নাহিয়ান ইসলাম
মোবাইল ফোনে অনেকেই এখন টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন মূলত কল ও মেসেজিংয়ের জন্য। এ দুটি সুবিধার বাইরে নতুন সুবিধা যোগ করা হয়েছে টেলিগ্রামে। এখন এই অ্যাপ দিয়ে চাইলে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দিতে পারবেন। ইউটিউব থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এগুলো ছাড়াও বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে এখন থেকে টেলিগ্রামে।
জিমেইল টেলিগ্রাম বট
এখন থেকে সরাসরি জিমেইল চেক করা যাবে এই বটের মাধ্যমে। এ ছাড়া জিমেইল টেলিগ্রাম বটের মাধ্যমে ই-মেইল রিসিভ, সেন্ড, এমনকি উত্তরও দেওয়া যাবে। গুগল অ্যাকাউন্ট অথেনটিকেট করার পর সরাসরি টেলিগ্রাম অ্যাপ থেকে গুরুত্বপূর্ণ জিমেইল ফিচার অ্যাকসেস করা যাবে।
ফাইল কনভার্ট টেলিগ্রাম বট
একটি দুর্দান্ত ফাইল কনভার্টার খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। এই টেলিগ্রাম বট ব্যবহার করে যেকোনো ফাইলকে যেকোনো ফরম্যাটে রূপান্তর করা যাবে।
এয়ার ট্র্যাক বট
ভ্রমণকারীদের জন্য এ বটটি বেশ কাজের। এয়ার ট্র্যাক বট ফ্লাইট খোঁজার কাজে ব্যবহার করা যায়। এখানে সব কটি এয়ারলাইনসের ফ্লাইটের
সম্পূর্ণ বিবরণ এবং তথ্য দেখানো হয়।
ফাইলেটো বটফাইল সংরক্ষণ করার জন্য জায়গার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ফাইলেটো বট একটি ক্লাউডে ফাইল সংরক্ষণ করার সুযোগ দেয়। এ জন্য শুধু টেলিগ্রাম অ্যাপের চ্যাট বক্সে ফাইল আপলোড করতে হবে। এ বট বাকি সব কাজ করে দেবে। ক্লাউড ব্যবহার করে ফাইল নিরাপদে সংরক্ষণ করার জন্য এটি একটি ভালো বিকল্প ব্যবস্থা।
লিরিকস বট
যাঁরা গান করেন, তাঁদের লিরিকসের প্রয়োজন হয়। গানের লিরিকস খোঁজার জন্য ব্রাউজার বা অন্য কোনো অ্যাপের আর দরকার নেই। এই টেলিগ্রাম আপনার চ্যাট বক্সে বট দ্রুত কাঙ্ক্ষিত গানের লিরিকস পাঠিয়ে দেবে। এর ডেটাবেইস অনেক বড় এবং তাতে অনেক গানের লিরিকস আছে।
টেক্সট টু স্পিচ বট
এই টেলিগ্রাম বট আপনার টাইপ করা সবকিছুই অডিও বা ভয়েস ক্লিপ করে পাঠাবে। আপনি যদি অডিও এবং ভয়েস ক্লিপ তৈরি করতে চান, তাহলে এটি ব্যবহার করতে পারেন। এতে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, পর্তুগিজ, রাশিয়ান, কাতালান, জাপানি, তুর্কি, পোলিশ, ইতালীয়সহ আরও বিভিন্ন ভাষা নির্বাচন করে কাজ করা যায়।
মোবাইল ফোনে অনেকেই এখন টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন মূলত কল ও মেসেজিংয়ের জন্য। এ দুটি সুবিধার বাইরে নতুন সুবিধা যোগ করা হয়েছে টেলিগ্রামে। এখন এই অ্যাপ দিয়ে চাইলে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দিতে পারবেন। ইউটিউব থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এগুলো ছাড়াও বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে এখন থেকে টেলিগ্রামে।
জিমেইল টেলিগ্রাম বট
এখন থেকে সরাসরি জিমেইল চেক করা যাবে এই বটের মাধ্যমে। এ ছাড়া জিমেইল টেলিগ্রাম বটের মাধ্যমে ই-মেইল রিসিভ, সেন্ড, এমনকি উত্তরও দেওয়া যাবে। গুগল অ্যাকাউন্ট অথেনটিকেট করার পর সরাসরি টেলিগ্রাম অ্যাপ থেকে গুরুত্বপূর্ণ জিমেইল ফিচার অ্যাকসেস করা যাবে।
ফাইল কনভার্ট টেলিগ্রাম বট
একটি দুর্দান্ত ফাইল কনভার্টার খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। এই টেলিগ্রাম বট ব্যবহার করে যেকোনো ফাইলকে যেকোনো ফরম্যাটে রূপান্তর করা যাবে।
এয়ার ট্র্যাক বট
ভ্রমণকারীদের জন্য এ বটটি বেশ কাজের। এয়ার ট্র্যাক বট ফ্লাইট খোঁজার কাজে ব্যবহার করা যায়। এখানে সব কটি এয়ারলাইনসের ফ্লাইটের
সম্পূর্ণ বিবরণ এবং তথ্য দেখানো হয়।
ফাইলেটো বটফাইল সংরক্ষণ করার জন্য জায়গার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ফাইলেটো বট একটি ক্লাউডে ফাইল সংরক্ষণ করার সুযোগ দেয়। এ জন্য শুধু টেলিগ্রাম অ্যাপের চ্যাট বক্সে ফাইল আপলোড করতে হবে। এ বট বাকি সব কাজ করে দেবে। ক্লাউড ব্যবহার করে ফাইল নিরাপদে সংরক্ষণ করার জন্য এটি একটি ভালো বিকল্প ব্যবস্থা।
লিরিকস বট
যাঁরা গান করেন, তাঁদের লিরিকসের প্রয়োজন হয়। গানের লিরিকস খোঁজার জন্য ব্রাউজার বা অন্য কোনো অ্যাপের আর দরকার নেই। এই টেলিগ্রাম আপনার চ্যাট বক্সে বট দ্রুত কাঙ্ক্ষিত গানের লিরিকস পাঠিয়ে দেবে। এর ডেটাবেইস অনেক বড় এবং তাতে অনেক গানের লিরিকস আছে।
টেক্সট টু স্পিচ বট
এই টেলিগ্রাম বট আপনার টাইপ করা সবকিছুই অডিও বা ভয়েস ক্লিপ করে পাঠাবে। আপনি যদি অডিও এবং ভয়েস ক্লিপ তৈরি করতে চান, তাহলে এটি ব্যবহার করতে পারেন। এতে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, পর্তুগিজ, রাশিয়ান, কাতালান, জাপানি, তুর্কি, পোলিশ, ইতালীয়সহ আরও বিভিন্ন ভাষা নির্বাচন করে কাজ করা যায়।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
৭ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগে