ইশতিয়াক হাসান

কালিম্পংয়ে ঘুরতে যাবেন যেসব জায়গায়
ভারতের পাহাড়ি শহর কালিম্পং সম্পর্কে ভালোভাবে জানা সমরেশ মজুমদারের অর্জুন সিরিজের বই পড়ে। অর্জুনের সঙ্গে কালিম্পংয়ে ‘সীতাহরণ রহস্যে’ বুঁদ হয়ে ছিলাম রীতিমতো। সেই কালিম্পংয়ে যাওয়া হয় হঠাৎ করেই। দার্জিলিং গিয়েছিলাম। ভ্রমণের তৃতীয় রাতে মনে হলো, কালিম্পং গেলে কেমন হয়! ব্যাস পরদিন সকালেই একটি গাড়ি ভাড়া করে চললাম কালিম্পং। ভ্রমণে আমার সঙ্গী স্ত্রী পুনম, মেয়ে ওয়াফিকা, শাশুড়ি ও খালা শাশুড়ি।
কালিম্পংয়ের পথে
‘ঘুম’ পর্যন্ত পরিচিত পথ মানে তেনজিং নোরগে রোড ধরে চলল গাড়ি। তারপর জোড় বাংলো পেরিয়ে নতুন এক রাস্তায় ঢুকল। এটা পেশক-রিশি রোড। মুহূর্তে বদলে গেল প্রকৃতি। দার্জিলিং এসে সে অর্থে কোনো জঙ্গলে ঢুঁ না মারায় মন ভার ছিল। এখন দেখলাম দুই পাশে গভীর বনানী। উঁচু উঁচু পাইন, বার্চ গাছ দাঁড়িয়ে।
আমাদের চালক হিন্দিতে যা বলল, তা আরও আশা জোগাল মনে। দুই পাশের জঙ্গলে ল্যাপার্ড ও লাল পান্ডা আছে। অনুমান করলাম এই উঁচু পাহাড়ি বনটা সেনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়েরির মধ্যে পড়েছে। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত সেনচাল, ভারতের সবচেয়ে পুরোনো বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর একটি। বড় দুটো লেক আছে জঙ্গলের সীমানায়। দার্জিলিংয়ের অন্য অংশে সিংগালিলার জঙ্গলে লাল পান্ডারা আছে জানি, তবে সেনচালে লাল পান্ডার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারিনি আসার পরও।
গাড়ি চালকের কথা অনুয়ায়ী পথের ওপর ভোরে বা সন্ধ্যার দিকে হরিণ ওঠে আসে। একটু পরেই মোটামুটি মাঝ রাস্তায় বসে ভোজে ব্যস্ত দুই জোড়া বানরের দেখা মিলল। আমাদের দেখে কেবল এক পাশে সরে পড়ল। ওয়াফিকা এদের দেখে, খোলা জানালা পথে মুখ বের করে, চিৎকার জুড়ে দিল। বানরের দল নতুন পাগলের আমদানিতে একটু অবাকই হলো মনে হয়!
পাহাড়ি শহরের দেখা
দুই পাশে পাহাড়, অরণ্যের মাঝ দিয়ে গাড়ি যখন ছুটছিল তখন মনে হচ্ছিল আহ এই পথ যদি শেষ না হতো! কোনো গন্তব্যে পৌঁছার চেয়ে পথের সৌন্দর্যটা কখনোই কম আনন্দদায়ক নয় আমার কাছে। একটু পর গাড়িটা যখন বাঁক নিচ্ছে আশ্চর্য একটা জিনিস খেয়াল করলাম। অনেক দূরে উঁচু পাহাড়ের গায়ে অনেকই বাড়ি ঘর। যেন পাহাড়ের বুকে কোনো শহর। চালককে জিজ্ঞেস করে যে উত্তর পেলাম তাতে চমকালাম, ওটাই সিকিমের রাজধানী গ্যাংটক। একটু পর দূরের আরেক পাহাড়রাজ্যে বাড়ি-ঘর দেখিয়ে নেপালি লোকটা বলল, ওটা কালিম্পং। এরপর আমার চোখ একবার যায় গ্যাংটকের দিকে, আরেকবার কালিম্পংয়ের দিকে।
তিস্তায় মুগ্ধ
পথের চমক এখানেই শেষ হলো না, নেপালি চালক, জানাল সামনে একটা ভিউ পয়েন্ট আছে। ওখান থেকে তিস্তাকে দেখায় অপরূপ! আমরা খুশি মনে নেমে পড়লাম। ডান পাশে পাইনের জঙ্গল। ভিউ পয়েন্টটা একটু উঁচুতে। শান বাধানো এক জায়গা। চারপাশে কয়েকটা দোকান। চা, বিস্কুট, চকলেট এমনকি আশপাশের বাগান থেকে তুলে আনা কমলাও আছে। এক কাপ কফি হাতে এসে দাঁড়ালাম শান বাধানো জায়গাটির কিনারে। সঙ্গে সঙ্গে একটা ধাক্কা খেলাম, এতটাই যে আরেকটু হলে হাত থেকে কাপই পড়ে যেত, বুনো সৌন্দর্যের ধাক্কা।
সবুজ গাছপালায় ঢাকা উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে এঁকেবেঁকে বয়ে চলেছে তিস্তা। কোথাও কোথাও পাহাড়ি নদীর পাড়ে চিকন বালুর রেখা, কোথাও আবার জঙ্গলের মধ্যে ছোট্ট একটা বালিয়াড়ির মতো দেখা যাচ্ছে। ভাবছিলাম ইস যদি ওখানে, ওই জল-পাহাড়ের রাজ্যে কতকটা সময় কাটানো যেত! যেন সম্মোহিত এক মানুষ আমি, চোখ সরাতে পারছিলাম না। তারপর অনিচ্ছা সত্ত্বেও আবার চেপে বসলাম গাড়িতে। আমাদের গোমড়ামুখো কিন্তু ভালোমানুষ চালক এই পর্যায়ে দিল নতুন তথ্য পাহাড়ি নদী তিস্তায় আছে র্যাফটিং করার ব্যবস্থা।
কালিম্পংয়ের সীমানায়
এক সময় নিচে নেমে এলো গাড়ি, তারপর আবার উঠতে শুরু করল, কালিম্পংয়ের দিকে। এদিকটায়ও পথ অনেকই সুন্দর। এক পাশে রাস্তার পরেই পাহাড়, অন্য পাশে ঢালু হয়ে নেমে গেছে জমি, দূরে পাহাড়ের রেখা। আমাদের পাশ কাটিয়ে টুরিস্ট মিনি বাস গেল, জানলাম কালিম্পং-শিলিগুড়ি রোডে চলে ওগুলো। এক সময় ডানে একটা-দুটো বাড়ি-ঘর, হোটেল দেখা যেতে লাগল। বুঝলাম কালিম্পংয়ের সীমানায় চলে এসেছি।
কালিম্পংয়ের বেশি হোটেল-মোটেল বাজারের ধারে, জায়গাটি বেশ ঘিঞ্জি। একটু খুঁজে-পেতে এখানেই একটা হোটেল ঠিক করে ফেলি। ভাড়া ১৮০০ রুপি। নিচে বার থাকায় কড়া একটা গন্ধ সব সময় মাথা ধরিয়ে তুলত আমার। তবে অন্যদের তেমন হেলদোল দেখিনি। এখানে কালিম্পংয়ের আশপাশে বেশ কয়েকটি দ্রষ্টব্য স্থান দেখার জন্য গাড়ি ঠিক করি। কালিম্পং থেকে গাড়িতে চেপে লাভা, ললেগাঁও, রিসপের মতো জায়গায় চলে যাওয়া যায় অনায়াসে। তবে আজ পাঠকদের পরিচয় করিয়ে দিচ্ছে শহরের ভেতরের কিংবা শহরলগোয়া কিছু স্পটের সঙ্গে। এগুলোর বেশিরভাগেই সশরীরে গিয়েছিলাম কালিম্পং ভ্রমণে।
হনুমান মন্দির
হনুমান টেম্পল বা হনুমান মন্দির আমার আর ওয়াফিকার দুজনেরই দারুণ পছন্দ হয়। শহর থেকে খুব একটা দূরে নয়, একেবারে কাছেও নয়। আট কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে তবে পৌঁছাই দেলো পাহাড়ের হনুমান টেম্পলের সামনে। কেউ কেউ চেনেন জায়গাটিকে হনুমান পিক নামে। সিঁড়ি ধরে সোজা পৌঁছে যাওয়া যায় বিশালদেহী হনুমান ভাস্কর্যের কাছে।
তবে সোজা পথটা না ধরে, বেশ কতকটা আঁকাবাঁকা কংক্রিটের ঢালাই দেওয়া ঘুরপথটা ব্যবহার করলে বেশি আনন্দ পাবেন। এখান থেকে চারপাশের পাহাড়রাজ্যের অনেকটাই চোখে পড়ে। একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে দেখার চেয়ে একটু দূর থেকে দেখলেই হনুমানের ওপর সমীহ জাগে বেশি। ২০০৪ সালে উদ্বোধন হওয়া মূর্তিটির উচ্চতা ত্রিশ ফুট।
দুর্গা মন্দির
হনুমান টেম্পলের কাছেই দুর্গা মন্দির। কাজেই দেখার সুযোগ হাতছাড়া করবেন না। সব ধরনের পর্যটকই জায়গাটিতে একবার ঢুঁ মেরে যান। কিছুক্ষণ সময় কাটানোর এর জন্য তুলনা নেই। চারপাশে গাছপালা লাগিয়ে বাগানের মতো করা হয়েছে, সুদৃশ্য একটা ঘণ্টা আছে, আমরা সবাই ওটা বাজালাম, এমনকি ওয়াফিকাকেও উঁচু করে ধরতে হলো। এখান থেকে চারপাশের পাহাড়রাজ্যের অসাধারণ দৃশ্য চোখে পড়ে।
দেলো পার্ক
যাওয়ার পথটা অনেকই সুন্দর। দেলো হিল কালিম্পং শহরের সবচেয়ে উচ্চতম পয়েন্ট। এটি এখানকার সবচেয়ে মশহুর পর্যটনকেন্দ্রগুলোর একটি। পরিষ্কার দিনে হিমালয় পর্বতমালা, আশপাশের রাজ্য এবং রেল্লি ও তিস্তা উপত্যকার গ্রামগুলোর চমৎকার দৃশ্য উপভোগের সুযোগ পাবেন এখান থেকে। এখানে নানা ধরনের রাইডের ব্যবস্থা আছে। এর মধ্যে বিখ্যাত প্যারা গ্লাইডিং।
পাইন ভিউ নার্সারি
আতিশা রোডের এই নার্সারিটি উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকায় পাওয়া যাওয়া হরেক জাতের ক্যাকটাসে ভরপুর। একসঙ্গে এত জাতের কাটার রাজাদের আর কোথাও দেখিনি। কিছুটা সময় কাটিয়েছিলাম এই নার্সারিতে। ওয়াফিকা তো কোনোভাবেই নার্সারি ছেড়ে আসতে রাজি হচ্ছিল না।
মঙ্গলধাম
মঙ্গলধামটাও ঘুরে আসতে ভুলবেন না। মন্দিরটির নির্মাণশৈলী চোখে পড়ার মতো। দুই একর জায়গা নিয়ে মন্দিরটি, ঢোকার মুখেই বাহারি সব বৃক্ষ দেখে মনটা খুশি হয়ে উঠেছিল। ওপরের তলায় মন্দিরের প্রার্থনার জায়গা।
থংসা গুম্ফা
মঙ্গলধামের কাছেই থংসা গুম্ফা। কালিম্পংয়ের সবচেয়ে পুরোনো বৌদ্ধ মন্দির এটি। ভুটান গুম্ফা নামে পরিচিত মনাস্ট্রিটি ১৬৯২ সালে ভুটানের রাজার সরাসরি তত্ত্বাবধানে তৈরি হয়। পরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উনিশ শতকে নতুন করে তৈরি করা হয়।
আর্মি গলফ কোর্স
বেশ কতকটা জঙ্গল, পাহাড়কে সঙ্গী করে এগোতে হয় বলে আবার খুব পছন্দ হয়েছিল আর্মি গলফ কোর্সটা। পাহাড়ের ওপর ৯ গর্তের গলফ মাঠটা। ক্লাবের রেস্তোরাঁটি বনেদি, তবে খাবার-দাবারের দাম চড়া। এখানে বসে অনেকটা সময় গলফারদের মনের আনন্দে খেলে বেড়াতে দেখেছি মাঠে।
লেপচা জাদুঘর
মূল শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে লেপচা মিউজিয়ামের অবস্থান। এটি একই সঙ্গে একটি সাংস্কৃতিক কেন্দ্রও। স্থানীয়দের ঐতিহ্য সম্পর্কে ধারণা পেতে জায়গাটিতে ভ্রমণ জরুরি। স্থানীয় বাদ্যযন্ত্র, পোশাকসহ নানা সামগ্রী আপনাকে লেপচাদের জীবন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করবে।
মরগান’স হাউস
এখন ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট ডেভেলপমেন্ট করপোরেশনের আওতাধীন পর্যটন বাংলোটি ব্রিটিশ আমলের পুরোনো এক বাংলো। এর নির্মাণশৈলী আপনাকে আকৃষ্ট করবে। তেমনি প্রকৃতিপ্রেমিক হলে ভেতরের নানা জাতের গাছপালা আর পাখিও টানবে। উত্তম কুমার, কিশোর কুমারের মতো মানুষেরা এখানে থেকেছিলেন। শুনে অবাক হবেন ভুতুড়ে হিসেবেও নাম আছে এর।
খাওয়া-দাওয়া ও অন্যান্য
কালিম্পংয়ে খাওয়া নিয়ে আমার একটু ঝামেলা হয়েছে। পুনম অবশ্য ওদের থালিতে বেশ মানিয়ে নিয়েছিল। আমার ওদের ভাতটা খুব শক্ত লেগেছে। তবে রাস্তার ধারে এক দোকানে মমোটা ভালো জমেছিল। রাতে বাজারের পাশের একটা পথ ধরে হেঁটেছি অনেকটা, তখন গা কেমন ছম ছম করেছে নির্জনতায়, এখান থেকেই সবুজ পাহাড়গুলোকে দিনে ভারি সুন্দর লেগেছিল।
এ ছাড়াও কালিম্পংয়ে পাবেন আরও অনেক গুম্ফা, জাদুঘর ইত্যাদি ইত্যাদি। আমরা বাজারের কাছে একটা হোটেলে ওঠায় কিছু সুবিধা পেয়েছি সত্যি, তবে আমি বলব আপনারা একটু নীরব এলাকায় কোনো হোটেল কিংবা হোম স্টেতে উঠবেন, যেখান থেকে পাহাড়রাজ্য এমনকি কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়। অবশ্য দুনিয়ার তৃতীয় উচ্চতম পাহাড়ের দেখা পেতেই হবে তা নয়, এ ছাড়াও কালিম্পংয়ের সবুজ, কখনো বরফে ঢাকা পাহাড়, বনাঞ্চল অনেকই সুন্দর। কালিম্পং থেকে গিয়েছিলাম লাভা। সেখানকার গল্প জমা থাকুক অন্য কোনো দিনের জন্য।
কীভাবে যাবেন
ভারত যাওয়ার জন্য ভিসাটা করে নিতে হবে শুরুতে। বাসে গেলে চেংড়াবান্দা (বাংলাদেশ অংশে বুড়িমারী) হয়ে শিলিগুড়ি যাবেন। এ ছাড়া ট্রেন মিতালী এক্সপ্রেসে করে চলে যেতে পারবেন নিউ জলপাইগুড়ি। জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে জিপ বা বাসে চলে যেতে পারবেন কালিম্পং। সেখান থেকে এক দিনের জন্য গাড়ি ভাড়া করে এই জায়গাগুলি ঘুরে আসতে পারবেন অনায়াসে।
তথ্য সূত্র: ট্রাভেল ট্রায়াঙ্গল

