অনলাইন ডেস্ক
ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবারের মতো জুনিয়র হকির বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। তাঁদের প্রস্তুতির জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। গণমাধ্যমকে আজ এমনটাই জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মো. রিয়াজুল ইসলাম (অব.)।
শুধু তাই নয় আগামী বছরের এপ্রিল-মে মাসে ঘরোয়া লিগ পুনরায় শুরু করার সিদ্ধান্তও নিয়েছে ফেডারেশন। এ বিষয়ে রিয়াজুল বলেন, ‘কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর এপ্রিল-মে মাসে ঘরোয়া লিগ পুনরায় শুরু করা হবে। পাশাপাশি আমরা পুরুষ অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্প নিয়ে আলোচনা করেছি। হকি ফেডারেশনের সভাপতি এরই মধ্যে দলের জন্য পাঁচ থেকে ছয় মাস দীর্ঘ ক্যাম্প আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অবশ্যই আধুনিক সুযোগ-সুবিধাসহ ক্যাম্পটি আয়োজন করার চেষ্টা করব। আমরা মহিলা দলের জন্যও একটি ছোট মেয়াদি ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা করেছি।’
লিগ আয়োজনের জন্য ক্লাবগুলোকে অহমিকা দূরে রেখে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন ফেডারেশনের এই কর্তা। তিনি বলেছেন পর্যায়ক্রমে ক্লাবগুলোর সঙ্গে বসে এসব নিয়ে আলোচনা করা হবে, ‘আমি ক্লাবগুলোর প্রতি অনুরোধ জানাব, ব্যক্তিগত অহমিকা দূরে রেখে একসঙ্গে বসতে, যাতে আমরা লিগ পুনরায় শুরু করতে পারি। এই মাসে প্রথম বিভাগ লিগের ক্লাবগুলোর সঙ্গে বসব, এরপর দ্বিতীয় বিভাগ লিগের ক্লাবগুলো এবং তারপর প্রিমিয়ার ডিভিশন লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করব।’
২৩ ডিসেম্বর থেকে শুরু বিজয় দিবস হকি টুর্নামেন্ট। প্রায় সাত মাসের বেশি সময় পর এ প্রতিযোগিতা দিয়ে মাঠে গড়াবে হকি। টুর্নামেন্টটি আয়োজনের পূর্বে বর্তমানে চলছে টার্ফ পরিচর্যার কাজ।
ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবারের মতো জুনিয়র হকির বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। তাঁদের প্রস্তুতির জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। গণমাধ্যমকে আজ এমনটাই জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মো. রিয়াজুল ইসলাম (অব.)।
শুধু তাই নয় আগামী বছরের এপ্রিল-মে মাসে ঘরোয়া লিগ পুনরায় শুরু করার সিদ্ধান্তও নিয়েছে ফেডারেশন। এ বিষয়ে রিয়াজুল বলেন, ‘কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর এপ্রিল-মে মাসে ঘরোয়া লিগ পুনরায় শুরু করা হবে। পাশাপাশি আমরা পুরুষ অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্প নিয়ে আলোচনা করেছি। হকি ফেডারেশনের সভাপতি এরই মধ্যে দলের জন্য পাঁচ থেকে ছয় মাস দীর্ঘ ক্যাম্প আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অবশ্যই আধুনিক সুযোগ-সুবিধাসহ ক্যাম্পটি আয়োজন করার চেষ্টা করব। আমরা মহিলা দলের জন্যও একটি ছোট মেয়াদি ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা করেছি।’
লিগ আয়োজনের জন্য ক্লাবগুলোকে অহমিকা দূরে রেখে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন ফেডারেশনের এই কর্তা। তিনি বলেছেন পর্যায়ক্রমে ক্লাবগুলোর সঙ্গে বসে এসব নিয়ে আলোচনা করা হবে, ‘আমি ক্লাবগুলোর প্রতি অনুরোধ জানাব, ব্যক্তিগত অহমিকা দূরে রেখে একসঙ্গে বসতে, যাতে আমরা লিগ পুনরায় শুরু করতে পারি। এই মাসে প্রথম বিভাগ লিগের ক্লাবগুলোর সঙ্গে বসব, এরপর দ্বিতীয় বিভাগ লিগের ক্লাবগুলো এবং তারপর প্রিমিয়ার ডিভিশন লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করব।’
২৩ ডিসেম্বর থেকে শুরু বিজয় দিবস হকি টুর্নামেন্ট। প্রায় সাত মাসের বেশি সময় পর এ প্রতিযোগিতা দিয়ে মাঠে গড়াবে হকি। টুর্নামেন্টটি আয়োজনের পূর্বে বর্তমানে চলছে টার্ফ পরিচর্যার কাজ।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৫ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৬ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৮ ঘণ্টা আগে