Ajker Patrika

শেষটাও জয়ে রাঙাল হকির যুবারা

অনলাইন ডেস্ক
জয় দিয়ে যুব এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন
জয় দিয়ে যুব এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো হকির যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল ওমানের রাজধানী মাসকটে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনকেও ৬-৩ গোলে পরাজিত করল সামিনরা। এতে বিশ্বকাপ নিশ্চিতের পর পঞ্চম হয়ে যুব এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ।

এ দিন ম্যাচের প্রথম কোয়ার্টারে ১-১ সমতা ছিল। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। বাংলাদেশের বিপরীতে চীন এই কোয়ার্টারে মাত্র একটি গোল করে। এরপর ৪-২ স্কোরলাইন নিয়ে দুই দল মধ্য বিরতিতে যায়। বিরতির পর চীন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ সুযোগের সদ্ব্যবহার করে। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ৬-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মওদুদুর রহমান শুভর শিষ্যরা। দারুণ সাফল্য ছুঁয়ে আজ সকাল ১০.২০টায় দেশের মাটিতে পা রাখার কথা জুনিয়র হকি দলের।

আগামী বছরের ডিসেম্বরে ভারতে বসবে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪ তম আসর। এত দিন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৬ দল। আগামী বছরের বিশ্বকাপ হবে ২৪ দল নিয়ে। এশিয়া কাপ থেকে আগে যেখানে সুযোগ থাকত শীর্ষ তিন থেকে চারটি দলের। এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। তা ছাড়া ভারত বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় সুযোগ বেড়েছে আরও একটি দলের। সব মিলিয়ে এবারের এশিয়া কাপের ১০ দলের ৭টি অংশ নেবে বিশ্বকাপে। সেই সাত দলের মধ্যে জুনিয়র বিশ্বকাপের আয়োজক হিসেবে ভারত ছাড়া বাকি ছয় দল হলো–বাংলাদেশ, চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান ও থাইল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত