ইরাকে বোমা হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। রোববার (১৮ ডিসেম্বর) রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে কিরকুক শহরের কাছে এই হামলা হয়।
বার্তা আদান-প্রদানকারী অ্যাপ টেলিগ্রামে আইএস জানায়, রোববারের হামলার নেপথ্যে তাঁরা। এ ছাড়া বুধবার বাগদাদের কাছে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হওয়ার পেছনে তাদের হাত ছিল।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করা হয়। এ সময় বন্দুক হামলার ঘটনাও ঘটে। এই হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুই কর্মকর্তা।
কিরকুক রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৭ সালে কুর্দি বাহিনীর কাছ থেকে শহরটির দখল নেয় ইরাকের নিরাপত্তা বাহিনী। দেশটিতে আইএস’র তৎপরতা বেড়ে গেলে শহরটি ছেড়ে যায় ইরাকি বাহিনী। এর পর কুর্দির আঞ্চলিক সরকার ফের কিরকুকের নিয়ন্ত্রণ নেয়।
একটা সময় আইএস ইরাকের পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী সিরিয়ার পশ্চিমাঞ্চল পর্যন্ত ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়ে সেখানে তাদের শাসন জারি করেছিল।
কিন্তু ২০১৭ সালে সিরিয়ার সীমান্ত অঞ্চলের ঘাঁটিগুলো থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিয়ে জয় ঘোষণা করে ইরাকি বাহিনী। ২০১৯ সালে আইএসের দখলে থাকা শেষ অঞ্চলটিও পুনর্দখলে নেয় ইরাকিরা। তবে জঙ্গিগোষ্ঠীটি একটি ‘অব্যাহত হুমকি’ হিসেবে রয়ে গেছে বলে সতর্ক করে জাতিসংঘ।
জাতিসংঘের হিসেবে, সিরিয়া ও ইরাকে আইএস’র ৬ থেকে ১০ হাজার যোদ্ধা আছে। এদের অধিকাংশই দেশ দুটির প্রত্যন্ত এলাকায় আত্মগোপনে রয়েছে আর চোরাগোপ্তা হামলা ও রাস্তার পাশে বোমা পেতে রাখার মতো বিভিন্ন গেরিলা আক্রমণ অব্যাহত রেখেছে।
ইরাকে বোমা হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। রোববার (১৮ ডিসেম্বর) রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে কিরকুক শহরের কাছে এই হামলা হয়।
বার্তা আদান-প্রদানকারী অ্যাপ টেলিগ্রামে আইএস জানায়, রোববারের হামলার নেপথ্যে তাঁরা। এ ছাড়া বুধবার বাগদাদের কাছে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হওয়ার পেছনে তাদের হাত ছিল।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করা হয়। এ সময় বন্দুক হামলার ঘটনাও ঘটে। এই হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুই কর্মকর্তা।
কিরকুক রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৭ সালে কুর্দি বাহিনীর কাছ থেকে শহরটির দখল নেয় ইরাকের নিরাপত্তা বাহিনী। দেশটিতে আইএস’র তৎপরতা বেড়ে গেলে শহরটি ছেড়ে যায় ইরাকি বাহিনী। এর পর কুর্দির আঞ্চলিক সরকার ফের কিরকুকের নিয়ন্ত্রণ নেয়।
একটা সময় আইএস ইরাকের পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী সিরিয়ার পশ্চিমাঞ্চল পর্যন্ত ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়ে সেখানে তাদের শাসন জারি করেছিল।
কিন্তু ২০১৭ সালে সিরিয়ার সীমান্ত অঞ্চলের ঘাঁটিগুলো থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিয়ে জয় ঘোষণা করে ইরাকি বাহিনী। ২০১৯ সালে আইএসের দখলে থাকা শেষ অঞ্চলটিও পুনর্দখলে নেয় ইরাকিরা। তবে জঙ্গিগোষ্ঠীটি একটি ‘অব্যাহত হুমকি’ হিসেবে রয়ে গেছে বলে সতর্ক করে জাতিসংঘ।
জাতিসংঘের হিসেবে, সিরিয়া ও ইরাকে আইএস’র ৬ থেকে ১০ হাজার যোদ্ধা আছে। এদের অধিকাংশই দেশ দুটির প্রত্যন্ত এলাকায় আত্মগোপনে রয়েছে আর চোরাগোপ্তা হামলা ও রাস্তার পাশে বোমা পেতে রাখার মতো বিভিন্ন গেরিলা আক্রমণ অব্যাহত রেখেছে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৩ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৩ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৪ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৫ ঘণ্টা আগে