সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নারীদের নেতৃত্ব ও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক মার্কিন নারীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ৪২ বছর বয়সী অ্যালিসন ফ্লুক একরান বিরুদ্ধে আট বছর ধরে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেডারেল আদালত তাঁকে কারাদণ্ড দেয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইএস’র শতাধিক নারীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে তাদের মধ্যে। গত জুনে অ্যালিসন আদালতে দোষ স্বীকার করেন। প্রসিকিউটররা বলেন, আইনে তাঁর সর্বোচ্চ সাজা হওয়া উচিত। তবে অ্যালিসনের পক্ষের আইনজীবীরা সাজা কমানোর অনুরোধ জানিয়ে বলেন, সিরিয়া যুদ্ধের কারণে তিনি ‘ট্রমাটাইজড’ ছিলেন।
যুক্তরাষ্ট্রের কানসাসের একটি ছোট কমিউনিটির বাসিন্দা অ্যালিসন। দেশ ছাড়ার আগে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন তিনি। মার্কিন বিচার বিভাগ ও পাবলিক রেকর্ডের তথ্য বলছে, অ্যালিসন তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান। এর পর লিবিয়ার জঙ্গিগোষ্ঠী আনসার আল-শরিয়ার সঙ্গে সম্পৃক্ত হন।
২০১২ সালের দিকে তাঁকে সিরিয়ায় পাচার করা হয়েছিল এবং তাঁর স্বামী যুদ্ধে নিহত হওয়ার পর অ্যালিসন আইএসের সক্রিয় সদস্য হন। চার বছরের মধ্যে তিনি সিরিয়ার রাকায় একটি আইএস ব্যাটালিয়নের নেতা হয়ে ওঠেন। এর পর একাধিক বিয়ে করেন অ্যালিসন। যাদের মধ্যে একজন বাংলাদেশি ড্রোন বিশেষজ্ঞও ছিলেন, যিনি পরবর্তীতে যুদ্ধে নিহত হন।
মার্কিন কর্মকর্তারা জানায়, অ্যালিসনের প্রাথমিক দায়িত্ব ছিল নারীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া, যার মধ্যে একে-৪৭ চালানো, গ্রেনেড এবং আত্মঘাতী বেল্ট ব্যবহার করার মতো প্রশিক্ষণ। তিনি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনাও করেন।
আইএসে যোগ দেওয়া মার্কিন নাগরিকের সংখ্যা এখনো স্পষ্ট নয়। তবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, প্রায় ৩০০ জন সিরিয়া বা ইরাকে ভ্রমণ করেছেন বা যাওয়ার চেষ্টা চালিয়েছেন।
২০২০ সালে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, অন্তত ২৭ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ দায়ের করা হয়েছে।
সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নারীদের নেতৃত্ব ও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক মার্কিন নারীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ৪২ বছর বয়সী অ্যালিসন ফ্লুক একরান বিরুদ্ধে আট বছর ধরে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেডারেল আদালত তাঁকে কারাদণ্ড দেয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইএস’র শতাধিক নারীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে তাদের মধ্যে। গত জুনে অ্যালিসন আদালতে দোষ স্বীকার করেন। প্রসিকিউটররা বলেন, আইনে তাঁর সর্বোচ্চ সাজা হওয়া উচিত। তবে অ্যালিসনের পক্ষের আইনজীবীরা সাজা কমানোর অনুরোধ জানিয়ে বলেন, সিরিয়া যুদ্ধের কারণে তিনি ‘ট্রমাটাইজড’ ছিলেন।
যুক্তরাষ্ট্রের কানসাসের একটি ছোট কমিউনিটির বাসিন্দা অ্যালিসন। দেশ ছাড়ার আগে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন তিনি। মার্কিন বিচার বিভাগ ও পাবলিক রেকর্ডের তথ্য বলছে, অ্যালিসন তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান। এর পর লিবিয়ার জঙ্গিগোষ্ঠী আনসার আল-শরিয়ার সঙ্গে সম্পৃক্ত হন।
২০১২ সালের দিকে তাঁকে সিরিয়ায় পাচার করা হয়েছিল এবং তাঁর স্বামী যুদ্ধে নিহত হওয়ার পর অ্যালিসন আইএসের সক্রিয় সদস্য হন। চার বছরের মধ্যে তিনি সিরিয়ার রাকায় একটি আইএস ব্যাটালিয়নের নেতা হয়ে ওঠেন। এর পর একাধিক বিয়ে করেন অ্যালিসন। যাদের মধ্যে একজন বাংলাদেশি ড্রোন বিশেষজ্ঞও ছিলেন, যিনি পরবর্তীতে যুদ্ধে নিহত হন।
মার্কিন কর্মকর্তারা জানায়, অ্যালিসনের প্রাথমিক দায়িত্ব ছিল নারীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া, যার মধ্যে একে-৪৭ চালানো, গ্রেনেড এবং আত্মঘাতী বেল্ট ব্যবহার করার মতো প্রশিক্ষণ। তিনি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনাও করেন।
আইএসে যোগ দেওয়া মার্কিন নাগরিকের সংখ্যা এখনো স্পষ্ট নয়। তবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, প্রায় ৩০০ জন সিরিয়া বা ইরাকে ভ্রমণ করেছেন বা যাওয়ার চেষ্টা চালিয়েছেন।
২০২০ সালে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, অন্তত ২৭ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৪৪ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৫ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৬ ঘণ্টা আগে