Ajker Patrika

ভারতের হোটেল রুমে বাংলাদেশি আম্পায়ারের মরদেহ

অনলাইন ডেস্ক
আম্পায়ার ইসমাইল নজীব রাসেল। ছবি: সংগৃহীত
আম্পায়ার ইসমাইল নজীব রাসেল। ছবি: সংগৃহীত

ভারতের গুয়াহাটি একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে গতকাল মারা যান দেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার ইসমাইল নজীব রাসেল। ৫২ বছর বয়সী এই আম্পায়ার বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্তও ছিলেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা। হোটেল রুমেই রাসেলের মৃত্যু হয়েছে জানিয়েছেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক এই সাধারণ সম্পাদক, ‘ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ চলছিল। রাসেল বিশ্ব ব্যাডমিন্টন প্যানেলের আম্পায়ার হওয়ায় ম্যাচ পরিচালনা করতে সেখানে যায়। আজ তার ম্যাচ ছিল। কোর্টে যখন সে আসছিল না তখন আয়োজকেরা হোটেলে যান। তারা গিয়ে দেখেন দরজা বন্ধ। এরপর দরজা ধাক্কাধাক্কির পরও না খোলায় দরজা ভাঙা হয়। তখন তারা দেখেন রাসেল আর নেই।’

এদিকে রাসেলের মৃত্যুতে ব্যাডমিন্টনসহ দেশের ফেডারেশনগুলো নেমেছে শোকের ছায়া। সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা নিজের ফেসবুকে লিখেছেন, ‘রাসেল তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছিলে যে তোমার হাতে সময় নেই। তাই আমাদের সকলকে তোমার মৃত্যুর নিকটতম সময়ে নিজ নিজ দায়িত্বের কথা বারবার স্মরণ করে দিয়েছ। ওপারে ভালো থেকো রাসেল। তোমার ট্রেনিং প্রাপ্ত আম্পায়ার ‘রা যেন আন্তর্জাতিক আম্পায়ার হয়ে তোমার মতো বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে।’

বাংলাদেশের ব্যাডমিন্টনে বেশ পরিচিত মুখ রাসেল। আম্পায়ারিংয়ের পাশাপাশি ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য তিনি। ব্যাডমিন্টন নিয়ে তাঁর অনেক পড়াশোনা। দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় টুর্নামেন্টে আম্পায়ারিং করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত