Ajker Patrika

রাস্তার সংস্কার হয়নি ২৫ বছর

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৯: ৫৯
রাস্তার সংস্কার হয়নি ২৫ বছর

ডুমুরিয়ায় গুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কারের অভাবে চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। যেন রাস্তাটি দেখার কেউ নেই। উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া মাঝপাড়া হতে কাওসারের দোকান পর্যন্ত এ রাস্তাটি দীর্ঘ ২৫ বছর ধরে কোনো সংস্কার নেই। এই নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।

জানা যায়, ১৯৯৬ সালে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শেখ মো. আবুল হোসেন রাস্তাটির গুরুত্ব বিবেচনা করে ইটের সোলিং করে দেন। সেই থেকে এ রাস্তাটির দিকে আর কেউ তাকাননি। বর্তমানে এ রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে রাস্তার দুই পাশের একাধিক স্থান ভেঙে পড়েছে।

এ ব্যাপারে গ্রামের বাসিন্দা আইয়ুব আলী সরদার বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় ইউনিয়ন পরিষদ থেকে আমাদের বলা হয়েছিল রাস্তাটি করে দেবে। কিন্তু অজ্ঞাত কারণে তা করা হয়নি। বরং অন্যত্র এর চেয়ে ভাল রাস্তার সংস্কার করা হচ্ছে। বাদুড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ সরদার বলেন, মাগুরাঘোনা ইউপি কর্তৃপক্ষকে রাস্তাটি সংস্কারের জন্য বারবার সুপারিশ করা হলেও অদ্যাবধি রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।

ইউপি সদস্য আলমগীর কবির সবুজ বলেন, এ বছর আমরা রাস্তাটি সংস্কারের জন্য ওয়াদা করেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সংস্কার করা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই সংস্কার করা হবে। মাগুরাঘোনা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, রাস্তাটি অল্পদিনের মধ্যে সংস্কার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত