Ajker Patrika

দুই বছরে দুটি গেমস আয়োজনের আশা বাংলাদেশের

অনলাইন ডেস্ক
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভায় দুই বছরে দুই গেমস আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভায় দুই বছরে দুই গেমস আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।

১৯৭৮ সালে প্রথম শুরু হয় বাংলাদেশ গেমস। তবে ২০০২ সালের পর লম্বা সময় হয়নি আসরটি। ২০১৩ সাল থেকে পুনরায় আবার শুরু হয় এই প্রতিযোগিতা। দুই বছর পর পর বিওএ আয়োজন করে আসছে বাংলাদেশ গেমস। সেই অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ গেমস ও ২০২৬ যুব গেমস আয়োজনের আলোচনা হয়েছে আজকের সভায়। এ বিষয়ে শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘বিওএ আগামী বছর বাংলাদেশ গেমস আয়োজন করবে। সামনেই আমাদের একটি নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় গেমস সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা হবে।’

বিওএ সভায় সভাপতিত্ব করেছেন নবনির্বাচিত সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। নতুন সভাপতির প্রথম সভায় অলিম্পিক ভিলেজ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শেখ বশির। এ ছাড়া বিওএ অনুশীলনের অবকাঠামোর বিষয়েও জোর দেন সভাপতি। বিওএ সহসভাপতি বলেন, ‘আমাদের সভাপতি স্টেডিয়াম এলাকায় খেলাধুলা করেছেন। তার সম্পূর্ণ ধারণা রয়েছে। খেলোয়াড়দের সুন্দর পরিবেশ ও অনুশীলনের জায়গা দেওয়া প্রয়োজন। ফেডারেশনগুলোর সমস্যা নিয়ে অলিম্পিক, জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় বৈঠক করবে খেলার মান উন্নয়নের জন্য। আমাদের সভাপতি খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়নের জন্য অলিম্পিক ভিলেজ প্রয়োজন। বিওএ এই সংক্রান্ত একটি কমিটি করবে। ভিলেজের জন্য সরকারের সহায়তা চাইব না পেলে নিজেদের অর্থায়নে ভিলেজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত