হোজ্জার খাজাঞ্চি ও পি কে হালদার
হোজ্জা এই হাসছেন তো এই কাঁদছেন। করবেন না-ই বা কেন? খাজাঞ্ছি ঘোষণা করেছেন, কিছু অংশ রাজকোষে ফিরিয়ে দিলেই চোরাই মাল সহি। এখন হোজ্জা আছেন মহাফাঁপরে। একদিকে রাজকোষ ভরবে বলে খাজাঞ্চির কথায় বেশ আমোদ হচ্ছে, অন্যদিকে নিজের ঘরের মাল নিয়ে বেশ দুশ্চিন্তাও হচ্ছে। আবার ভাবছেন, চোর সব সাধু বনলে তিনি কই যাবেন?