কালিম্পংয়ে ঘুরতে যাবেন যেসব জায়গায়
ভারতের পাহাড়ি শহর কালিম্পং সম্পর্কে ভালোভাবে জানা সমরেশ মজুমদারের অর্জুন সিরিজের বই পড়ে। অর্জুনের সঙ্গে কালিম্পংয়ে ‘সীতাহরণ রহস্যে’ বুঁদ হয়ে ছিলাম রীতিমতো। সেই কালিম্পংয়ে যাওয়া হয় হঠাৎ করেই। দার্জিলিং গিয়েছিলাম। ভ্রমণের তৃতীয় রাতে মনে হলো, কালিম্পং গেলে কেমন হয়! ব্যাস পরদিন সকালেই একটি গাড়ি ভাড়া করে চললাম কালিম্পং। ভ্রমণে আমার সঙ্গী স্ত্রী পুনম, মেয়ে ওয়াফিকা, শাশুড়ি ও খালা শাশুড়ি।
কালিম্পংয়ের পথে
‘ঘুম’ পর্যন্ত পরিচিত পথ মানে তেনজিং নোরগে রোড ধরে চলল গাড়ি। তারপর জোড় বাংলো পেরিয়ে নতুন এক রাস্তায় ঢুকল। এটা পেশক-রিশি রোড। মুহূর্তে বদলে গেল প্রকৃতি। দার্জিলিং এসে সে অর্থে কোনো জঙ্গলে ঢুঁ না মারায় মন ভার ছিল। এখন দেখলাম দুই পাশে গভীর বনানী। উঁচু উঁচু পাইন, বার্চ গাছ দাঁড়িয়ে।
আমাদের চালক হিন্দিতে যা বলল, তা আরও আশা জোগাল মনে। দুই পাশের জঙ্গলে ল্যাপার্ড ও লাল পান্ডা আছে। অনুমান করলাম এই উঁচু পাহাড়ি বনটা সেনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়েরির মধ্যে পড়েছে। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত সেনচাল, ভারতের সবচেয়ে পুরোনো বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর একটি। বড় দুটো লেক আছে জঙ্গলের সীমানায়। দার্জিলিংয়ের অন্য অংশে সিংগালিলার জঙ্গলে লাল পান্ডারা আছে জানি, তবে সেনচালে লাল পান্ডার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারিনি আসার পরও।
গাড়ি চালকের কথা অনুয়ায়ী পথের ওপর ভোরে বা সন্ধ্যার দিকে হরিণ ওঠে আসে। একটু পরেই মোটামুটি মাঝ রাস্তায় বসে ভোজে ব্যস্ত দুই জোড়া বানরের দেখা মিলল। আমাদের দেখে কেবল এক পাশে সরে পড়ল। ওয়াফিকা এদের দেখে, খোলা জানালা পথে মুখ বের করে, চিৎকার জুড়ে দিল। বানরের দল নতুন পাগলের আমদানিতে একটু অবাকই হলো মনে হয়!
পাহাড়ি শহরের দেখা
দুই পাশে পাহাড়, অরণ্যের মাঝ দিয়ে গাড়ি যখন ছুটছিল তখন মনে হচ্ছিল আহ এই পথ যদি শেষ না হতো! কোনো গন্তব্যে পৌঁছার চেয়ে পথের সৌন্দর্যটা কখনোই কম আনন্দদায়ক নয় আমার কাছে। একটু পর গাড়িটা যখন বাঁক নিচ্ছে আশ্চর্য একটা জিনিস খেয়াল করলাম। অনেক দূরে উঁচু পাহাড়ের গায়ে অনেকই বাড়ি ঘর। যেন পাহাড়ের বুকে কোনো শহর। চালককে জিজ্ঞেস করে যে উত্তর পেলাম তাতে চমকালাম, ওটাই সিকিমের রাজধানী গ্যাংটক। একটু পর দূরের আরেক পাহাড়রাজ্যে বাড়ি-ঘর দেখিয়ে নেপালি লোকটা বলল, ওটা কালিম্পং। এরপর আমার চোখ একবার যায় গ্যাংটকের দিকে, আরেকবার কালিম্পংয়ের দিকে।
তিস্তায় মুগ্ধ
পথের চমক এখানেই শেষ হলো না, নেপালি চালক, জানাল সামনে একটা ভিউ পয়েন্ট আছে। ওখান থেকে তিস্তাকে দেখায় অপরূপ! আমরা খুশি মনে নেমে পড়লাম। ডান পাশে পাইনের জঙ্গল। ভিউ পয়েন্টটা একটু উঁচুতে। শান বাধানো এক জায়গা। চারপাশে কয়েকটা দোকান। চা, বিস্কুট, চকলেট এমনকি আশপাশের বাগান থেকে তুলে আনা কমলাও আছে। এক কাপ কফি হাতে এসে দাঁড়ালাম শান বাধানো জায়গাটির কিনারে। সঙ্গে সঙ্গে একটা ধাক্কা খেলাম, এতটাই যে আরেকটু হলে হাত থেকে কাপই পড়ে যেত, বুনো সৌন্দর্যের ধাক্কা।
সবুজ গাছপালায় ঢাকা উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে এঁকেবেঁকে বয়ে চলেছে তিস্তা। কোথাও কোথাও পাহাড়ি নদীর পাড়ে চিকন বালুর রেখা, কোথাও আবার জঙ্গলের মধ্যে ছোট্ট একটা বালিয়াড়ির মতো দেখা যাচ্ছে। ভাবছিলাম ইস যদি ওখানে, ওই জল-পাহাড়ের রাজ্যে কতকটা সময় কাটানো যেত! যেন সম্মোহিত এক মানুষ আমি, চোখ সরাতে পারছিলাম না। তারপর অনিচ্ছা সত্ত্বেও আবার চেপে বসলাম গাড়িতে। আমাদের গোমড়ামুখো কিন্তু ভালোমানুষ চালক এই পর্যায়ে দিল নতুন তথ্য পাহাড়ি নদী তিস্তায় আছে র্যাফটিং করার ব্যবস্থা।
কালিম্পংয়ের সীমানায়
এক সময় নিচে নেমে এলো গাড়ি, তারপর আবার উঠতে শুরু করল, কালিম্পংয়ের দিকে। এদিকটায়ও পথ অনেকই সুন্দর। এক পাশে রাস্তার পরেই পাহাড়, অন্য পাশে ঢালু হয়ে নেমে গেছে জমি, দূরে পাহাড়ের রেখা। আমাদের পাশ কাটিয়ে টুরিস্ট মিনি বাস গেল, জানলাম কালিম্পং-শিলিগুড়ি রোডে চলে ওগুলো। এক সময় ডানে একটা-দুটো বাড়ি-ঘর, হোটেল দেখা যেতে লাগল। বুঝলাম কালিম্পংয়ের সীমানায় চলে এসেছি।
কালিম্পংয়ের বেশি হোটেল-মোটেল বাজারের ধারে, জায়গাটি বেশ ঘিঞ্জি। একটু খুঁজে-পেতে এখানেই একটা হোটেল ঠিক করে ফেলি। ভাড়া ১৮০০ রুপি। নিচে বার থাকায় কড়া একটা গন্ধ সব সময় মাথা ধরিয়ে তুলত আমার। তবে অন্যদের তেমন হেলদোল দেখিনি। এখানে কালিম্পংয়ের আশপাশে বেশ কয়েকটি দ্রষ্টব্য স্থান দেখার জন্য গাড়ি ঠিক করি। কালিম্পং থেকে গাড়িতে চেপে লাভা, ললেগাঁও, রিসপের মতো জায়গায় চলে যাওয়া যায় অনায়াসে। তবে আজ পাঠকদের পরিচয় করিয়ে দিচ্ছে শহরের ভেতরের কিংবা শহরলগোয়া কিছু স্পটের সঙ্গে। এগুলোর বেশিরভাগেই সশরীরে গিয়েছিলাম কালিম্পং ভ্রমণে।
হনুমান মন্দির
হনুমান টেম্পল বা হনুমান মন্দির আমার আর ওয়াফিকার দুজনেরই দারুণ পছন্দ হয়। শহর থেকে খুব একটা দূরে নয়, একেবারে কাছেও নয়। আট কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে তবে পৌঁছাই দেলো পাহাড়ের হনুমান টেম্পলের সামনে। কেউ কেউ চেনেন জায়গাটিকে হনুমান পিক নামে। সিঁড়ি ধরে সোজা পৌঁছে যাওয়া যায় বিশালদেহী হনুমান ভাস্কর্যের কাছে।
তবে সোজা পথটা না ধরে, বেশ কতকটা আঁকাবাঁকা কংক্রিটের ঢালাই দেওয়া ঘুরপথটা ব্যবহার করলে বেশি আনন্দ পাবেন। এখান থেকে চারপাশের পাহাড়রাজ্যের অনেকটাই চোখে পড়ে। একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে দেখার চেয়ে একটু দূর থেকে দেখলেই হনুমানের ওপর সমীহ জাগে বেশি। ২০০৪ সালে উদ্বোধন হওয়া মূর্তিটির উচ্চতা ত্রিশ ফুট।
দুর্গা মন্দির
হনুমান টেম্পলের কাছেই দুর্গা মন্দির। কাজেই দেখার সুযোগ হাতছাড়া করবেন না। সব ধরনের পর্যটকই জায়গাটিতে একবার ঢুঁ মেরে যান। কিছুক্ষণ সময় কাটানোর এর জন্য তুলনা নেই। চারপাশে গাছপালা লাগিয়ে বাগানের মতো করা হয়েছে, সুদৃশ্য একটা ঘণ্টা আছে, আমরা সবাই ওটা বাজালাম, এমনকি ওয়াফিকাকেও উঁচু করে ধরতে হলো। এখান থেকে চারপাশের পাহাড়রাজ্যের অসাধারণ দৃশ্য চোখে পড়ে।
দেলো পার্ক
যাওয়ার পথটা অনেকই সুন্দর। দেলো হিল কালিম্পং শহরের সবচেয়ে উচ্চতম পয়েন্ট। এটি এখানকার সবচেয়ে মশহুর পর্যটনকেন্দ্রগুলোর একটি। পরিষ্কার দিনে হিমালয় পর্বতমালা, আশপাশের রাজ্য এবং রেল্লি ও তিস্তা উপত্যকার গ্রামগুলোর চমৎকার দৃশ্য উপভোগের সুযোগ পাবেন এখান থেকে। এখানে নানা ধরনের রাইডের ব্যবস্থা আছে। এর মধ্যে বিখ্যাত প্যারা গ্লাইডিং।
পাইন ভিউ নার্সারি
আতিশা রোডের এই নার্সারিটি উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকায় পাওয়া যাওয়া হরেক জাতের ক্যাকটাসে ভরপুর। একসঙ্গে এত জাতের কাটার রাজাদের আর কোথাও দেখিনি। কিছুটা সময় কাটিয়েছিলাম এই নার্সারিতে। ওয়াফিকা তো কোনোভাবেই নার্সারি ছেড়ে আসতে রাজি হচ্ছিল না।
মঙ্গলধাম
মঙ্গলধামটাও ঘুরে আসতে ভুলবেন না। মন্দিরটির নির্মাণশৈলী চোখে পড়ার মতো। দুই একর জায়গা নিয়ে মন্দিরটি, ঢোকার মুখেই বাহারি সব বৃক্ষ দেখে মনটা খুশি হয়ে উঠেছিল। ওপরের তলায় মন্দিরের প্রার্থনার জায়গা।
থংসা গুম্ফা
মঙ্গলধামের কাছেই থংসা গুম্ফা। কালিম্পংয়ের সবচেয়ে পুরোনো বৌদ্ধ মন্দির এটি। ভুটান গুম্ফা নামে পরিচিত মনাস্ট্রিটি ১৬৯২ সালে ভুটানের রাজার সরাসরি তত্ত্বাবধানে তৈরি হয়। পরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উনিশ শতকে নতুন করে তৈরি করা হয়।
আর্মি গলফ কোর্স
বেশ কতকটা জঙ্গল, পাহাড়কে সঙ্গী করে এগোতে হয় বলে আবার খুব পছন্দ হয়েছিল আর্মি গলফ কোর্সটা। পাহাড়ের ওপর ৯ গর্তের গলফ মাঠটা। ক্লাবের রেস্তোরাঁটি বনেদি, তবে খাবার-দাবারের দাম চড়া। এখানে বসে অনেকটা সময় গলফারদের মনের আনন্দে খেলে বেড়াতে দেখেছি মাঠে।
লেপচা জাদুঘর
মূল শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে লেপচা মিউজিয়ামের অবস্থান। এটি একই সঙ্গে একটি সাংস্কৃতিক কেন্দ্রও। স্থানীয়দের ঐতিহ্য সম্পর্কে ধারণা পেতে জায়গাটিতে ভ্রমণ জরুরি। স্থানীয় বাদ্যযন্ত্র, পোশাকসহ নানা সামগ্রী আপনাকে লেপচাদের জীবন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করবে।
মরগান’স হাউস
এখন ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট ডেভেলপমেন্ট করপোরেশনের আওতাধীন পর্যটন বাংলোটি ব্রিটিশ আমলের পুরোনো এক বাংলো। এর নির্মাণশৈলী আপনাকে আকৃষ্ট করবে। তেমনি প্রকৃতিপ্রেমিক হলে ভেতরের নানা জাতের গাছপালা আর পাখিও টানবে। উত্তম কুমার, কিশোর কুমারের মতো মানুষেরা এখানে থেকেছিলেন। শুনে অবাক হবেন ভুতুড়ে হিসেবেও নাম আছে এর।
খাওয়া-দাওয়া ও অন্যান্য
কালিম্পংয়ে খাওয়া নিয়ে আমার একটু ঝামেলা হয়েছে। পুনম অবশ্য ওদের থালিতে বেশ মানিয়ে নিয়েছিল। আমার ওদের ভাতটা খুব শক্ত লেগেছে। তবে রাস্তার ধারে এক দোকানে মমোটা ভালো জমেছিল। রাতে বাজারের পাশের একটা পথ ধরে হেঁটেছি অনেকটা, তখন গা কেমন ছম ছম করেছে নির্জনতায়, এখান থেকেই সবুজ পাহাড়গুলোকে দিনে ভারি সুন্দর লেগেছিল।
এ ছাড়াও কালিম্পংয়ে পাবেন আরও অনেক গুম্ফা, জাদুঘর ইত্যাদি ইত্যাদি। আমরা বাজারের কাছে একটা হোটেলে ওঠায় কিছু সুবিধা পেয়েছি সত্যি, তবে আমি বলব আপনারা একটু নীরব এলাকায় কোনো হোটেল কিংবা হোম স্টেতে উঠবেন, যেখান থেকে পাহাড়রাজ্য এমনকি কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়। অবশ্য দুনিয়ার তৃতীয় উচ্চতম পাহাড়ের দেখা পেতেই হবে তা নয়, এ ছাড়াও কালিম্পংয়ের সবুজ, কখনো বরফে ঢাকা পাহাড়, বনাঞ্চল অনেকই সুন্দর। কালিম্পং থেকে গিয়েছিলাম লাভা। সেখানকার গল্প জমা থাকুক অন্য কোনো দিনের জন্য।
কীভাবে যাবেন
ভারত যাওয়ার জন্য ভিসাটা করে নিতে হবে শুরুতে। বাসে গেলে চেংড়াবান্দা (বাংলাদেশ অংশে বুড়িমারী) হয়ে শিলিগুড়ি যাবেন। এ ছাড়া ট্রেন মিতালী এক্সপ্রেসে করে চলে যেতে পারবেন নিউ জলপাইগুড়ি। জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে জিপ বা বাসে চলে যেতে পারবেন কালিম্পং। সেখান থেকে এক দিনের জন্য গাড়ি ভাড়া করে এই জায়গাগুলি ঘুরে আসতে পারবেন অনায়াসে।
তথ্য সূত্র: ট্রাভেল ট্রায়াঙ্গল

আমের মোরব্বা তো বহুবার তৈরি করেছেন। এখন পর্যন্ত যদি জলপাইয়ের মোরব্বা তৈরি না করে থাকেন, তাহলে এখনই শিখে নিন। আপনাদের জন্য জলপাইয়ের ঝাল-মিষ্টি মোরব্বার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
আজ আপনার ভেতরের ‘র্যাম’ একটু বেশি ফাস্ট কাজ করবে, কিন্তু সঠিক পথে নয়। সকালে হয়তো ট্রাফিকের মাঝখানে হঠাৎ মনে হবে, আপনি ফর্মুলা ওয়ান রেসে আছেন। বসের সামনে খুব সিরিয়াস মুখে একটি জ্ঞানগর্ভ কথা বলতে গিয়ে এমন একটি ভুল শব্দ ব্যবহার করে ফেলবেন, যাতে বসের কাশি এসে যাবে। সন্ধ্যায় আপনার অতিরিক্ত এনার্জি দিয়ে
৫ ঘণ্টা আগে
ঋতুর বেদিতে এখন হেমন্ত বাস করছে। আবহাওয়ার কারণেই এই মৌসুমে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকেই অসুখে পড়ছেন। বাড়ির সবাই একসঙ্গে অসুখে পড়ার ঘটনাও যে ঘটছে না, তা কিন্তু নয়। আর এমন হলে বাড়ির সবগুলো ঘর একসঙ্গে যেমন অগোছালো হয়ে যায়, তেমনি বাড়ির উৎফুল্ল ও তরতাজাভাবটাও কেমন উবে যায়।
৬ ঘণ্টা আগে
ক্যামোমাইল এমন এক ভেষজ, যা প্রাচীন গ্রিক যুগ থেকে পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন গ্রিকরা প্রাকৃতিক চিকিৎসায় দক্ষ ছিলেন। তাঁরা জানতেন, এই ভেষজে আছে অ্যাপিজেনিন নামের এক রাসায়নিক উপাদান, যা শরীর শান্ত করে এবং ঘুম ঘুম ভাব আনে।
২০ ঘণ্টা আগেফিচার ডেস্ক

আমের মোরব্বা তো বহুবার তৈরি করেছেন। এখন পর্যন্ত যদি জলপাইয়ের মোরব্বা তৈরি না করে থাকেন, তাহলে এখনই শিখে নিন। আপনাদের জন্য জলপাইয়ের ঝাল-মিষ্টি মোরব্বার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
জলপাই এক কেজি, চিনি এক কাপ, পাঁচফোড়ন এক টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ ও বিট লবণ স্বাদমতো, শুকনা মরিচ ভাজা গুঁড়া এক টেবিল চামচ।
প্রণালি
জলপাই ভালো করে কেচে ধুয়ে নিন। এবার জলপাই আর চিনি মাখিয়ে ম্যারিনেট করে রাখুন এক ঘণ্টা। জলপাই থেকে চিনির পানি বের হলে চুলায় কম তাপে বসিয়ে নেড়েচেড়ে রান্না করুন। ফুটে উঠলে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পাঁচফোড়ন, লবণ ও বিট লবণ দিয়ে রান্না করে হালকা শিরার মতো হয়ে এলে ভাজা শুকনা মরিচের গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিষ্কার জীবাণুমুক্ত কাচের বয়ামে ভরে রাখুন।

আমের মোরব্বা তো বহুবার তৈরি করেছেন। এখন পর্যন্ত যদি জলপাইয়ের মোরব্বা তৈরি না করে থাকেন, তাহলে এখনই শিখে নিন। আপনাদের জন্য জলপাইয়ের ঝাল-মিষ্টি মোরব্বার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
জলপাই এক কেজি, চিনি এক কাপ, পাঁচফোড়ন এক টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ ও বিট লবণ স্বাদমতো, শুকনা মরিচ ভাজা গুঁড়া এক টেবিল চামচ।
প্রণালি
জলপাই ভালো করে কেচে ধুয়ে নিন। এবার জলপাই আর চিনি মাখিয়ে ম্যারিনেট করে রাখুন এক ঘণ্টা। জলপাই থেকে চিনির পানি বের হলে চুলায় কম তাপে বসিয়ে নেড়েচেড়ে রান্না করুন। ফুটে উঠলে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পাঁচফোড়ন, লবণ ও বিট লবণ দিয়ে রান্না করে হালকা শিরার মতো হয়ে এলে ভাজা শুকনা মরিচের গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিষ্কার জীবাণুমুক্ত কাচের বয়ামে ভরে রাখুন।

ভারতের পাহাড়ি শহর কালিম্পং সম্পর্কে ভালোভাবে জানা সমরেশ মজুমদারের অর্জুন সিরিজের বই পড়ে। সেই কালিম্পংয়ে যাওয়া হয় হঠাৎ করেই। দার্জিলিং গিয়েছিলাম। ভ্রমণের তৃতীয় রাতে মনে হলো, কালিম্পং গেলে কেমন হয়! ব্যাস পরদিন সকালেই একটি গাড়ি ভাড়া করে চললাম কালিম্পং। সেখানকার চমৎকার কিছু জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব
৩০ মার্চ ২০২৩
আজ আপনার ভেতরের ‘র্যাম’ একটু বেশি ফাস্ট কাজ করবে, কিন্তু সঠিক পথে নয়। সকালে হয়তো ট্রাফিকের মাঝখানে হঠাৎ মনে হবে, আপনি ফর্মুলা ওয়ান রেসে আছেন। বসের সামনে খুব সিরিয়াস মুখে একটি জ্ঞানগর্ভ কথা বলতে গিয়ে এমন একটি ভুল শব্দ ব্যবহার করে ফেলবেন, যাতে বসের কাশি এসে যাবে। সন্ধ্যায় আপনার অতিরিক্ত এনার্জি দিয়ে
৫ ঘণ্টা আগে
ঋতুর বেদিতে এখন হেমন্ত বাস করছে। আবহাওয়ার কারণেই এই মৌসুমে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকেই অসুখে পড়ছেন। বাড়ির সবাই একসঙ্গে অসুখে পড়ার ঘটনাও যে ঘটছে না, তা কিন্তু নয়। আর এমন হলে বাড়ির সবগুলো ঘর একসঙ্গে যেমন অগোছালো হয়ে যায়, তেমনি বাড়ির উৎফুল্ল ও তরতাজাভাবটাও কেমন উবে যায়।
৬ ঘণ্টা আগে
ক্যামোমাইল এমন এক ভেষজ, যা প্রাচীন গ্রিক যুগ থেকে পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন গ্রিকরা প্রাকৃতিক চিকিৎসায় দক্ষ ছিলেন। তাঁরা জানতেন, এই ভেষজে আছে অ্যাপিজেনিন নামের এক রাসায়নিক উপাদান, যা শরীর শান্ত করে এবং ঘুম ঘুম ভাব আনে।
২০ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

মেষ
আজ আপনার ভেতরের ‘র্যাম’ একটু বেশি ফাস্ট কাজ করবে, কিন্তু সঠিক পথে নয়। সকালে হয়তো ট্রাফিকের মাঝখানে হঠাৎ মনে হবে, আপনি ফর্মুলা ওয়ান রেসে আছেন। বসের সামনে খুব সিরিয়াস মুখে একটি জ্ঞানগর্ভ কথা বলতে গিয়ে এমন একটি ভুল শব্দ ব্যবহার করে ফেলবেন, যাতে বসের কাশি এসে যাবে। সন্ধ্যায় আপনার অতিরিক্ত এনার্জি দিয়ে বন্ধুদের এমন একটি সমস্যার সমাধান করে দেবেন, যা আদতে তাদের সমস্যাই ছিল না, ছিল স্রেফ তাদের আলস্য। সাবধান! আজ অনলাইনে কিছু অর্ডার করার আগে দুবার ভাবুন। না হলে হয়তো দেখবেন, শাড়ি কিনতে গিয়ে ভুল করে একটা সাইকেল পাম্প কিনে ফেলেছেন। গুরুত্বপূর্ণ আলোচনা চলার সময় পকেটে হাত দিয়ে খুঁজে দেখবেন, চশমাটা কি মাথায় আছে? (অবশ্যই আছে!)
বৃষ
আজ সারা দিন মন আর পেট—এই দুইয়ের মধ্যে একটি মহাযুদ্ধ চলবে। প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে ডায়েট করবেন, কিন্তু প্রতি এক ঘণ্টা অন্তর ফ্রিজের দরজা আপনাআপনি খুলে যাবে। অফিসের ক্যানটিনে কেউ মিষ্টি আনলে চোখ হবে শিকারি বাজের মতো। অর্থভাগ্য মোটামুটি, তবে শখের বশে এমন একটি জিনিস কিনবেন, যা পরে দেখে মনে হবে, এই টাকা দিয়ে অন্তত ১০টা রসগোল্লা খাওয়া যেত। কাউকে ধার দেওয়ার আগে সতর্ক হন। নাহলে সেই টাকা ফেরত পাওয়ার জন্য হয়তো আপনাকে মঙ্গল গ্রহের টিকিট বুক করতে হবে। ডায়েটের জন্য শুধু এক চামচ ভাত মুখে নিয়ে বাকিটা প্লেটে এমনভাবে সাজিয়ে রাখবেন, যেন সেটা আর্ট গ্যালারির বস্তু!
মিথুন
আজ আপনি এক নন, যেন দুটি মানুষ! আপনার মন একটি জিনিস ভাববে, মুখ দিয়ে বেরোবে অন্যটা। ফলে বন্ধু বা প্রেমিকার সঙ্গে যোগাযোগে মারাত্মক ভুল-বোঝাবুঝি হতে পারে। হয়তো বলতে চাইবেন, ‘আমি তোমাকে ভালোবাসি’, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, ‘তোমার জুতোটা খুব পছন্দ হয়েছে।’ কেউ আজ আপনার কাছে গোপন কথা ফাঁস করতে এলে তার কথা মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু তারপর অজান্তেই সেই গোপন কথা অন্য এক বন্ধুর কাছে বলে ফেলবেন—‘আচ্ছা, তুই কি জানিস, কী হইছে?’ একই সময়ে দুটি ভিন্ন প্ল্যান করার চেষ্টা করবেন—যার একটি থাকবে পাহাড়ে চড়ার, অন্যটি সোফায় শুয়ে সিনেমা দেখার।
কর্কট
আজ সংবেদনশীলতা চরমে থাকবে। সামান্য মশারি টানানো নিয়েও আবেগে চোখ ভিজে আসতে পারে। দুপুরে বস ফোন করে ‘হ্যালো’ বললেই মনে হবে, তিনি নিশ্চয় আপনাকে বরখাস্ত করতে চলেছেন। সারা দিন ধরে নিজের অতীত নিয়ে একটি করুণ সিনেমা বানাবেন মনে মনে, যার প্রধান চরিত্রে থাকবেন নিজেই। সন্ধ্যায় মায়ের কাছে ফোন করে একটু বেশিই ন্যাকামো করবেন। তবে সাবধানে থাকুন, শ্বশুরবাড়ির কেউ আজ আপনার ওপর অতিরিক্ত নির্ভরশীল হতে পারে। তাদের জন্য বাজার করতে গিয়ে পকেটে টান পড়তে পারে। চায়ে চিনি না দিয়ে ভুলে লবণ দিয়ে ফেলবেন এবং ভাববেন, ‘আজকের দিনটা কেন এত তিতকুটে লাগছে!’
সিংহ
আজ আপনার প্রয়োজন হবে ‘স্পটলাইট’। আপনি যেখানেই যাবেন, সেখানেই চাইবেন সবাই আপনার দিকে তাকাক। অফিসে নিজের কাজ শেষ করে অন্যের ফাইল নিয়ে বসবেন এবং প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনিই আসল বস। সন্ধ্যায় কোনো পার্টি বা অনুষ্ঠানে গেলে এমন একটি পোশাক পরবেন, যা একটু বেশিই ঝলমলে। সবাই আপনার প্রশংসা করবে ঠিকই, কিন্তু আড়ালে ফিসফিস করবে আপনার ‘অতি-নাটুকে’ ফ্যাশন সেন্স নিয়ে। কেউ আপনার কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানালে, বাঘের মতো গর্জন করবেন—তবে মনে মনে। কফির কাপ হাতে নিয়ে এমনভাবে হেঁটে যাবেন, যেন কোনো ফ্যাশন র্যাম্পে ক্যাটওয়াক করছেন।
কন্যা
আজ আপনার ভেতরে লুকিয়ে থাকা পরিচ্ছন্নতাকর্মী জেগে উঠবে। অন্যের টেবিলের এলোমেলো কাগজ দেখে রক্তচাপ বেড়ে যাবে। আজ আপনি এমন একটি সূক্ষ্ম ভুল ধরবেন, যা বস বা সহকর্মী তো দূরের কথা, গুগলও খুঁজে বের করতে পারবে না। বাড়িতে কেউ সামান্য ন্যাপকিন ভাঁজ করতে ভুল করলেও আপনি এক ঘণ্টার একটি ‘কেন এই ভুল’ লেকচার দিতে পারেন। তবে এই অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের জন্য নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো আজ পিছিয়ে যেতে পারে। একটু ঢিলে দিন, জীবন এতটা পারফেক্ট হতে পারে না! ফ্রিজের ভেতরে কোন সবজিটা আগে পচে যেতে পারে, তা নিয়ে দীর্ঘ গবেষণা চালাবেন।
তুলা
আজ আপনি হবেন ন্যায়ের প্রতীক—কিন্তু দুটি সমান গুরুত্বের জিনিসের মধ্যে কোনটা বেশি ন্যায্য, তা বুঝতে সারা দিন কেটে যাবে। প্রেমিক/প্রেমিকার সঙ্গে কথা বলতে গিয়ে একবার মনে হবে, এটাই সঠিক, পরক্ষণেই মনে হবে, উল্টোটাই ঠিক ছিল। বন্ধুদের আড্ডায় দুটি পক্ষের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে এমন মন্তব্য করবেন, যা শেষমেশ আপনাকে তৃতীয় পক্ষ হিসেবে আরও বড় বিপদে ফেলবে। সন্ধ্যায় শপিং করতে গেলে একই রঙের দুটি জামার মধ্যে কোনটি ভালো, তা নিয়ে দোকানেই একটি মিনি-জরিপ চালু করে দেবেন। দুপুরে কী খাবেন—বিরিয়ানি না ভাত? এই সিদ্ধান্ত নিতেই আপনার লঞ্চ আওয়ার শেষ হয়ে যাবে।
বৃশ্চিক
আজ চারপাশের সবাই মনে করবে আপনি কোনো গভীর ষড়যন্ত্রে ব্যস্ত। আপনার সামান্য নীরবতা বা একটি তীক্ষ্ণ দৃষ্টিও অন্যের মনে সন্দেহ সৃষ্টি করবে। অফিসে সহকর্মীর দিকে একবার তাকালেই সে ঘাবড়ে গিয়ে ভাববে, তার গোপন ফাইল নিশ্চয় আপনি হ্যাক করে ফেলেছেন। ব্যক্তিগত জীবনকে এতটাই রহস্যময় করে রাখবেন যে, আপনার মাও আপনার সম্পর্কে জানতে গুগলে সার্চ করতে শুরু করতে পারেন। তবে সাবধানে থাকুন, অতিরিক্ত রহস্যময়তা আজ আপনাকে হাস্যকর পরিস্থিতিতে ফেলতে পারে। লিফটে কারোর দিকে না তাকিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত এমনভাবে তাকাবেন, যেন আপনি তার শরীরের এক্স-রে করছেন। এই বোকামিটা করবেন না।
ধনু
আজ সবকিছুর মধ্যেই মজা খুঁজে নিতে চাইবেন। অতিরিক্ত আশাবাদ আজ আপনাকে এমন কিছু কথা বলিয়ে দেবে, যা শুনে অন্যরা হতবাক হয়ে যাবে। অফিসের ফরমাল মিটিংয়ে হয়তো বলে বসবেন, ‘চলুন, কাজ ফেলে আমরা সবাই মিলে একবার কফি খেতে যাই, কাজ তো আর বয়ে যাচ্ছে না!’ ভ্রমণের জন্য মন ছটফট করবে, আর যদি কোনো কারণে সেই প্ল্যান ভেস্তে যায়, তবে আপনার সব দুঃখ ট্রাভেল ব্লগে লিখে নিজের ওপর নিজেই হাসবেন। এই সরলতা এবং হাসিখুশি মনোভাবই আজ আপনার সবচেয়ে বড় শক্তি।
কোনো বন্ধুর বাড়িতে গিয়ে দরজা খোলা পেতেই আপনি ভাবতে শুরু করবেন, নিশ্চয় সে আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দরজা খোলা রেখেছে! কিন্তু তা নয়।
মকর
আজ সকাল থেকেই নিজেকে একজন রোবট হিসেবে কল্পনা করবেন। মাথায় শুধু কাজ আর টাকা। আবেগের জন্য আজ কোনো স্পেস নেই। বসের সামনে এতটাই সিরিয়াস থাকবেন যে বস মজা করেও কিছু বলতে সাহস পাবেন না। খরচ করার সময় আপনার হাত কাঁপবে, মনে হবে প্রতিটি পয়সা যেন জীবন থেকে চলে যাচ্ছে। বন্ধুর জন্মদিনের উপহার কেনার সময়ও ক্যালকুলেটরে হিসাব করবেন, কত টাকা সে আপনাকে ভবিষ্যতে ফেরত দিতে পারে। একটু আরাম করুন! কাজের বাইরেও একটি জগৎ আছে। স্বপ্ন দেখবেন যে অফিসের প্রমোশন লেটার খাচ্ছেন। কারণ, তাতে ল্যাভেন্ডার ফুলের গন্ধ!
কুম্ভ
আজ মস্তিষ্ক হবে অদ্ভুত সব ধারণার একটি আশ্চর্য ল্যাবরেটরি। এমন সব সমাধান নিয়ে আসবেন, যা অন্যরা বুঝতেই পারবে না। বন্ধুকে একটি সহজ সমস্যা সমাধানের জন্য এমনভাবে পরামর্শ দেবেন যে, সে আরও বিভ্রান্ত হয়ে যাবে। আপনার মনে হবে, আপনি একজন মহান সমাজসংস্কারক, কিন্তু দিনের শেষে হয়তো দেখবেন, আপনি শুধু আপনার বাড়ির পোষা বিড়ালটির জন্য নতুন ধরনের খাবার তৈরির পদ্ধতি আবিষ্কার করেছেন। সন্ধ্যায় আপনার এই অদ্ভুত মেজাজের কারণে জীবনসঙ্গী বা বন্ধুরা একটু বিরক্ত হতে পারে। গাধার আত্মবিশ্বাস পেয়ে বসবে—পুরোনো ছেঁড়া মোজা দিয়ে কীভাবে একটি সোলার পাওয়ারড রোবট বানানো যায়, সেই তত্ত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করবেন।
মীন
আজ দিনের অনেকটা সময় স্বপ্নের জগতে ভেসে বেড়াবেন। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেবেন গভীর মনোযোগের সঙ্গে, কিন্তু সেই উত্তর হবে আপনার কল্পনার রাজ্যের কোনো বিষয় নিয়ে। ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দেওয়ার সময় হয়তো হঠাৎ মনে পড়ে যাবে, কী দারুণ একটি গল্প লিখতে পারতেন! ফলে প্রেজেন্টেশনে মনোযোগ থাকবে ৪০ শতাংশ, বাকি ৬০ শতাংশ থাকবে কল্পনার রাজ্যে। সন্ধ্যায় নিজের চাবি, মোবাইল বা মানিব্যাগ এমন জায়গায় রাখবেন, যা কল্পনাও করতে পারেননি; যেমন ফ্রিজের ডিমের ট্রেতে। সিনেমা দেখতে গিয়ে কাহিনির এমন একটি অংশে আবেগে ভেসে যাবেন, যা আদতে বিজ্ঞাপন বিরতি ছিল!

