Ajker Patrika

দুই কোরিয়ান তারকার প্রেমকাহিনি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০০: ১৬
দুই কোরিয়ান তারকার  প্রেমকাহিনি

বছর দশেক আগে ইনকিগায়ো নামের এক টিভি অনুষ্ঠানের সেটে প্রথম আলাপ হয়েছিল অভিনেতা লি জং সুক ও গায়িকা আইইউর। প্রথম দিনই ভালো বন্ধুত্ব হয় তাঁদের। বন্ধুত্ব একসময় গড়ায় প্রেমে। তবে আচমকা সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নেননি তাঁরা। পরস্পরকে আগে ডেট করেছেন। জাপানের নাগোয়ায় এ দুই কোরিয়ান তারকা একসঙ্গে ক্রিসমাস উদ্‌যাপন করেছেন। তিন দিন সেখানকার এক বিলাসবহুল রিসোর্টে ছিলেন তাঁরা। ফেরার পথে এয়ারপোর্টে দেখা যায় তাঁদের। দুই স্টার মাস্ক ও টুপিতে চোখমুখ ঢেকে রাখলেও পরিচয় গোপন রাখতে পারেননি।

এয়ারপোর্টে একসঙ্গে তাঁদের ছবি সংবাদমাধ্যমে আসার পরই প্রেমের জল্পনা গতি পায়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভক্তরা তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। কিছুদিন ব্যাপারটি নিয়ে নীরব থাকলেও বছর শেষে জানালেন, তাঁদের সম্পর্ক এখন বেশ গভীর।

দুই তারকার এজেন্সি গতকাল বিবৃতি দিয়ে বলেছে, ‘আইইউ ও অভিনেতা লি জং সুক আগে সহকর্মী ছিলেন। এখন তাঁরা দম্পতি। তাঁদের সম্পর্ক গভীর হয়েছে। ভালোবাসা দিয়ে তাঁদের এই সুন্দর সম্পর্ককে আরও সুন্দর করে তুলুন।’

কে এই লি জং সুক
কোরিয়ান টিভি নাটক বা কে-ড্রামার নিয়মিত মুখ তিনি। পরিচিতি পেয়েছেন ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘পিনোচিও’, ‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’, ‘বিগ মাউথ’ কাজগুলো দিয়ে। মাত্র ১৫ বছর বয়সে সিউল কালেকশন ওয়াকওয়ে প্রতিযোগিতার মাধ্যমে মডেলিং ক্যারিয়ার শুরু তাঁর। ২০১০ সালে প্রথম অভিনয় করেন ‘প্রসিকিউটর প্রিন্সেস’ নাটকে। লি জং সুকের প্রথম সিনেমা ‘গোস্ট’। 

কে এই আইইউ
আসল নাম লি জি-ইয়ুন, তবে শ্রোতাদের কাছে আইইউ নামেই পরিচিত। এক দরিদ্র পরিবারে দাদি ও ছোট ভাইয়ের সঙ্গে বেড়ে উঠেছেন আইইউ। মা-বাবাকে কাছে পেয়েছেন কম সময়।

ছোটবেলা থেকে অভাবের সঙ্গে সংগ্রাম করেছেন, তাই অসহায়দের প্রতি তাঁর খুব দরদ। প্রতিবছর বিপুল পরিমাণ সাহায্য-সহযোগিতা করেন। এ গুণের কারণে ‘জাতির ছোট বোন’ বলেও আখ্যা পেয়েছেন তিনি। গানের পাশাপাশি সিনেমার অভিনেত্রী হিসেবেও জনপ্রিয় তিনি। ‘মুন লাভারস: স্কারলেট হার্ট রিও, ‘হোটেল ডেল লুনা’ ও ‘ব্রোকার’-এর মতো আলোচিত সিনেমায় দেখা গেছে তাঁর অভিনয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি কলেজশিক্ষকের

‘সোহরাব-রুস্তম’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের নায়িকার জীবনের করুণ অবসান!

৫ ইসলামি ব্যাংকে বসছে প্রশাসক, একীভূতকরণে লাগবে দুই বছর: বাংলাদেশ ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত