‘এই মুখ আমি কীভাবে দেখাব?’
মাত্র এগারো বছর বয়সেই উচ্ছল কিশোরী রোজা বারাকাতের জীবনে নেমে এসেছিল গভীর অন্ধকার। সেই অন্ধকার তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, ভাবতেই দুচোখ অশ্রুতে ভরে ওঠে তার। যতবার মনে পড়ে সেই নৃশংস দিনগুলো, ততবার লজ্জায় মুখ ঢেকে ফেলেন রোজা। অস্ফুটে বলে ওঠেন, ‘এই মুখ আমি কীভাবে দেখাব?’