রাঙামাটি প্রতিনিধি
দেশের টাকা চুরি করে যারা বিদেশে পাঠিয়েছে, তাদের তালিকা বিএনপির হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ কথা বলেন তিনি।
জেলা বিএনপি আয়োজিত রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম শাহ আলমের স্মরণে শোকসভায় প্রধান অতিথি ছিলেন আমীর খসরু।
এ সময় আমির খসরু তাঁর বক্তব্যে বলেন, ‘জনগণের টাকা চুরি করার জন্য বর্তমান সরকার তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। জনগণের এই টাকাগুলো আবার বিদেশে পাচার করবে। বিভিন্ন প্রকল্প থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে।’
বিএনপির নির্বাহী কমিটির সদস্য খসরু বলেন, ‘বড় বড় প্রকল্পের কথা বলে সরকারের লোকজন ১০ হাজার কোটি টাকার প্রকল্পের ৩০ হাজার কোটি টাকা বানিয়ে ২০ হাজার কোটি টাকা পকেটে ঢুকিয়েছে। প্রতিটি প্রকল্পে এ কাজ করেছে, যার কারণে দেশে ডলারের সংকট সৃষ্টি হয়েছে। ডলারের দাম বেড়েছে।’
বিদেশে টাকা পাচারকারীদের বিষয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টাকা চুরি করে যারা বিদেশে পাচার করেছে, তাদের তালিকা বিএনপির হাতে রয়েছে। এই তালিকা আমরা আওয়ামী লীগকে দিতে চাই। কিন্তু আওয়ামী লীগ নিতে চায় না।’
খসরু আরও বলেন, ‘বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করেছে। রাতের আঁধারে ভোট চুরি করার জন্য নির্বাচন কমিশন গঠন করেছে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। সংবিধান সংশোধন করতে হবে। তারপর একটি নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হবে। অবৈধভাবে ক্ষমতার জন্য যত কালো আইন করা হয়েছে, এগুলো বাতিল করতে হবে। বাংলাদেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে চায়।’
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে শোক স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
দেশের টাকা চুরি করে যারা বিদেশে পাঠিয়েছে, তাদের তালিকা বিএনপির হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ কথা বলেন তিনি।
জেলা বিএনপি আয়োজিত রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম শাহ আলমের স্মরণে শোকসভায় প্রধান অতিথি ছিলেন আমীর খসরু।
এ সময় আমির খসরু তাঁর বক্তব্যে বলেন, ‘জনগণের টাকা চুরি করার জন্য বর্তমান সরকার তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। জনগণের এই টাকাগুলো আবার বিদেশে পাচার করবে। বিভিন্ন প্রকল্প থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে।’
বিএনপির নির্বাহী কমিটির সদস্য খসরু বলেন, ‘বড় বড় প্রকল্পের কথা বলে সরকারের লোকজন ১০ হাজার কোটি টাকার প্রকল্পের ৩০ হাজার কোটি টাকা বানিয়ে ২০ হাজার কোটি টাকা পকেটে ঢুকিয়েছে। প্রতিটি প্রকল্পে এ কাজ করেছে, যার কারণে দেশে ডলারের সংকট সৃষ্টি হয়েছে। ডলারের দাম বেড়েছে।’
বিদেশে টাকা পাচারকারীদের বিষয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টাকা চুরি করে যারা বিদেশে পাচার করেছে, তাদের তালিকা বিএনপির হাতে রয়েছে। এই তালিকা আমরা আওয়ামী লীগকে দিতে চাই। কিন্তু আওয়ামী লীগ নিতে চায় না।’
খসরু আরও বলেন, ‘বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করেছে। রাতের আঁধারে ভোট চুরি করার জন্য নির্বাচন কমিশন গঠন করেছে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। সংবিধান সংশোধন করতে হবে। তারপর একটি নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হবে। অবৈধভাবে ক্ষমতার জন্য যত কালো আইন করা হয়েছে, এগুলো বাতিল করতে হবে। বাংলাদেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে চায়।’
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে শোক স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১২ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
২৬ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৪৩ মিনিট আগে