Ajker Patrika

তিন শিল্পীর আড্ডামুখর সন্ধ্যা ঢাকায় গাইলেন অভিজিৎ

তিন শিল্পীর আড্ডামুখর সন্ধ্যা ঢাকায় গাইলেন অভিজিৎ

ইন্ডিয়ান আইডল তারকা অভিজিৎ সাওয়ান্ত আর বাংলাদেশের সংগীত তারকা ইমরান পরস্পরের ভালো বন্ধু। গত বছর দুজনে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন গানের একটি ম্যাশআপে।

প্রায়ই কথা হয় দুজনের। সম্প্রতি ঢাকার এক অনুষ্ঠানে এসেছিলেন অভিজিৎ। ৩ জানুয়ারি সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান মাতিয়েছেন তিনি। ব্যক্তিগত অনুষ্ঠান বলেই এ বিষয়ে পূর্বঘোষণা দেননি কেউ। তবে ঢাকায় নেমেই অভিজিতের কথা হয় ইমরানের সঙ্গে। ২ জানুয়ারি সন্ধ্যায় তাই এক হয়েছিলেন দুই বন্ধু। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন সংগীতের আরেক তারকা দিলশাদ নাহার কনা। তিন শিল্পী এক হয়ে কাটিয়েছেন আড্ডামুখর এক সন্ধ্যা।

কনা বলেন, ‘অভিজিৎ আর ইমরান ভালো বন্ধু। দুজন আড্ডায় বসে আমাকে ফোন করেন। আমিও যোগ দিই তাঁদের সঙ্গে। পুরোটা সময় থাকতে না পারলেও যতটা সময় ছিলাম, দারুণ কেটেছে।’

সেদিনের আড্ডার স্মৃতি নিজের ফেসবুক পেজেও তুলে ধরেছেন ইমরান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি অনুষ্ঠানে গাইতে ঢাকায় এসেছিলেন অভিজিৎ। অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায় আমাদের দেখা হয়। দারুণ সময় কেটেছে আমাদের।’

অন্যদিকে, গতকাল মুম্বাই ফিরে নিজের ফেসবুকে ইমরানের উদ্দেশে অভিজিৎ লিখেছেন, ‘দেখা করার জন্য অনেক ধন্যবাদ। ভালো মিউজিশিয়ানের পাশাপাশি তুমি ভালো মনের একজন মানুষ। একসঙ্গে ভালো সময় কাটল আমাদের। তোমার জন্য অনেক ভালোবাসা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি কলেজশিক্ষকের

‘সোহরাব-রুস্তম’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের নায়িকার জীবনের করুণ অবসান!

৫ ইসলামি ব্যাংকে বসছে প্রশাসক, একীভূতকরণে লাগবে দুই বছর: বাংলাদেশ ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত