Ajker Patrika

যুবলীগকে নিরলস কাজ করতে হবে

রূপসা প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৫
যুবলীগকে  নিরলস কাজ  করতে হবে

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। তিনি গত রোববার বিকেলে রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সালাম মুর্শেদী আরও বলেন, সরকার দুর্গোৎসব পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ছাড়া বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করে যাচ্ছে। করোনা সহনীয় পর্যায়ে আসলেও মাস্ক পরিধানসহ সরকারের নির্দেশনাগুলো মেনে উৎসব পালন করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রতিটি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরিদুউজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন।

আরও বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ ইসহাক সরদার. উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আ: মজিদ ফকির, উপজেলা যুবলীগের আহ্বায়ক এবি এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক চেয়ারম্যান শাহজাহান কবির প্যারিস, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ পাল, সুব্রত বাগচি, মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান লিটন, মিজান সরদার, রুহুল আমিন রবি, রাজিব দাস, নাসির হোসেন সজল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত