Ajker Patrika

আইএস নেতার অবস্থান জানালেই কোটি ডলার পুরস্কার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৪
আইএস নেতার অবস্থান জানালেই কোটি ডলার পুরস্কার

ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তানের খোরাশান অঞ্চলের শীর্ষ নেতা সানাউল্লাহ গাফারির অবস্থান জানতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলেছে, যদি কেউ সানাউল্লাহ গাফারির অবস্থান জানাতে পারেন, তাঁকে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া গত বছরের ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে পেতে সহায়তা করবে এমন তথ্য দিলেও পুরস্কৃত করা হবে। 

সে সময় কাবুল বিমানবন্দরে হামলার জন্য আইএসআইএস-খোরাসান (আইএস-কে) শাখাকে দায়ী করা হয়েছিল। ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ সৈন্যসহ অন্তত ১০০ মানুষের মৃত্যু হয়েছিল। 

ওয়াশিংটন বলছে, সানাউল্লাহ গাফারির আরেক নাম শাবাব আল-মুহাজির। তাঁকে ২০২০ সালের জুনে খোরাশান শাখার প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ইসলামিক স্টেট (আইএসআইএস)। 

এদিকে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, গাফারির নেতৃত্বেই আফগানিস্তান অঞ্চলে আইএসআইএসের সব কার্যক্রম পরিচালিত হয়। তিনিই সব অপারেশনের অর্থায়নের ব্যবস্থা করেন। তাঁকে গত বছরের নভেম্বর থেকে ‘বিদেশি সন্ত্রাসী’ হিসেবে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছে। 

গাফারি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তিনি খুব সম্ভবত আরব অঞ্চল থেকে এই এলাকায় এসেছেন। আইএস-কের এই শীর্ষ নেতা আল-কায়েদা কমান্ডার বা হাক্কানি নেটওয়ার্কের প্রাক্তন সদস্য ছিলেন বলে গুজব রয়েছে। 

গত কয়েক বছরে আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলের মসজিদ, মাজার, জনসমাগমস্থল ও হাসপাতালে যত সন্ত্রাসী হামলা হয়েছে, তার পেছনে আইএসআইএস-কে শাখাকে দায়ী করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত