে তাঁদের ছবি সংবাদমাধ্যমে আসার পরই প্রেমের জল্পনা গতি পায়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভক্তরা তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। কিছুদিন ব্যাপারটি নিয়ে নীরব থাকলেও বছর শেষে জানালেন, তাঁদের সম্পর্ক এখন বেশ গভীর।
দুই তারকার এজেন্সি গতকাল বিবৃতি দিয়ে বলেছে, ‘আইইউ ও অভিনেতা লি জং সুক আগে সহকর্মী ছিলেন। এখন তাঁরা দম্পতি। তাঁদের সম্পর্ক গভীর হয়েছে। ভালোবাসা দিয়ে তাঁদের এই সুন্দর সম্পর্ককে আরও সুন্দর করে তুলুন।’
কে এই লি জং সুক
কোরিয়ান টিভি নাটক বা কে-ড্রামার নিয়মিত মুখ তিনি। পরিচিতি পেয়েছেন ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘পিনোচিও’, ‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’, ‘বিগ মাউথ’ কাজগুলো দিয়ে। মাত্র ১৫ বছর বয়সে সিউল কালেকশন ওয়াকওয়ে প্রতিযোগিতার মাধ্যমে মডেলিং ক্যারিয়ার শুরু তাঁর। ২০১০ সালে প্রথম অভিনয় করেন ‘প্রসিকিউটর প্রিন্সেস’ নাটকে। লি জং সুকের প্রথম সিনেমা ‘গোস্ট’।
কে এই আইইউ
আসল নাম লি জি-ইয়ুন, তবে শ্রোতাদের কাছে আইইউ নামেই পরিচিত। এক দরিদ্র পরিবারে দাদি ও ছোট ভাইয়ের সঙ্গে বেড়ে উঠেছেন আইইউ। মা-বাবাকে কাছে পেয়েছেন কম সময়।
ছোটবেলা থেকে অভাবের সঙ্গে সংগ্রাম করেছেন, তাই অসহায়দের প্রতি তাঁর খুব দরদ। প্রতিবছর বিপুল পরিমাণ সাহায্য-সহযোগিতা করেন। এ গুণের কারণে ‘জাতির ছোট বোন’ বলেও আখ্যা পেয়েছেন তিনি। গানের পাশাপাশি সিনেমার অভিনেত্রী হিসেবেও জনপ্রিয় তিনি। ‘মুন লাভারস: স্কারলেট হার্ট রিও, ‘হোটেল ডেল লুনা’ ও ‘ব্রোকার’-এর মতো আলোচিত সিনেমায় দেখা গেছে তাঁর অভিনয়।
বছর দশেক আগে ইনকিগায়ো নামের এক টিভি অনুষ্ঠানের সেটে প্রথম আলাপ হয়েছিল অভিনেতা লি জং সুক ও গায়িকা আইইউর। প্রথম দিনই ভালো বন্ধুত্ব হয় তাঁদের। বন্ধুত্ব একসময় গড়ায় প্রেমে। তবে আচমকা সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নেননি তাঁরা। পরস্পরকে আগে ডেট করেছেন। জাপানের নাগোয়ায় এ দুই কোরিয়ান তারকা একসঙ্গে ক্রিসমাস উদ্যাপন করেছেন। তিন দিন সেখানকার এক বিলাসবহুল রিসোর্টে ছিলেন তাঁরা। ফেরার পথে এয়ারপোর্টে দেখা যায় তাঁদের। দুই স্টার মাস্ক ও টুপিতে চোখমুখ ঢেকে রাখলেও পরিচয় গোপন রাখতে পারেননি।
এয়ারপোর্টে একসঙ্গে তাঁদের ছবি সংবাদমাধ্যমে আসার পরই প্রেমের জল্পনা গতি পায়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভক্তরা তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। কিছুদিন ব্যাপারটি নিয়ে নীরব থাকলেও বছর শেষে জানালেন, তাঁদের সম্পর্ক এখন বেশ গভীর।
দুই তারকার এজেন্সি গতকাল বিবৃতি দিয়ে বলেছে, ‘আইইউ ও অভিনেতা লি জং সুক আগে সহকর্মী ছিলেন। এখন তাঁরা দম্পতি। তাঁদের সম্পর্ক গভীর হয়েছে। ভালোবাসা দিয়ে তাঁদের এই সুন্দর সম্পর্ককে আরও সুন্দর করে তুলুন।’
কে এই লি জং সুক
কোরিয়ান টিভি নাটক বা কে-ড্রামার নিয়মিত মুখ তিনি। পরিচিতি পেয়েছেন ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘পিনোচিও’, ‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’, ‘বিগ মাউথ’ কাজগুলো দিয়ে। মাত্র ১৫ বছর বয়সে সিউল কালেকশন ওয়াকওয়ে প্রতিযোগিতার মাধ্যমে মডেলিং ক্যারিয়ার শুরু তাঁর। ২০১০ সালে প্রথম অভিনয় করেন ‘প্রসিকিউটর প্রিন্সেস’ নাটকে। লি জং সুকের প্রথম সিনেমা ‘গোস্ট’।
কে এই আইইউ
আসল নাম লি জি-ইয়ুন, তবে শ্রোতাদের কাছে আইইউ নামেই পরিচিত। এক দরিদ্র পরিবারে দাদি ও ছোট ভাইয়ের সঙ্গে বেড়ে উঠেছেন আইইউ। মা-বাবাকে কাছে পেয়েছেন কম সময়।
ছোটবেলা থেকে অভাবের সঙ্গে সংগ্রাম করেছেন, তাই অসহায়দের প্রতি তাঁর খুব দরদ। প্রতিবছর বিপুল পরিমাণ সাহায্য-সহযোগিতা করেন। এ গুণের কারণে ‘জাতির ছোট বোন’ বলেও আখ্যা পেয়েছেন তিনি। গানের পাশাপাশি সিনেমার অভিনেত্রী হিসেবেও জনপ্রিয় তিনি। ‘মুন লাভারস: স্কারলেট হার্ট রিও, ‘হোটেল ডেল লুনা’ ও ‘ব্রোকার’-এর মতো আলোচিত সিনেমায় দেখা গেছে তাঁর অভিনয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