১৬ বছর ‘দুপুরে খাননি’ জিমি
ম্যাচ শেষ হতেই বাকি খেলোয়াড়েরা এক এক করে বসে পড়লেন খাবার খেতে। রাসেল মাহমুদ জিমি তখনো ফিটনেস নিয়ে কাজ করছেন। এরপর আইসবাথ সেরে সোজা ড্রেসিংরুমে। সেখান থেকে ফিরতেই জিমির কাছে জানতে চাওয়া, দুপুরে খাবেন না? বাংলাদেশ হকির সবচেয়ে বড় তারকার এককথায় উত্তর, ‘২১ বছরের ক্যারিয়ারে প্রায় ১৬ বছরই দুপুরের খাবার...