মেষ
আজ আপনার ভেতরের ‘র্যাম’ একটু বেশি ফাস্ট কাজ করবে, কিন্তু সঠিক পথে নয়। সকালে হয়তো ট্রাফিকের মাঝখানে হঠাৎ মনে হবে, আপনি ফর্মুলা ওয়ান রেসে আছেন। বসের সামনে খুব সিরিয়াস মুখে একটি জ্ঞানগর্ভ কথা বলতে গিয়ে এমন একটি ভুল শব্দ ব্যবহার করে ফেলবেন, যাতে বসের কাশি এসে যাবে। সন্ধ্যায় আপনার অতিরিক্ত এনার্জি দিয়ে বন্ধুদের এমন একটি সমস্যার সমাধান করে দেবেন, যা আদতে তাদের সমস্যাই ছিল না, ছিল স্রেফ তাদের আলস্য। সাবধান! আজ অনলাইনে কিছু অর্ডার করার আগে দুবার ভাবুন। না হলে হয়তো দেখবেন, শাড়ি কিনতে গিয়ে ভুল করে একটা সাইকেল পাম্প কিনে ফেলেছেন। গুরুত্বপূর্ণ আলোচনা চলার সময় পকেটে হাত দিয়ে খুঁজে দেখবেন, চশমাটা কি মাথায় আছে? (অবশ্যই আছে!)
বৃষ
আজ সারা দিন মন আর পেট—এই দুইয়ের মধ্যে একটি মহাযুদ্ধ চলবে। প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে ডায়েট করবেন, কিন্তু প্রতি এক ঘণ্টা অন্তর ফ্রিজের দরজা আপনাআপনি খুলে যাবে। অফিসের ক্যানটিনে কেউ মিষ্টি আনলে চোখ হবে শিকারি বাজের মতো। অর্থভাগ্য মোটামুটি, তবে শখের বশে এমন একটি জিনিস কিনবেন, যা পরে দেখে মনে হবে, এই টাকা দিয়ে অন্তত ১০টা রসগোল্লা খাওয়া যেত। কাউকে ধার দেওয়ার আগে সতর্ক হন। নাহলে সেই টাকা ফেরত পাওয়ার জন্য হয়তো আপনাকে মঙ্গল গ্রহের টিকিট বুক করতে হবে। ডায়েটের জন্য শুধু এক চামচ ভাত মুখে নিয়ে বাকিটা প্লেটে এমনভাবে সাজিয়ে রাখবেন, যেন সেটা আর্ট গ্যালারির বস্তু!
মিথুন
আজ আপনি এক নন, যেন দুটি মানুষ! আপনার মন একটি জিনিস ভাববে, মুখ দিয়ে বেরোবে অন্যটা। ফলে বন্ধু বা প্রেমিকার সঙ্গে যোগাযোগে মারাত্মক ভুল-বোঝাবুঝি হতে পারে। হয়তো বলতে চাইবেন, ‘আমি তোমাকে ভালোবাসি’, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, ‘তোমার জুতোটা খুব পছন্দ হয়েছে।’ কেউ আজ আপনার কাছে গোপন কথা ফাঁস করতে এলে তার কথা মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু তারপর অজান্তেই সেই গোপন কথা অন্য এক বন্ধুর কাছে বলে ফেলবেন—‘আচ্ছা, তুই কি জানিস, কী হইছে?’ একই সময়ে দুটি ভিন্ন প্ল্যান করার চেষ্টা করবেন—যার একটি থাকবে পাহাড়ে চড়ার, অন্যটি সোফায় শুয়ে সিনেমা দেখার।
কর্কট
আজ সংবেদনশীলতা চরমে থাকবে। সামান্য মশারি টানানো নিয়েও আবেগে চোখ ভিজে আসতে পারে। দুপুরে বস ফোন করে ‘হ্যালো’ বললেই মনে হবে, তিনি নিশ্চয় আপনাকে বরখাস্ত করতে চলেছেন। সারা দিন ধরে নিজের অতীত নিয়ে একটি করুণ সিনেমা বানাবেন মনে মনে, যার প্রধান চরিত্রে থাকবেন নিজেই। সন্ধ্যায় মায়ের কাছে ফোন করে একটু বেশিই ন্যাকামো করবেন। তবে সাবধানে থাকুন, শ্বশুরবাড়ির কেউ আজ আপনার ওপর অতিরিক্ত নির্ভরশীল হতে পারে। তাদের জন্য বাজার করতে গিয়ে পকেটে টান পড়তে পারে। চায়ে চিনি না দিয়ে ভুলে লবণ দিয়ে ফেলবেন এবং ভাববেন, ‘আজকের দিনটা কেন এত তিতকুটে লাগছে!’
সিংহ
আজ আপনার প্রয়োজন হবে ‘স্পটলাইট’। আপনি যেখানেই যাবেন, সেখানেই চাইবেন সবাই আপনার দিকে তাকাক। অফিসে নিজের কাজ শেষ করে অন্যের ফাইল নিয়ে বসবেন এবং প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনিই আসল বস। সন্ধ্যায় কোনো পার্টি বা অনুষ্ঠানে গেলে এমন একটি পোশাক পরবেন, যা একটু বেশিই ঝলমলে। সবাই আপনার প্রশংসা করবে ঠিকই, কিন্তু আড়ালে ফিসফিস করবে আপনার ‘অতি-নাটুকে’ ফ্যাশন সেন্স নিয়ে। কেউ আপনার কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানালে, বাঘের মতো গর্জন করবেন—তবে মনে মনে। কফির কাপ হাতে নিয়ে এমনভাবে হেঁটে যাবেন, যেন কোনো ফ্যাশন র্যাম্পে ক্যাটওয়াক করছেন।
কন্যা
আজ আপনার ভেতরে লুকিয়ে থাকা পরিচ্ছন্নতাকর্মী জেগে উঠবে। অন্যের টেবিলের এলোমেলো কাগজ দেখে রক্তচাপ বেড়ে যাবে। আজ আপনি এমন একটি সূক্ষ্ম ভুল ধরবেন, যা বস বা সহকর্মী তো দূরের কথা, গুগলও খুঁজে বের করতে পারবে না। বাড়িতে কেউ সামান্য ন্যাপকিন ভাঁজ করতে ভুল করলেও আপনি এক ঘণ্টার একটি ‘কেন এই ভুল’ লেকচার দিতে পারেন। তবে এই অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের জন্য নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো আজ পিছিয়ে যেতে পারে। একটু ঢিলে দিন, জীবন এতটা পারফেক্ট হতে পারে না! ফ্রিজের ভেতরে কোন সবজিটা আগে পচে যেতে পারে, তা নিয়ে দীর্ঘ গবেষণা চালাবেন।
তুলা
আজ আপনি হবেন ন্যায়ের প্রতীক—কিন্তু দুটি সমান গুরুত্বের জিনিসের মধ্যে কোনটা বেশি ন্যায্য, তা বুঝতে সারা দিন কেটে যাবে। প্রেমিক/প্রেমিকার সঙ্গে কথা বলতে গিয়ে একবার মনে হবে, এটাই সঠিক, পরক্ষণেই মনে হবে, উল্টোটাই ঠিক ছিল। বন্ধুদের আড্ডায় দুটি পক্ষের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে এমন মন্তব্য করবেন, যা শেষমেশ আপনাকে তৃতীয় পক্ষ হিসেবে আরও বড় বিপদে ফেলবে। সন্ধ্যায় শপিং করতে গেলে একই রঙের দুটি জামার মধ্যে কোনটি ভালো, তা নিয়ে দোকানেই একটি মিনি-জরিপ চালু করে দেবেন। দুপুরে কী খাবেন—বিরিয়ানি না ভাত? এই সিদ্ধান্ত নিতেই আপনার লঞ্চ আওয়ার শেষ হয়ে যাবে।
বৃশ্চিক
আজ চারপাশের সবাই মনে করবে আপনি কোনো গভীর ষড়যন্ত্রে ব্যস্ত। আপনার সামান্য নীরবতা বা একটি তীক্ষ্ণ দৃষ্টিও অন্যের মনে সন্দেহ সৃষ্টি করবে। অফিসে সহকর্মীর দিকে একবার তাকালেই সে ঘাবড়ে গিয়ে ভাববে, তার গোপন ফাইল নিশ্চয় আপনি হ্যাক করে ফেলেছেন। ব্যক্তিগত জীবনকে এতটাই রহস্যময় করে রাখবেন যে, আপনার মাও আপনার সম্পর্কে জানতে গুগলে সার্চ করতে শুরু করতে পারেন। তবে সাবধানে থাকুন, অতিরিক্ত রহস্যময়তা আজ আপনাকে হাস্যকর পরিস্থিতিতে ফেলতে পারে। লিফটে কারোর দিকে না তাকিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত এমনভাবে তাকাবেন, যেন আপনি তার শরীরের এক্স-রে করছেন। এই বোকামিটা করবেন না।
ধনু
আজ সবকিছুর মধ্যেই মজা খুঁজে নিতে চাইবেন। অতিরিক্ত আশাবাদ আজ আপনাকে এমন কিছু কথা বলিয়ে দেবে, যা শুনে অন্যরা হতবাক হয়ে যাবে। অফিসের ফরমাল মিটিংয়ে হয়তো বলে বসবেন, ‘চলুন, কাজ ফেলে আমরা সবাই মিলে একবার কফি খেতে যাই, কাজ তো আর বয়ে যাচ্ছে না!’ ভ্রমণের জন্য মন ছটফট করবে, আর যদি কোনো কারণে সেই প্ল্যান ভেস্তে যায়, তবে আপনার সব দুঃখ ট্রাভেল ব্লগে লিখে নিজের ওপর নিজেই হাসবেন। এই সরলতা এবং হাসিখুশি মনোভাবই আজ আপনার সবচেয়ে বড় শক্তি।
কোনো বন্ধুর বাড়িতে গিয়ে দরজা খোলা পেতেই আপনি ভাবতে শুরু করবেন, নিশ্চয় সে আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দরজা খোলা রেখেছে! কিন্তু তা নয়।
মকর
আজ সকাল থেকেই নিজেকে একজন রোবট হিসেবে কল্পনা করবেন। মাথায় শুধু কাজ আর টাকা। আবেগের জন্য আজ কোনো স্পেস নেই। বসের সামনে এতটাই সিরিয়াস থাকবেন যে বস মজা করেও কিছু বলতে সাহস পাবেন না। খরচ করার সময় আপনার হাত কাঁপবে, মনে হবে প্রতিটি পয়সা যেন জীবন থেকে চলে যাচ্ছে। বন্ধুর জন্মদিনের উপহার কেনার সময়ও ক্যালকুলেটরে হিসাব করবেন, কত টাকা সে আপনাকে ভবিষ্যতে ফেরত দিতে পারে। একটু আরাম করুন! কাজের বাইরেও একটি জগৎ আছে। স্বপ্ন দেখবেন যে অফিসের প্রমোশন লেটার খাচ্ছেন। কারণ, তাতে ল্যাভেন্ডার ফুলের গন্ধ!
কুম্ভ
আজ মস্তিষ্ক হবে অদ্ভুত সব ধারণার একটি আশ্চর্য ল্যাবরেটরি। এমন সব সমাধান নিয়ে আসবেন, যা অন্যরা বুঝতেই পারবে না। বন্ধুকে একটি সহজ সমস্যা সমাধানের জন্য এমনভাবে পরামর্শ দেবেন যে, সে আরও বিভ্রান্ত হয়ে যাবে। আপনার মনে হবে, আপনি একজন মহান সমাজসংস্কারক, কিন্তু দিনের শেষে হয়তো দেখবেন, আপনি শুধু আপনার বাড়ির পোষা বিড়ালটির জন্য নতুন ধরনের খাবার তৈরির পদ্ধতি আবিষ্কার করেছেন। সন্ধ্যায় আপনার এই অদ্ভুত মেজাজের কারণে জীবনসঙ্গী বা বন্ধুরা একটু বিরক্ত হতে পারে। গাধার আত্মবিশ্বাস পেয়ে বসবে—পুরোনো ছেঁড়া মোজা দিয়ে কীভাবে একটি সোলার পাওয়ারড রোবট বানানো যায়, সেই তত্ত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করবেন।
মীন
আজ দিনের অনেকটা সময় স্বপ্নের জগতে ভেসে বেড়াবেন। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেবেন গভীর মনোযোগের সঙ্গে, কিন্তু সেই উত্তর হবে আপনার কল্পনার রাজ্যের কোনো বিষয় নিয়ে। ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দেওয়ার সময় হয়তো হঠাৎ মনে পড়ে যাবে, কী দারুণ একটি গল্প লিখতে পারতেন! ফলে প্রেজেন্টেশনে মনোযোগ থাকবে ৪০ শতাংশ, বাকি ৬০ শতাংশ থাকবে কল্পনার রাজ্যে। সন্ধ্যায় নিজের চাবি, মোবাইল বা মানিব্যাগ এমন জায়গায় রাখবেন, যা কল্পনাও করতে পারেননি; যেমন ফ্রিজের ডিমের ট্রেতে। সিনেমা দেখতে গিয়ে কাহিনির এমন একটি অংশে আবেগে ভেসে যাবেন, যা আদতে বিজ্ঞাপন বিরতি ছিল!

ভারতের পাহাড়ি শহর কালিম্পং সম্পর্কে ভালোভাবে জানা সমরেশ মজুমদারের অর্জুন সিরিজের বই পড়ে। সেই কালিম্পংয়ে যাওয়া হয় হঠাৎ করেই। দার্জিলিং গিয়েছিলাম। ভ্রমণের তৃতীয় রাতে মনে হলো, কালিম্পং গেলে কেমন হয়! ব্যাস পরদিন সকালেই একটি গাড়ি ভাড়া করে চললাম কালিম্পং। সেখানকার চমৎকার কিছু জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব
৩০ মার্চ ২০২৩
আমের মোরব্বা তো বহুবার তৈরি করেছেন। এখন পর্যন্ত যদি জলপাইয়ের মোরব্বা তৈরি না করে থাকেন, তাহলে এখনই শিখে নিন। আপনাদের জন্য জলপাইয়ের ঝাল-মিষ্টি মোরব্বার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
ঋতুর বেদিতে এখন হেমন্ত বাস করছে। আবহাওয়ার কারণেই এই মৌসুমে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকেই অসুখে পড়ছেন। বাড়ির সবাই একসঙ্গে অসুখে পড়ার ঘটনাও যে ঘটছে না, তা কিন্তু নয়। আর এমন হলে বাড়ির সবগুলো ঘর একসঙ্গে যেমন অগোছালো হয়ে যায়, তেমনি বাড়ির উৎফুল্ল ও তরতাজাভাবটাও কেমন উবে যায়।
৬ ঘণ্টা আগে
ক্যামোমাইল এমন এক ভেষজ, যা প্রাচীন গ্রিক যুগ থেকে পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন গ্রিকরা প্রাকৃতিক চিকিৎসায় দক্ষ ছিলেন। তাঁরা জানতেন, এই ভেষজে আছে অ্যাপিজেনিন নামের এক রাসায়নিক উপাদান, যা শরীর শান্ত করে এবং ঘুম ঘুম ভাব আনে।
২০ ঘণ্টা আগেফিচার ডেস্ক

ঋতুর বেদিতে এখন হেমন্ত বাস করছে। আবহাওয়ার কারণেই এই মৌসুমে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকেই অসুখে পড়ছেন। বাড়ির সবাই একসঙ্গে অসুখে পড়ার ঘটনাও যে ঘটছে না, তা কিন্তু নয়। আর এমন হলে বাড়ির সবগুলো ঘর একসঙ্গে যেমন অগোছালো হয়ে যায়, তেমনি বাড়ির উৎফুল্ল ও তরতাজাভাবটাও কেমন উবে যায়। ঘরের যেদিকেই চোখ পড়ে, সেদিকেই অগোছালোভাব। ঘরদোর পরিপাটি না থাকলে বা নোংরা হলে অনেকেই আবার তীব্র অ্যাংজাইটিতে ভোগেন। তখন কোনো কাজেই ঠিকঠাক মন বসানো যায় না। তাই অসুখ সেরে ওঠার পর ঘরে ইতিবাচক শক্তি ফিরিয়ে আনতে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই কাজগুলো করতে পারেন, যা ঘরকে তো পরিপাটি করে তুলবেই; আপনিও প্রাণশক্তি ফিরে পাবেন। বাস্তুশাস্ত্র সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই। তা-ও বলে রাখি, এটি মূলত প্রাচীন ভারতীয় স্থাপত্য এবং নকশাব্যবস্থা; যা মেনে সাজালে ঘরে সুখ, আয়, সুস্বাস্থ্য ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
ঘরের অস্বাস্থ্যকর বাতাস বের হতে দিন
ঘরের অস্বাস্থ্যকর বাতাস দূর করার সবচেয়ে সহজ উপায় হলো, বাতাস চলাচলের জন্য জানালা খুলে রাখা। এতে ঘরের গুমোটভাবটা কেটে যাবে। ঘর হয়ে উঠবে ফুরফুরে।

দেয়ালে একাধিক আয়না লাগান
ঘরের উৎফুল্লভাব ফিরিয়ে আনতে দেয়ালে আয়না সেটে দিতে পারেন। এতে জানালা দিয়ে আলো প্রবেশ করে তা আয়নার মধ্য় দিয়ে প্রতিফলিত হয়ে পুরো ঘরে ছড়িয়ে যাবে। বাস্তুমতে, বাড়িতে দেয়ালে আয়না লাগানো হলে নেতিবাচক শক্তি দূর হয়। তবে শোয়ার ঘরে আয়না রাখার ক্ষেত্রে একটু সতর্ক থাকা চাই। বিছানার অপর পাশে আয়না না রাখার নির্দেশ রয়েছে বাস্তুশাস্ত্রে। রাখলেও তা পর্দা দিয়ে ঢেকে রাখা চাই।
অদ্ভুত পেইন্টিং সরিয়ে ফেলুন
মানসিক উত্তেজনা সৃষ্টি করে এমন পেইন্টিং বাড়িতে থেকে থাকলে, তা সরিয়ে ফেলুন। বাড়িতে যদি প্রতিদ্বন্দ্বিতা বা শোক প্রকাশ পায়—এমন কোনো পেইন্টিং থাকে তাহলে অ্যাংজাইটি আরও বাড়তে পারে।
ঘর মোছার পানিতে লবণ ব্যবহার করুন
লবণকে বলা হয় প্রাকৃতিক পরিষ্কারক। রোগ থেকে সেরে ওঠার পর ঘর মোছার পানিতে এক টেবিল চামচ লবণ ফেলে পুরো বাড়ির মেঝে মুছে নিন। এতে জীবাণু তো দূর হবেই, মেঝেও হবে ঝকঝকে। ঘরে দুর্গন্ধ থাকলে তা-ও কেটে যাবে।
দরজায় পিতলের ঘণ্টা ঝুলিয়ে রাখুন
বাড়িতে প্রবেশের দরজায় একটি পিতলের ঘণ্টা ঝুলিয়ে রাখতে পারেন। ঘণ্টার শব্দ মনকে প্রশান্ত করে। মুড ভালো রাখতে ও ঘরে প্রাণ ফিরিয়ে আনতে ঘণ্টার ধ্বনি সত্য়িই কার্যকরী ভূমিকা রাখে।

দেয়ালে হলুদ রং করুন
চোখ কপালে উঠল তো! হলুদের মধ্য়েও কিন্তু অনেক সুন্দর শেড রয়েছে। যে শেডগুলো করলে ঘরে একটা তরতাজাভাব ফিরে আসবে। ইদানীং মাস্টার্ড ইয়েলো রং করাচ্ছেন অনেকে বারান্দায় বা ঘরের কোনো একটা ফিচার ওয়ালে। এতে ঘরের প্রাণহীনভাবটাও দূর হচ্ছে, সঙ্গে ঘর হয়ে উঠছে আনন্দ ও কর্মশক্তির প্রেরণা।
ভাঙা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন
পুরোনো চেয়ার থেকে শুরু করে কলম পর্যন্ত, যেসব জিনিসপত্র ও পরিধেয় আর আপনার কাজে লাগছে না—সেগুলো দান করে দিন। ঘরের বিভিন্ন কোনায় ও আলমারিতে আমরা এমন কিছু জিনিসপত্র ও কাপড়চোপড় জমিয়ে রাখি, যেগুলো প্রয়োজনেও লাগছে না; আবার ফেলে বা কাউকে দিয়ে দেওয়াও হচ্ছে না। সে ক্ষেত্রে যেগুলো দান করা সম্ভব, সেগুলো দান করে দিন। অন্যদিকে ভাঙা কাপ, পিরিচ বা কোনাভাঙা ফুলদানি; ফেলে দিন। এতে ঘর অনেকটাই হালকা হবে, মনটাও ভারমুক্ত থাকবে।

কমলার সুগন্ধিযুক্ত এয়ার ফ্রেশনার স্প্রে করুন
কমলার সুগন্ধ আমাদের মনকে প্রফুল্ল করে তোলে। ঘরে কমলার সুগন্ধ ছড়িয়ে পড়লে বাতাসটাও যেন আরও ফুরফুরে হয়ে ওঠে। তাই দিনে অন্তত একবার ঘরে কমলার সুগন্ধযুক্ত এয়ার ফ্রেশনার স্প্রে করুন। বাড়িতে কমলা থাকলে, সেগুলোর খোসা ও দারুচিনি একসঙ্গে পানিতে ফুটিয়ে নিন আধঘণ্টা। এতে ঘরে সুন্দর সুগন্ধ ভেসে বেড়াবে দীর্ঘক্ষণ।
ঘর সাজানোর উপকরণে বদল আনুন
পিতল, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম বা তামার উইন্ড চাইম ঝোলাতে পারেন। এতে বাতাসের দোলায় সুন্দর সুরে তা বাজতে থাকবে। ঘর হয়ে উঠবে জীবন্ত। এ ছাড়া বাড়িতে ফুলদানিতে তাজা ফুল রাখতে পারেন। তাজা ফুল রাখলে মন থেকে উদ্বেগ, উদ্বেগ এবং বিষণ্নতার মতো নেতিবাচক আবেগ দূর হয়।

ঘরের বিভিন্ন কোণে গাছ রাখুন
সহজেই ঘরে বেড়ে ওঠে—এমন গাছ রাখুন। লাকি ব্যাম্বু, মানিপ্ল্যান্ট, স্নেকপ্ল্যান্ট ইত্যাদি সহজেই ঘরে রাখা যেতে পারে।
প্রাকৃতিক পরিশোধন
সূর্যের আলোতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং জীবাণুনাশক বৈশিষ্ট্য রয়েছে, যা প্রাকৃতিকভাবে ঘরকে জীবাণুমুক্ত করে এবং বাতাসকে বিশুদ্ধ করে। এটি ঘরে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে সাহায্য করে। এ ছাড়া সূর্যের আলো গায়ে পড়লে মন প্রফুল্ল থাকে ও কাজকর্মে উৎসাহ পাওয়া যায়।
সূত্র: ম্যাজিক ব্রিকস

ঋতুর বেদিতে এখন হেমন্ত বাস করছে। আবহাওয়ার কারণেই এই মৌসুমে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকেই অসুখে পড়ছেন। বাড়ির সবাই একসঙ্গে অসুখে পড়ার ঘটনাও যে ঘটছে না, তা কিন্তু নয়। আর এমন হলে বাড়ির সবগুলো ঘর একসঙ্গে যেমন অগোছালো হয়ে যায়, তেমনি বাড়ির উৎফুল্ল ও তরতাজাভাবটাও কেমন উবে যায়। ঘরের যেদিকেই চোখ পড়ে, সেদিকেই অগোছালোভাব। ঘরদোর পরিপাটি না থাকলে বা নোংরা হলে অনেকেই আবার তীব্র অ্যাংজাইটিতে ভোগেন। তখন কোনো কাজেই ঠিকঠাক মন বসানো যায় না। তাই অসুখ সেরে ওঠার পর ঘরে ইতিবাচক শক্তি ফিরিয়ে আনতে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই কাজগুলো করতে পারেন, যা ঘরকে তো পরিপাটি করে তুলবেই; আপনিও প্রাণশক্তি ফিরে পাবেন। বাস্তুশাস্ত্র সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই। তা-ও বলে রাখি, এটি মূলত প্রাচীন ভারতীয় স্থাপত্য এবং নকশাব্যবস্থা; যা মেনে সাজালে ঘরে সুখ, আয়, সুস্বাস্থ্য ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
ঘরের অস্বাস্থ্যকর বাতাস বের হতে দিন
ঘরের অস্বাস্থ্যকর বাতাস দূর করার সবচেয়ে সহজ উপায় হলো, বাতাস চলাচলের জন্য জানালা খুলে রাখা। এতে ঘরের গুমোটভাবটা কেটে যাবে। ঘর হয়ে উঠবে ফুরফুরে।

দেয়ালে একাধিক আয়না লাগান
ঘরের উৎফুল্লভাব ফিরিয়ে আনতে দেয়ালে আয়না সেটে দিতে পারেন। এতে জানালা দিয়ে আলো প্রবেশ করে তা আয়নার মধ্য় দিয়ে প্রতিফলিত হয়ে পুরো ঘরে ছড়িয়ে যাবে। বাস্তুমতে, বাড়িতে দেয়ালে আয়না লাগানো হলে নেতিবাচক শক্তি দূর হয়। তবে শোয়ার ঘরে আয়না রাখার ক্ষেত্রে একটু সতর্ক থাকা চাই। বিছানার অপর পাশে আয়না না রাখার নির্দেশ রয়েছে বাস্তুশাস্ত্রে। রাখলেও তা পর্দা দিয়ে ঢেকে রাখা চাই।
অদ্ভুত পেইন্টিং সরিয়ে ফেলুন
মানসিক উত্তেজনা সৃষ্টি করে এমন পেইন্টিং বাড়িতে থেকে থাকলে, তা সরিয়ে ফেলুন। বাড়িতে যদি প্রতিদ্বন্দ্বিতা বা শোক প্রকাশ পায়—এমন কোনো পেইন্টিং থাকে তাহলে অ্যাংজাইটি আরও বাড়তে পারে।
ঘর মোছার পানিতে লবণ ব্যবহার করুন
লবণকে বলা হয় প্রাকৃতিক পরিষ্কারক। রোগ থেকে সেরে ওঠার পর ঘর মোছার পানিতে এক টেবিল চামচ লবণ ফেলে পুরো বাড়ির মেঝে মুছে নিন। এতে জীবাণু তো দূর হবেই, মেঝেও হবে ঝকঝকে। ঘরে দুর্গন্ধ থাকলে তা-ও কেটে যাবে।
দরজায় পিতলের ঘণ্টা ঝুলিয়ে রাখুন
বাড়িতে প্রবেশের দরজায় একটি পিতলের ঘণ্টা ঝুলিয়ে রাখতে পারেন। ঘণ্টার শব্দ মনকে প্রশান্ত করে। মুড ভালো রাখতে ও ঘরে প্রাণ ফিরিয়ে আনতে ঘণ্টার ধ্বনি সত্য়িই কার্যকরী ভূমিকা রাখে।

দেয়ালে হলুদ রং করুন
চোখ কপালে উঠল তো! হলুদের মধ্য়েও কিন্তু অনেক সুন্দর শেড রয়েছে। যে শেডগুলো করলে ঘরে একটা তরতাজাভাব ফিরে আসবে। ইদানীং মাস্টার্ড ইয়েলো রং করাচ্ছেন অনেকে বারান্দায় বা ঘরের কোনো একটা ফিচার ওয়ালে। এতে ঘরের প্রাণহীনভাবটাও দূর হচ্ছে, সঙ্গে ঘর হয়ে উঠছে আনন্দ ও কর্মশক্তির প্রেরণা।
ভাঙা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন
পুরোনো চেয়ার থেকে শুরু করে কলম পর্যন্ত, যেসব জিনিসপত্র ও পরিধেয় আর আপনার কাজে লাগছে না—সেগুলো দান করে দিন। ঘরের বিভিন্ন কোনায় ও আলমারিতে আমরা এমন কিছু জিনিসপত্র ও কাপড়চোপড় জমিয়ে রাখি, যেগুলো প্রয়োজনেও লাগছে না; আবার ফেলে বা কাউকে দিয়ে দেওয়াও হচ্ছে না। সে ক্ষেত্রে যেগুলো দান করা সম্ভব, সেগুলো দান করে দিন। অন্যদিকে ভাঙা কাপ, পিরিচ বা কোনাভাঙা ফুলদানি; ফেলে দিন। এতে ঘর অনেকটাই হালকা হবে, মনটাও ভারমুক্ত থাকবে।

কমলার সুগন্ধিযুক্ত এয়ার ফ্রেশনার স্প্রে করুন
কমলার সুগন্ধ আমাদের মনকে প্রফুল্ল করে তোলে। ঘরে কমলার সুগন্ধ ছড়িয়ে পড়লে বাতাসটাও যেন আরও ফুরফুরে হয়ে ওঠে। তাই দিনে অন্তত একবার ঘরে কমলার সুগন্ধযুক্ত এয়ার ফ্রেশনার স্প্রে করুন। বাড়িতে কমলা থাকলে, সেগুলোর খোসা ও দারুচিনি একসঙ্গে পানিতে ফুটিয়ে নিন আধঘণ্টা। এতে ঘরে সুন্দর সুগন্ধ ভেসে বেড়াবে দীর্ঘক্ষণ।
ঘর সাজানোর উপকরণে বদল আনুন
পিতল, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম বা তামার উইন্ড চাইম ঝোলাতে পারেন। এতে বাতাসের দোলায় সুন্দর সুরে তা বাজতে থাকবে। ঘর হয়ে উঠবে জীবন্ত। এ ছাড়া বাড়িতে ফুলদানিতে তাজা ফুল রাখতে পারেন। তাজা ফুল রাখলে মন থেকে উদ্বেগ, উদ্বেগ এবং বিষণ্নতার মতো নেতিবাচক আবেগ দূর হয়।

ঘরের বিভিন্ন কোণে গাছ রাখুন
সহজেই ঘরে বেড়ে ওঠে—এমন গাছ রাখুন। লাকি ব্যাম্বু, মানিপ্ল্যান্ট, স্নেকপ্ল্যান্ট ইত্যাদি সহজেই ঘরে রাখা যেতে পারে।
প্রাকৃতিক পরিশোধন
সূর্যের আলোতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং জীবাণুনাশক বৈশিষ্ট্য রয়েছে, যা প্রাকৃতিকভাবে ঘরকে জীবাণুমুক্ত করে এবং বাতাসকে বিশুদ্ধ করে। এটি ঘরে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে সাহায্য করে। এ ছাড়া সূর্যের আলো গায়ে পড়লে মন প্রফুল্ল থাকে ও কাজকর্মে উৎসাহ পাওয়া যায়।
সূত্র: ম্যাজিক ব্রিকস

ভারতের পাহাড়ি শহর কালিম্পং সম্পর্কে ভালোভাবে জানা সমরেশ মজুমদারের অর্জুন সিরিজের বই পড়ে। সেই কালিম্পংয়ে যাওয়া হয় হঠাৎ করেই। দার্জিলিং গিয়েছিলাম। ভ্রমণের তৃতীয় রাতে মনে হলো, কালিম্পং গেলে কেমন হয়! ব্যাস পরদিন সকালেই একটি গাড়ি ভাড়া করে চললাম কালিম্পং। সেখানকার চমৎকার কিছু জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব
৩০ মার্চ ২০২৩
আমের মোরব্বা তো বহুবার তৈরি করেছেন। এখন পর্যন্ত যদি জলপাইয়ের মোরব্বা তৈরি না করে থাকেন, তাহলে এখনই শিখে নিন। আপনাদের জন্য জলপাইয়ের ঝাল-মিষ্টি মোরব্বার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
আজ আপনার ভেতরের ‘র্যাম’ একটু বেশি ফাস্ট কাজ করবে, কিন্তু সঠিক পথে নয়। সকালে হয়তো ট্রাফিকের মাঝখানে হঠাৎ মনে হবে, আপনি ফর্মুলা ওয়ান রেসে আছেন। বসের সামনে খুব সিরিয়াস মুখে একটি জ্ঞানগর্ভ কথা বলতে গিয়ে এমন একটি ভুল শব্দ ব্যবহার করে ফেলবেন, যাতে বসের কাশি এসে যাবে। সন্ধ্যায় আপনার অতিরিক্ত এনার্জি দিয়ে
৫ ঘণ্টা আগে
ক্যামোমাইল এমন এক ভেষজ, যা প্রাচীন গ্রিক যুগ থেকে পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন গ্রিকরা প্রাকৃতিক চিকিৎসায় দক্ষ ছিলেন। তাঁরা জানতেন, এই ভেষজে আছে অ্যাপিজেনিন নামের এক রাসায়নিক উপাদান, যা শরীর শান্ত করে এবং ঘুম ঘুম ভাব আনে।
২০ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

আপনি কি ঘুমের সমস্যার জন্য প্রাকৃতিক সমাধান খুঁজছেন? তাহলে ক্যামোমাইল একবার ব্যবহার করে দেখুন।
ক্যামোমাইল এমন এক ভেষজ, যা প্রাচীন গ্রিক যুগ থেকে পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন গ্রিকরা প্রাকৃতিক চিকিৎসায় দক্ষ ছিলেন। তাঁরা জানতেন, এই ভেষজে আছে অ্যাপিজেনিন নামের এক রাসায়নিক উপাদান, যা শরীর শান্ত করে এবং ঘুম ঘুম ভাব আনে।
ক্লিভল্যান্ড ক্লিনিককে দেওয়া এক সাক্ষাৎকারে পুষ্টিবিদ বেথ জেরওনি বলেন, ‘ক্যামোমাইল মূলত হালকা ঘুমের ওষুধের মতো কাজ করে। কয়েক চুমুক খেলে এটি সত্যিই আপনাকে ঘুমাতে সাহায্য করবে।’
তবে এই উদ্ভিদের উপকারিতা এখানেই শেষ নয়।
প্রথমত, ক্যামোমাইল চায়ের শান্তিদায়ক প্রভাব রক্তচাপ কমাতে সাহায্য করে। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
ডেইজি ফুলের মতো দেখতে এই উদ্ভিদ পটাশিয়াম ও ক্যালসিয়ামের মতো ভিটামিন ও মিনারেলসে ভরপুর।
ইউসিএলএ হেলথের তথ্যমতে, পটাশিয়াম (একধরনের ইলেকট্রোলাইট) আমাদের স্নায়ুতন্ত্র সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। হাড়ের স্বাস্থ্য রক্ষা করে। কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে এবং হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে রাখে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, পটাশিয়ামসমৃদ্ধ খাবার নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের ঝুঁকি কমে; বিশেষ করে যাঁরা বেশি লবণ খান, তাঁদের জন্য এটি উপকারী।
তবে বেশির ভাগ আমেরিকানই পর্যাপ্ত পটাশিয়াম পান না। বিশেষজ্ঞরা বলছেন, নারীদের দৈনিক ২ হাজার ৬০০ মিলিগ্রাম এবং পুরুষদের ৩ হাজার ৪০০ মিলিগ্রাম পটাশিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া দরকার।
রচেস্টার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তথ্যানুযায়ী, এক কাপ ক্যামোমাইল চায়ে প্রায় ২১ মিলিগ্রাম পটাশিয়াম থাকে।
দৈনিক পটাশিয়ামের চাহিদা পূরণে শাকপাতা, মিষ্টিআলু, কলা ও অ্যাভোকাডো ভালো উৎস হতে পারে।
পটাশিয়ামের মতোই ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁত মজবুত রাখে। মায়ো ক্লিনিকের মতে, হৃদ্যন্ত্র, পেশি ও স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রমের জন্যও ক্যালসিয়াম অপরিহার্য।
তথ্যসূত্র: দি ইনডিপেনডেন্ট

আপনি কি ঘুমের সমস্যার জন্য প্রাকৃতিক সমাধান খুঁজছেন? তাহলে ক্যামোমাইল একবার ব্যবহার করে দেখুন।
ক্যামোমাইল এমন এক ভেষজ, যা প্রাচীন গ্রিক যুগ থেকে পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন গ্রিকরা প্রাকৃতিক চিকিৎসায় দক্ষ ছিলেন। তাঁরা জানতেন, এই ভেষজে আছে অ্যাপিজেনিন নামের এক রাসায়নিক উপাদান, যা শরীর শান্ত করে এবং ঘুম ঘুম ভাব আনে।
ক্লিভল্যান্ড ক্লিনিককে দেওয়া এক সাক্ষাৎকারে পুষ্টিবিদ বেথ জেরওনি বলেন, ‘ক্যামোমাইল মূলত হালকা ঘুমের ওষুধের মতো কাজ করে। কয়েক চুমুক খেলে এটি সত্যিই আপনাকে ঘুমাতে সাহায্য করবে।’
তবে এই উদ্ভিদের উপকারিতা এখানেই শেষ নয়।
প্রথমত, ক্যামোমাইল চায়ের শান্তিদায়ক প্রভাব রক্তচাপ কমাতে সাহায্য করে। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
ডেইজি ফুলের মতো দেখতে এই উদ্ভিদ পটাশিয়াম ও ক্যালসিয়ামের মতো ভিটামিন ও মিনারেলসে ভরপুর।
ইউসিএলএ হেলথের তথ্যমতে, পটাশিয়াম (একধরনের ইলেকট্রোলাইট) আমাদের স্নায়ুতন্ত্র সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। হাড়ের স্বাস্থ্য রক্ষা করে। কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে এবং হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে রাখে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, পটাশিয়ামসমৃদ্ধ খাবার নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের ঝুঁকি কমে; বিশেষ করে যাঁরা বেশি লবণ খান, তাঁদের জন্য এটি উপকারী।
তবে বেশির ভাগ আমেরিকানই পর্যাপ্ত পটাশিয়াম পান না। বিশেষজ্ঞরা বলছেন, নারীদের দৈনিক ২ হাজার ৬০০ মিলিগ্রাম এবং পুরুষদের ৩ হাজার ৪০০ মিলিগ্রাম পটাশিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া দরকার।
রচেস্টার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তথ্যানুযায়ী, এক কাপ ক্যামোমাইল চায়ে প্রায় ২১ মিলিগ্রাম পটাশিয়াম থাকে।
দৈনিক পটাশিয়ামের চাহিদা পূরণে শাকপাতা, মিষ্টিআলু, কলা ও অ্যাভোকাডো ভালো উৎস হতে পারে।
পটাশিয়ামের মতোই ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁত মজবুত রাখে। মায়ো ক্লিনিকের মতে, হৃদ্যন্ত্র, পেশি ও স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রমের জন্যও ক্যালসিয়াম অপরিহার্য।
তথ্যসূত্র: দি ইনডিপেনডেন্ট

ভারতের পাহাড়ি শহর কালিম্পং সম্পর্কে ভালোভাবে জানা সমরেশ মজুমদারের অর্জুন সিরিজের বই পড়ে। সেই কালিম্পংয়ে যাওয়া হয় হঠাৎ করেই। দার্জিলিং গিয়েছিলাম। ভ্রমণের তৃতীয় রাতে মনে হলো, কালিম্পং গেলে কেমন হয়! ব্যাস পরদিন সকালেই একটি গাড়ি ভাড়া করে চললাম কালিম্পং। সেখানকার চমৎকার কিছু জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব
৩০ মার্চ ২০২৩
আমের মোরব্বা তো বহুবার তৈরি করেছেন। এখন পর্যন্ত যদি জলপাইয়ের মোরব্বা তৈরি না করে থাকেন, তাহলে এখনই শিখে নিন। আপনাদের জন্য জলপাইয়ের ঝাল-মিষ্টি মোরব্বার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
আজ আপনার ভেতরের ‘র্যাম’ একটু বেশি ফাস্ট কাজ করবে, কিন্তু সঠিক পথে নয়। সকালে হয়তো ট্রাফিকের মাঝখানে হঠাৎ মনে হবে, আপনি ফর্মুলা ওয়ান রেসে আছেন। বসের সামনে খুব সিরিয়াস মুখে একটি জ্ঞানগর্ভ কথা বলতে গিয়ে এমন একটি ভুল শব্দ ব্যবহার করে ফেলবেন, যাতে বসের কাশি এসে যাবে। সন্ধ্যায় আপনার অতিরিক্ত এনার্জি দিয়ে
৫ ঘণ্টা আগে
ঋতুর বেদিতে এখন হেমন্ত বাস করছে। আবহাওয়ার কারণেই এই মৌসুমে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকেই অসুখে পড়ছেন। বাড়ির সবাই একসঙ্গে অসুখে পড়ার ঘটনাও যে ঘটছে না, তা কিন্তু নয়। আর এমন হলে বাড়ির সবগুলো ঘর একসঙ্গে যেমন অগোছালো হয়ে যায়, তেমনি বাড়ির উৎফুল্ল ও তরতাজাভাবটাও কেমন উবে যায়।
৬ ঘণ্টা আগে