নাহিয়ান ইসলাম
মোবাইল ফোনে অনেকেই এখন টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন মূলত কল ও মেসেজিংয়ের জন্য। এ দুটি সুবিধার বাইরে নতুন সুবিধা যোগ করা হয়েছে টেলিগ্রামে। এখন এই অ্যাপ দিয়ে চাইলে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দিতে পারবেন। ইউটিউব থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এগুলো ছাড়াও বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে এখন থেকে টেলিগ্রামে।
জিমেইল টেলিগ্রাম বট
এখন থেকে সরাসরি জিমেইল চেক করা যাবে এই বটের মাধ্যমে। এ ছাড়া জিমেইল টেলিগ্রাম বটের মাধ্যমে ই-মেইল রিসিভ, সেন্ড, এমনকি উত্তরও দেওয়া যাবে। গুগল অ্যাকাউন্ট অথেনটিকেট করার পর সরাসরি টেলিগ্রাম অ্যাপ থেকে গুরুত্বপূর্ণ জিমেইল ফিচার অ্যাকসেস করা যাবে।
ফাইল কনভার্ট টেলিগ্রাম বট
একটি দুর্দান্ত ফাইল কনভার্টার খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। এই টেলিগ্রাম বট ব্যবহার করে যেকোনো ফাইলকে যেকোনো ফরম্যাটে রূপান্তর করা যাবে।
এয়ার ট্র্যাক বট
ভ্রমণকারীদের জন্য এ বটটি বেশ কাজের। এয়ার ট্র্যাক বট ফ্লাইট খোঁজার কাজে ব্যবহার করা যায়। এখানে সব কটি এয়ারলাইনসের ফ্লাইটের
সম্পূর্ণ বিবরণ এবং তথ্য দেখানো হয়।
ফাইলেটো বটফাইল সংরক্ষণ করার জন্য জায়গার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ফাইলেটো বট একটি ক্লাউডে ফাইল সংরক্ষণ করার সুযোগ দেয়। এ জন্য শুধু টেলিগ্রাম অ্যাপের চ্যাট বক্সে ফাইল আপলোড করতে হবে। এ বট বাকি সব কাজ করে দেবে। ক্লাউড ব্যবহার করে ফাইল নিরাপদে সংরক্ষণ করার জন্য এটি একটি ভালো বিকল্প ব্যবস্থা।
লিরিকস বট
যাঁরা গান করেন, তাঁদের লিরিকসের প্রয়োজন হয়। গানের লিরিকস খোঁজার জন্য ব্রাউজার বা অন্য কোনো অ্যাপের আর দরকার নেই। এই টেলিগ্রাম আপনার চ্যাট বক্সে বট দ্রুত কাঙ্ক্ষিত গানের লিরিকস পাঠিয়ে দেবে। এর ডেটাবেইস অনেক বড় এবং তাতে অনেক গানের লিরিকস আছে।
টেক্সট টু স্পিচ বট
এই টেলিগ্রাম বট আপনার টাইপ করা সবকিছুই অডিও বা ভয়েস ক্লিপ করে পাঠাবে। আপনি যদি অডিও এবং ভয়েস ক্লিপ তৈরি করতে চান, তাহলে এটি ব্যবহার করতে পারেন। এতে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, পর্তুগিজ, রাশিয়ান, কাতালান, জাপানি, তুর্কি, পোলিশ, ইতালীয়সহ আরও বিভিন্ন ভাষা নির্বাচন করে কাজ করা যায়।
মোবাইল ফোনে অনেকেই এখন টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন মূলত কল ও মেসেজিংয়ের জন্য। এ দুটি সুবিধার বাইরে নতুন সুবিধা যোগ করা হয়েছে টেলিগ্রামে। এখন এই অ্যাপ দিয়ে চাইলে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দিতে পারবেন। ইউটিউব থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এগুলো ছাড়াও বেশ কিছু নতুন ফিচার পাওয়া যাবে এখন থেকে টেলিগ্রামে।
জিমেইল টেলিগ্রাম বট
এখন থেকে সরাসরি জিমেইল চেক করা যাবে এই বটের মাধ্যমে। এ ছাড়া জিমেইল টেলিগ্রাম বটের মাধ্যমে ই-মেইল রিসিভ, সেন্ড, এমনকি উত্তরও দেওয়া যাবে। গুগল অ্যাকাউন্ট অথেনটিকেট করার পর সরাসরি টেলিগ্রাম অ্যাপ থেকে গুরুত্বপূর্ণ জিমেইল ফিচার অ্যাকসেস করা যাবে।
ফাইল কনভার্ট টেলিগ্রাম বট
একটি দুর্দান্ত ফাইল কনভার্টার খোঁজার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। এই টেলিগ্রাম বট ব্যবহার করে যেকোনো ফাইলকে যেকোনো ফরম্যাটে রূপান্তর করা যাবে।
এয়ার ট্র্যাক বট
ভ্রমণকারীদের জন্য এ বটটি বেশ কাজের। এয়ার ট্র্যাক বট ফ্লাইট খোঁজার কাজে ব্যবহার করা যায়। এখানে সব কটি এয়ারলাইনসের ফ্লাইটের
সম্পূর্ণ বিবরণ এবং তথ্য দেখানো হয়।
ফাইলেটো বটফাইল সংরক্ষণ করার জন্য জায়গার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ফাইলেটো বট একটি ক্লাউডে ফাইল সংরক্ষণ করার সুযোগ দেয়। এ জন্য শুধু টেলিগ্রাম অ্যাপের চ্যাট বক্সে ফাইল আপলোড করতে হবে। এ বট বাকি সব কাজ করে দেবে। ক্লাউড ব্যবহার করে ফাইল নিরাপদে সংরক্ষণ করার জন্য এটি একটি ভালো বিকল্প ব্যবস্থা।
লিরিকস বট
যাঁরা গান করেন, তাঁদের লিরিকসের প্রয়োজন হয়। গানের লিরিকস খোঁজার জন্য ব্রাউজার বা অন্য কোনো অ্যাপের আর দরকার নেই। এই টেলিগ্রাম আপনার চ্যাট বক্সে বট দ্রুত কাঙ্ক্ষিত গানের লিরিকস পাঠিয়ে দেবে। এর ডেটাবেইস অনেক বড় এবং তাতে অনেক গানের লিরিকস আছে।
টেক্সট টু স্পিচ বট
এই টেলিগ্রাম বট আপনার টাইপ করা সবকিছুই অডিও বা ভয়েস ক্লিপ করে পাঠাবে। আপনি যদি অডিও এবং ভয়েস ক্লিপ তৈরি করতে চান, তাহলে এটি ব্যবহার করতে পারেন। এতে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, পর্তুগিজ, রাশিয়ান, কাতালান, জাপানি, তুর্কি, পোলিশ, ইতালীয়সহ আরও বিভিন্ন ভাষা নির্বাচন করে কাজ করা যায়।
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৪৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে