বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ‘মার্ভেল কমিকস’ এর স্বপ্নদ্রষ্টা স্ট্যান লির ১০০ তম জন্মদিনে একটি ডকুমেন্টারি নির্মাণের ঘোষণা দিয়েছে ডিজনি প্লাস। গত ২৮ ডিসেম্বর ছিল কিংবদন্তি এই কমিকস স্রষ্টার জন্মদিন।
একটি টুইটের মাধ্যমে ডিজনি প্লাস জানায় ২০২৩ সালে ডকুমেন্টারিটি মুক্তি পাবে।
টুইট বার্তায় ২৫ সেকেন্ডের টিজার শেয়ার করা হয়। টিজারের ক্যাপশনে ডিজনি লিখেছে, ‘আমাদের স্বপ্ন দেখার ১০০ বছর। সৃষ্টির ১০০ বছর। স্ট্যান লির ১০০ বছর। স্ট্যান লিকে নিয়ে একটি তথ্যচিত্র ২০২৩ সালে মুক্তি পাবে।’
১৯২২ সালের ২৮ ডিসেম্বর একটি অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন লি। তাঁর বাবা জ্যাক লিয়েবার ছিলেন একজন দরজি। পারিবারিক অসচ্ছলতাকে পেছনে ফেলে নিজের চেষ্টায় পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায় উঠে আসেন তিনি।
১৭ বছর বয়সে পরিবার চালাতে টাইমলি ম্যাগাজিন–এর কমিকস বিভাগে চাকরি নিয়েছিলেন লি। জ্যাক কার্বি ও স্টিভ ডিটকোর সঙ্গে যৌথভাবে তিনি অসংখ্য কাল্পনিক চরিত্র জন্ম দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্পাইডার-ম্যান, হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক ফোর, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, এক্স-মেন। তাঁর ভাই ল্যারি লিবারের সঙ্গে যৌথভাবে অ্যান্ট-ম্যান, আয়রন ম্যান এবং থর চরিত্রের সৃষ্টিও করেছেন তিনি।
১৯৯৪ সালে কমিক বই শিল্পের ‘উইল এইসনার অ্যাওয়ার্ড হল অব ফেমে’ এবং ১৯৯৫ সালে ‘জ্যাক কার্বি হল অব ফেমে’ তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালে তিনি ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ লাভ করেন। ২০১৮ সালের ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মারা যান কিংবদন্তি স্ট্যান লি।
বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ‘মার্ভেল কমিকস’ এর স্বপ্নদ্রষ্টা স্ট্যান লির ১০০ তম জন্মদিনে একটি ডকুমেন্টারি নির্মাণের ঘোষণা দিয়েছে ডিজনি প্লাস। গত ২৮ ডিসেম্বর ছিল কিংবদন্তি এই কমিকস স্রষ্টার জন্মদিন।
একটি টুইটের মাধ্যমে ডিজনি প্লাস জানায় ২০২৩ সালে ডকুমেন্টারিটি মুক্তি পাবে।
টুইট বার্তায় ২৫ সেকেন্ডের টিজার শেয়ার করা হয়। টিজারের ক্যাপশনে ডিজনি লিখেছে, ‘আমাদের স্বপ্ন দেখার ১০০ বছর। সৃষ্টির ১০০ বছর। স্ট্যান লির ১০০ বছর। স্ট্যান লিকে নিয়ে একটি তথ্যচিত্র ২০২৩ সালে মুক্তি পাবে।’
১৯২২ সালের ২৮ ডিসেম্বর একটি অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন লি। তাঁর বাবা জ্যাক লিয়েবার ছিলেন একজন দরজি। পারিবারিক অসচ্ছলতাকে পেছনে ফেলে নিজের চেষ্টায় পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায় উঠে আসেন তিনি।
১৭ বছর বয়সে পরিবার চালাতে টাইমলি ম্যাগাজিন–এর কমিকস বিভাগে চাকরি নিয়েছিলেন লি। জ্যাক কার্বি ও স্টিভ ডিটকোর সঙ্গে যৌথভাবে তিনি অসংখ্য কাল্পনিক চরিত্র জন্ম দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্পাইডার-ম্যান, হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক ফোর, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, এক্স-মেন। তাঁর ভাই ল্যারি লিবারের সঙ্গে যৌথভাবে অ্যান্ট-ম্যান, আয়রন ম্যান এবং থর চরিত্রের সৃষ্টিও করেছেন তিনি।
১৯৯৪ সালে কমিক বই শিল্পের ‘উইল এইসনার অ্যাওয়ার্ড হল অব ফেমে’ এবং ১৯৯৫ সালে ‘জ্যাক কার্বি হল অব ফেমে’ তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালে তিনি ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ লাভ করেন। ২০১৮ সালের ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মারা যান কিংবদন্তি স্ট্যান লি।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১০ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে