Ajker Patrika

‘দেশের ১৭ শতাংশ মানুষ মানসিক রোগে আক্রান্ত’

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৩: ১৮
‘দেশের ১৭ শতাংশ মানুষ মানসিক রোগে আক্রান্ত’

দেশের ১৬ দশমিক ৮ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত। আর ১৩ দশমিক ৭ শতাংশ শিশু রয়েছে এ সমস্যায়। মানসিক রোগ বিষয়ে অনুষ্ঠিত এক সেমিনারে খুলনার গাজী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডা. মোছাম্মত শাম্মী আক্তার এ কথা বলেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল রোববার গাজী মেডিকেল কলেজ আয়োজিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সচেতনতামূলক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ডা. শাম্মী আক্তার বলেন, ‘সুস্বাস্থ্য হলো শরীর ও মনের সুস্থতা। আমরা সাধারণত শরীরের সুস্থতার দিকে বেশি নজর দিই।

শরীরেরই একটি অঙ্গ হচ্ছে মন, যা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়। শরীর ও মন কখনোই আলাদাভাবে অবস্থান করতে পারে না। শরীর না থাকলে মনেরও অস্তিত্ব থাকে না।’

ডা. শাম্মী আক্তার আরও বলেন, অনেকেই মনে করেন সাইকিয়াট্রি বা মানসিক রোগ মানেই পাগল। মানসিক স্বাস্থ্য আর রোগ নিয়ে আমাদের সমাজে রয়েছে নানা কুসংস্কার ও বিভ্রান্তি। ভূতের আছর, জিনে ধরা, বদনজর এসব নাম। আর এসবের চিকিৎসায় চালু রয়েছে পানিপড়া, তেলপড়া, তাবিজ, ঝাড়ফুঁক ইত্যাদি মানসিক রোগের।

অন্যদিকে মূলধারার বৈজ্ঞানিক চিকিৎসা নিয়ে রয়েছে অপপ্রচার। কখনো কখনো উচ্চশিক্ষিত, স্বল্পশিক্ষিত, ধনী, গরিব, শহর, গ্রাম, নানা পেশার মানুষের মধ্যে মানসিক রোগের চিকিৎসা নিয়ে যে বিভ্রান্তি দেখা যায়, তা প্রকারান্তরে মানসিক রোগীর জন্য ক্ষতির কারণ হয়ে যায়। মন খারাপ, বিষণ্নতা, হতাশা, খিঁচুনি, নিদ্রা, আত্মহনন, ইভাল্যুশন, ডিমোশন, অকারণে মাথাব্যথা, অনাকাঙ্ক্ষিত জ্বালাপোড়া, শুচিবায়ু, যৌন দুর্বলতা, মাদকাসক্ত, সিজোফ্রনিয়াসহ সব মানসিক রোগ ভালো হয়ে যায় আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসায়।

১৯৯২ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে। ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’—এই প্রতিপাদ্য সামনে রেখে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের আয়োজনে গতকাল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্‌যাপিত হলো।

এর আগে সকাল ৯টায় নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিমউদ্দিন হাওলাদার, বিশেষ অতিথি খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান, গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. বঙ্গ কমল বসু, ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা আল মামুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত