সিরিয়ায় অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) একজন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত আইএস নেতার নাম খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি। আজ মঙ্গলবার তিনি সিরিয়ার অজ্ঞাত স্থানে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, আইএসের সিনিয়র নেতা খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি ইউরোপে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, হামলায় কোনো বেসামরিক নাগরিকের নিহতের খবর এখনো পাওয়া যায়নি। সিরিয়া এই হামলার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি আইএসের নেতৃত্বের শীর্ষ অবস্থানের দিকেই ছিলেন। তিনি বিভিন্ন ধরনের আকস্মিক হামলার পরিকল্পনা করতেন। তাঁর মৃত্যুর মাধ্যমে আইএসের সাংগঠনিক ক্ষমতা নিঃসন্দেহে ব্যাহত হবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অংশের জন্য আইএস ক্রমশ হুমকি হয়ে উঠেছে। সেন্ট্রাল কমান্ডের জেনারেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, আইএস মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য অঞ্চলেও হামলা করতে সক্ষম।
আইএসকে পরাজিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। জেনারেল এরিক কুরিলা বলেন, আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান সিরিয়ার বাইরে ইরাকেও অব্যাহত রয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স সিরিয়ায় হেলিকপ্টার হামলা চালিয়ে আইএসআইএসের আরেক সিনিয়র নেতা হামজা আল-হোমসিকে হত্যা করেছে। ওই অভিযানে চারজন মার্কিন সেনা ও একটি কুকুর আহত হয়েছিল।
সিরিয়ায় অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) একজন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত আইএস নেতার নাম খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি। আজ মঙ্গলবার তিনি সিরিয়ার অজ্ঞাত স্থানে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, আইএসের সিনিয়র নেতা খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি ইউরোপে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, হামলায় কোনো বেসামরিক নাগরিকের নিহতের খবর এখনো পাওয়া যায়নি। সিরিয়া এই হামলার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি আইএসের নেতৃত্বের শীর্ষ অবস্থানের দিকেই ছিলেন। তিনি বিভিন্ন ধরনের আকস্মিক হামলার পরিকল্পনা করতেন। তাঁর মৃত্যুর মাধ্যমে আইএসের সাংগঠনিক ক্ষমতা নিঃসন্দেহে ব্যাহত হবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অংশের জন্য আইএস ক্রমশ হুমকি হয়ে উঠেছে। সেন্ট্রাল কমান্ডের জেনারেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, আইএস মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য অঞ্চলেও হামলা করতে সক্ষম।
আইএসকে পরাজিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। জেনারেল এরিক কুরিলা বলেন, আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান সিরিয়ার বাইরে ইরাকেও অব্যাহত রয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স সিরিয়ায় হেলিকপ্টার হামলা চালিয়ে আইএসআইএসের আরেক সিনিয়র নেতা হামজা আল-হোমসিকে হত্যা করেছে। ওই অভিযানে চারজন মার্কিন সেনা ও একটি কুকুর আহত হয়েছিল।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৪ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৪ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে