পোশাকের স্বাধীনতা জরুরি
দ্বিধা ছিল না তাঁর উত্তরে। ক্যারিয়ারের বিভিন্ন উত্থান-পতন সরাসরি মোকাবিলা করে এত দূর যখন এসেছেন, অভিজ্ঞতার ভান্ডার বেশ ভারী তাঁর। ঝটপট বলে দিলেন পিয়া, ‘কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। এমন একটা পৃথিবীতে আমাদের বাস করতে হয়, যেখানে প্রতিনিয়ত সামনে বাধা আসতে থাকে। নারীর ক্ষেত্রে প্রথম বাধা আসে পরিবার থেকে,